সমাজের গালে কষে একটা থাপ্পর দিয়ে যেতে পারল না শিশু সাঈদ !
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১৬ মার্চ, ২০১৫, ০৮:৩৩:৪৫ রাত
একটি লাশের নাম সাঈদ। ৯ বছরের এই সাঈদ ছিল সিলেটের শাহ মীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। যার লাশ শহরের এক পুলিশ কনস্টেবলের বাসা থেকে শনিবার রাতে উদ্ধার করা হয়েছে। চার দিন আগে স্কুল থেকে ফেরার পথে ওই শিশু অপহৃত হওয়ার পর পরিবারকে ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় কনস্টেবল এবাদুর ছাড়াও সিলেট জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাকিব ও পুলিশের সোর্স গেদা মিয়াকে আটক করা হয়েছে বলে ওসি আসাদুজ্জামান জানিয়েছেন।
পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তিনজনকে আটক করলে জিজ্ঞাসাবাদে তারা সাঈদকে অপহরণ ও খুনের কথা স্বীকার করে। পরে তাদের তথ্যের ভিত্তিতে কনস্টেবল এবাদুরের বাসা থেকে সাঈদের লাশ উদ্ধার করা হয়।
সাঈদ শিশু সে খুন হয়েছে সমাজের পশুদের হাতে।সাঈদ এই সমাজকে ঘৃনা করতে শিক্ষার আগেই খুন হয়ে গেল। সাঈদ এই সমাজের গালে কষে একটা থাপ্পর দেওয়ার আগেই নিজে চলে গেল সমাজের মানবপ্রেমিকদের চোখে পানির বন্যা করে । কিন্তু যে পশুরা থাকে খুন করেছে আর যে পশুদের কারণে সমাজের এই করুন অবস্থা সেই সব পশুদের বিজয়ী করে গেছে ছোট শিশু সাঈদ। সে পশুদের সাথে পেরে উঠে নি।
আমাদের কি কিছুই করার নেই ? আমরা কি শুধু সাঈদের লাশের পাশে বসে চোখের পানি ফেলবো ? নাকি খুনিদের বিচার করতে চাপ সৃষ্টি করব ? হ্যা এটাও ঠিক কি লাভ আমাদের প্রচেষ্টার ? টাকার বিনিময়ে পার পেয়ে যাবে খুনিরা। আসল অপরাধী পুলিশ এবং ক্ষমতাসীনদের নেতা হওয়ায় ভয় হচ্ছে।
তবে একটা সমাধান পেয়েছি , সেটা হলো আক্ষেপ " ভাই সাঈদ এই সমাজের গালে একটা থাপ্পর দিয়ে যেতে পারল না " ।
বিষয়: বিবিধ
১২৯৫ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দেশে যেন গুম হত্যার মহোৎসব চলছে।
মন্তব্য করতে লগইন করুন