আর কত নির্লজ্জতার দৃষ্টান্ত দেখতে হবে ?

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২৪ জুন, ২০১৫, ০৮:১১:৪৩ রাত



ক্রিকেটারদের উত্ত্যক্তকারী পতিতা নারী হ্যাপিকে গ্রেপ্তার করা হোক। মোস্তাফিজকে নানান কথার চলে ফেসবুকের মাধ্যমে উত্ত্যক্ত করতেছে। এই সেই চিত্রনাইকা হ্যাপী যে আরেক ক্রিকেটার রুবেলার সাথে দেহবিনিময় করেছিল। লজ্জার বিষয় রুবেল ও জাতীয় দলে ক্রিকেট খেলতেছে হ্যাপীও মাঠে খেলা দেখতে আসে কেউ বাধা দেয় না। আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে পতিতারা প্রকাশ্যে চলাফেরা করে শুধু তাই নয় উন্নত পরিবেশে সম্মানের সাথে চলাফেরা করে ।

রুবেল যদি অপরাধী না হয় তাহলে হ্যাপিকে কেন গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া হচ্ছে না ? আর রুবেল যদি অপরাধী হয় তাহলে কেন জাতীয় দলে ক্রিকেট খেলার সুযোগ করে দিয়ে বদমাশির সাথে জাতিকে সম্পৃক্ত করা হচ্ছে ? গত দুইদিন পূর্বে দেখলাম একটি বেয়াদবের মালিকানাদিন টেলিভিশন খেলা দেখতে আসা হ্যাপির ইন্টারভিউ নিচ্ছে ।

রুবেল যদি ধর্ষনকারী হয় তাহলে ক্রিকেট খেলা থেকে বিরতি শুধু নয় গ্রেপ্তার করা হোক। হ্যাপী নিজের মুখে শিকার করেছে তার দেহ রুবেলকে অবৈধ ভাবে বিলিয়ে দিয়েছে , তাহলে কেন এই পতিতাকে টেলিভিশনের সামনে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়ে জাতিকে নির্লজ্জ করা হচ্ছে ? এখন আবার হ্যাপী ফেসবুকে গত দুই দিনের সেরা খেলোয়ার মুস্তাফিজকে নিয়ে উল্টা পাল্টা স্ট্যাটাস দিচ্ছে।

এই নির্লজ্জ পরিবেশ থেকে আমরা মুক্তি চাই। একটি সুন্দর শালীন পরিবেশ চাই। যে জাতির সংস্কৃতি যত খারাপ সেই জাতির চরিত্র তত খারাপ। চরিত্রহীন জাতি হিসেবে যারা আমাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই তাদের গালে জোতা নিক্ষেপ করে বলতে চাই আমরা আমাদের শালীন সংস্কৃতি রক্ষার জন্য প্রয়োজনে অশালীন পরিবেশবাদীদের সাথে সকল রকম সম্পর্ক বিচ্ছিন্ন করে নতুন একটি সমাজ তৈরতে কাজ করে যাব।

বিষয়: বিবিধ

১৩৯৯ বার পঠিত, ২৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

327349
২৪ জুন ২০১৫ রাত ০৮:৩৪
হতভাগা লিখেছেন :
রুবেল যদি অপরাধী না হয় তাহলে হ্যাপিকে কেন গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া হচ্ছে না ?


০ আমাদের দেশে এটাই নিয়ম । একটা মেয়ে কোন একটা ছেলের বিরুদ্ধে অভিযোগ আনলে সেটা সত্য কি মিথ্যা তা যাচাই না করে সবাই মেয়েটির কথাকেই সত্য বলে ধরে নেয় ।

এখন যেহেতু রুবেল খালাস পেয়ে গেছে তাহলে হ্যাপী যে অভিযোগ এনেছিল তা মিথ্যা - সোজা হিসেবে ।

তাহলে হ্যাপীরা কি ধোয়া তুসলী পাতা হয়ে থাকবে ? তাদের এই মিথ্যা বলার জন্য যে একটা ছেলের ভবিষ্যত নষ্ট হয়ে গিয়েছিল প্রায় তার কি কোনই বিচার হবে না ?

না , কোন বিচার হবে না । কারণ এটাই বাংলাদেশের নিয়ম ।

হ্যাপীরা এরকম করবেই । এরা লাইম লাইট পেতেই অধুনা নাম কামানো ক্রিকেটারদেরকে টার্গেট করে । এসবের যে আসলেই কোন ভিত্তি নেই তা রুবেলের ব্যাপারে ভালই বোঝা গেছে ।

