আসুননা সবাই এক কাতারে দাঁড়াই
লিখেছেন লিখেছেন ওসমান গনি ২৪ জুন, ২০১৫, ০৫:৪৮:৪৯ বিকাল
কি রকম মানুষ এ দেশের,কত সহজ সরল কত প্রানবন্ত ? চরম রাজনৈতিক হানাহানির পরও আবার আনন্দের বন্যায় সামিল হতে দ্ধিধা নাই । কত মায়ের কোল খালি হয়েছেে আমাদের দেশে তার কি কোনো হিসাব আছে? তাতে কি? তার পরও ভারতকে হারিয়েছি এটি বড় কথা্ । ক্রিকেটের এ আনন্দের মহাযজ্ঞে বাংলাদেশ কি এবার পারে না রাজনৈতিক আনন্দে মেতে উঠতে? মায়ানমারে আমার ভাই বন্দী, অপমানিত।
ক্রিকেটের আনন্দ এর জন্য কি ম্লান হয়ে গেল না? আসুন এবারও দল মত নির্বিশেষে বার্মার বিরুদ্ধে রুখে দাড়াই।
১৬ কোটি মানুষের ৩২ কোটি হাত,এটি চাট্টখানি কথা নয়? আসুন এবার রাজনৈতিক হানাহানি বন্ধ করে শান্তির সুবাতাস ছড়িয়ে দিই। এ ছাড়া কোনো উপায় আছে কি? আমরা যেন সময় ফূরিয়ে যাবার আগেই বুঝতে পারি পরিস্থিতির গভীরতা। সরকার ও বিরোধী দল সকলের প্রতি এ আহবান। বিশেষতঃ সরকারের প্রতি দাবী বেশী থাকলো।
ইহা একটি আমার ফেসবুকিং ষ্ট্যাটাস ।
বিষয়: বিবিধ
৯১১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন