দালাল পরিবেশবাদীরা এখন কোথায়?

লিখেছেন লিখেছেন বিভীষিকা ২৪ অক্টোবর, ২০১৫, ১২:১৫:১০ রাত



মূর্তির গায়ে সিসাযুক্ত রং এবং ক্যাডমিয়ম ও অন্যান্য জৈব যৌগ পানিকে সারা বছর দূষিত করছে। সেই সঙ্গে মূর্তির মাটি, বাঁশ, ফুল, বেলপাতা, মালা বা শোলার যাবতীয় অলঙ্কার ভরাট করে তুলছে নদির তলদেশ।

বিসর্জনের পর মূর্তির গায়ে থাকা সিসা ও ক্যাডমিয়াম পানিতে মিশে মাছের মাধ্যমে মানুষের শরীরে ঢোকে। স্নানে ও পানে সিসা নিয়মিত শরীরে ঢুকলে মানুষের বুদ্ধি কমে, স্মৃতি হ্রাস পায়, রক্তে হিমোগ্লোবিনের ঘাটতি হয়, কোষ্ঠকাঠিন্যও দেখা দেয়। ক্যাডমিয়াম এর কারণে দুরারোগ্য ব্যাধি হয় বৃক্কে, যকৃতে ও অস্থিমজ্জায়। মূর্তি বিসর্জন, আবর্জনা, নোংরা ও বর্জ্য নিক্ষেপের কারণে নদিসমুহ হারিয়েছে তার স্বচ্ছতাও। http://goo.gl/HWJXLj

যার কারনে খোদ ভারতে নদিতে মুর্তি বিসর্জন নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে ।http://goo.gl/LKmnrx

তাহলে বাংলাদেশে কি করে মৃতপ্রায় নদীতে মুর্তি ফেলে নদীতে আরো ধ্বংস করা হচ্ছে ?

শুধু নদি ধ্বংস করা নয় , মানুষের ক্ষতিও করছে ।

কুরবানীর সময় দালাল পরিবেশবাদীরা কুত্তার মত ঘেউ ঘেউ করে যেখানে সেখানে কুরবানী দিলে নাকি পরিবেশ নষ্ট হবে , যা তাদের বিকৃতমস্তিষ্ক কথা মাত্র ।

অথচ মুর্তি নদিতে ফেললে যে নদি ধ্বংস হয় তা প্রমানিত সত্য হবার পরেও শুয়োরের ফয়দা পরিবেশ বাদীর চুপ কেন ?

পুজোয় মদ আর নারী পেয়ে কি এসকল দালাল পরিবেশবাদীদের গলা আটকে গেছে ?

বিষয়: বিবিধ

১৮৯৫ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

346974
২৪ অক্টোবর ২০১৫ রাত ১২:৫২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : পরিবেশ হচ্ছে তাদের একটা ব্যবসা! তেমনি দুর্গা পূজাও তাদের ব্যবসা(হিন্দু সম্প্রদায় এর নয়)।
346990
২৪ অক্টোবর ২০১৫ রাত ০২:১৮
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : ওরা নাকে তৈল দিয়ে ঘুমাচ্ছে
২৪ অক্টোবর ২০১৫ রাত ০২:৩১
288142
অপি বাইদান লিখেছেন : আপনার আল্যা কি করে? উনিও নাকে জুয়তন তেল মেখে ঘুমান নাকি? আরবে এত হাজি মরে ভুত হয়ে গেল, তারপরও সারাশব্দ নেই।
346998
২৪ অক্টোবর ২০১৫ রাত ০২:৩৩
অপি বাইদান লিখেছেন : মুমিনী স্টাইলে গরু ছাগলের নাড়ি/ভুঁড়ি তো ফেলে নি।
347020
২৪ অক্টোবর ২০১৫ সকাল ১১:৪২
আবু জান্নাত লিখেছেন : পরিবেশ হচ্ছে তাদের একটা ব্যবসা! তেমনি দুর্গা পূজাও তাদের ব্যবসা(হিন্দু সম্প্রদায় এর নয়)।
347038
২৪ অক্টোবর ২০১৫ বিকাল ০৪:২২
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : পরিবেশ, আহা বেশ বেশ!!!
ধন্যবাদ, সুন্দর পোস্টটির জন্য..
আপনার-আমার চিৎকার কেউ শুনবে না..
347042
২৪ অক্টোবর ২০১৫ বিকাল ০৫:০৩
আবু জারীর লিখেছেন : কিসের পরিবেশবাদী কিসের কি? স্বার্থের কাছে সব বিক্রি!
347045
২৪ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:১৩
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন :
এই সভ্য পৃথিবীতে বসে আজো আমাদের ভাবতে হচ্ছে "মালুরা তোরা মানুষ হবি কবে??? "
347397
২৭ অক্টোবর ২০১৫ দুপুর ০৩:৩৮
হতভাগা লিখেছেন : এসব ব্যাপারে বললে উনাদের বেতন আটকে যাবে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File