কিন্তু এতে তো লাভ হয় হ্যাপীদেরই । এসব কাহিনীর ফলে তারা মিডিয়া জগতের নজরে আসে ।
২৪ জুন ২০১৫ রাত ০৮:৪০
269559
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ওরা নির্লজ্জ ওরা বেইমান এটাই আমার দুর্ভাগ্য ।দেশের বিচার ব্যবস্থা এখন গুন্ডাখানার মত যা ইচ্ছে তা করে ।
327350
২৪ জুন ২০১৫ রাত ০৮:৪৩
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : এইসব নষ্টা মহিলাদের উতাল পাতাল করে থাপড়ানো উচিত।
২৪ জুন ২০১৫ রাত ০৯:৪৪
269560
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : খাটি কথা বলেছেন। এই সব পতিতারা জাতির দুশমন।
327354
২৪ জুন ২০১৫ রাত ০৯:০৮
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! সুন্দর লিখেছেন, কিন্তু কে শুনবে কার কথা? জাতির নাই এসব ব্যপারে মাথা ব্যথা! আপনাকে জাযাকুমুল্লাহ খাইরান!
২৪ জুন ২০১৫ রাত ০৯:৪৬
269561
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ওয়ালাইকুম সালাম। আপনি সঠিক বলেছেন দেখার কেউ নেই শুনার কেউ নেই।
327367
২৪ জুন ২০১৫ রাত ১১:১৭
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : বিষয়টি খুবই সেনসেটিভ। জাতিয় টিমের খেলোয়াড়রা হচ্ছে দেশের জন্য রত্ন। তাদের ক্যারিয়ারের নিরাপত্তার প্রতি লক্ক্যরাখা সংশ্লিষ্ট দায়িত্বশীলদের উচিত বলে মনে করি।
২৫ জুন ২০১৫ বিকাল ০৫:৪৭
269749
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার মূল্যায়নে অনেক ভালো লাগলো ,,ধন্যবাদ ভাইয়া
327370
২৪ জুন ২০১৫ রাত ১১:৪১
আবু জান্নাত লিখেছেন : চমৎকার
২৫ জুন ২০১৫ বিকাল ০৫:৪৭
269750
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : Good Luck
327371
২৪ জুন ২০১৫ রাত ১১:৪১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই সব পতিতাদের প্রমোট করা হচ্ছে আমাদের খেলোয়াড়দের মনোবল নষ্ট করার জন্যই।
২৫ জুন ২০১৫ বিকাল ০৫:৪৮
269751
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনি ঠিক বলেছেন ভাইয়া ,ধন্যবাদ
327377
২৫ জুন ২০১৫ রাত ১২:১৭
মাজহারুল ইসলাম লিখেছেন : দাদা এরা হচ্ছে সমাজের উন্নত প্রজাতির পতিতা এদের খদ্দর এই উন্নত সমাজের সবাই। যারা গ্রেফতার করতে আসবে বা মামলা করবে তাদের সাথে একটু সময় কাটালে গ্রেফতার বা মামলা প্রত্যাহার হবে যাবে। আপনি ভুলে গেছেন এইটা বাংলাদেশ? এই দেশে সবই কিছুই হয় যদি সে সরকারের কথা মত চলে এবং সরকারী দলের লোকের সাথে যোগাযোগ রাখে।
২৫ জুন ২০১৫ বিকাল ০৫:৪৯
269752
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : যারা গ্রেফতার করতে আসবে বা মামলা করবে তাদের সাথে একটু সময় কাটালে গ্রেফতার বা মামলা প্রত্যাহার হবে যাবে।Happy>- Happy>-
২৬ জুন ২০১৫ দুপুর ০২:২১
269805
মাজহারুল ইসলাম লিখেছেন : মধুর সময় কাটাবে দুই জন মিলে একা একা।
327380
২৫ জুন ২০১৫ রাত ১২:৩৩
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : বাংলাদেশের কৃকেটকে ধ্বংস করার জন্য হ্যাপী কোন দেশের এজেন্ট কিনা ভাবা দরকার.না হলে এই বেশ্যার এমন সাহস হবে কেন?.আপনাকে ধন্যবাদ একটি গুরুত্ববহ বিষয় দৃষ্টি আকর্ষণ বরার জন্য..
২৫ জুন ২০১৫ বিকাল ০৫:৫১
269753
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন জনাব
২৬ জুন ২০১৫ রাত ১২:৪৩
269780
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : শাহীন ভাই, কিছু লিখুন এ ব্যাপারে..
২৬ জুন ২০১৫ রাত ০২:২৩
269781
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আসন্ন আফ্রিকা সিরিজের সময় লিখব ,ইনশা আল্লাহ
327385
২৫ জুন ২০১৫ রাত ০১:১১
শেখের পোলা লিখেছেন : এদের দ্বারাই সমাজ চলছে৷ ভবিষ্যতে এরাই দেশ চালাবে৷ বরদাস্ত না হলে হিজরত করুন, কিন্তু কোথায়? কেউই এর বাইরে নয়৷ অতএব আঙ্গুর ফল টক৷ সহ্য করুন৷
২৫ জুন ২০১৫ বিকাল ০৫:৫২
269754
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হতভাগা জাতি আমরা
১০
327401
২৫ জুন ২০১৫ রাত ০৪:২০
মোঃ মাকছুদুর রহমান লিখেছেন : যেখানে সাত ক্ষুন মাপ যদি ক্ষমতাসীন দের আন্ডা বাচ্চা কেউ হয়! সেখানে রুবেল হ্যাপীর অপরাধের জন্য বিচার চাওয়া একেবারেই বেমানান!
১১
327408
২৫ জুন ২০১৫ সকাল ০৬:৫৪
ছালসাবিল লিখেছেন : Surprised Worried Broken Heart Give Up Time Out At Wits' End
২৫ জুন ২০১৫ বিকাল ০৫:৫৩
269755
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : :Thinking :Thinking :Thinking Crying Crying
১২
327409
২৫ জুন ২০১৫ সকাল ০৭:০১
ছালসাবিল লিখেছেন : ভাইয়া, Day Dreaming আপনি হ্যাপির ফেবুতে ঘুড়ঘুড় করেন কেনো Time Out Time Out
২৫ জুন ২০১৫ বিকাল ০৫:৫৪
269756
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : জটিল কথা কইছেন ,আসেল ভাই ফটো আমি আরেকজনের কাছ থেকে নিয়ে এসেছি
১৩
327555
২৬ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৪১
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : ক্রিকেটারদের উত্ত্যক্তকারী পতিতা নারী হ্যাপিকে গ্রেপ্তার করা হোক। ভালো লাগলো অনেক ধন্যবাদ পিলাচ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File