(অফ টপিক: ১৭ মার্চ এয়ারটেল বন্ধ রাখুন মউকা'র প্রতিবাদে)

লিখেছেন লিখেছেন সরোজ মেহেদী ১৬ মার্চ, ২০১৫, ০৯:১৫:৩০ রাত

▓▓▓▓ মনযোগ আকর্ষণ ▓▓▓▓

মনে আছে ২০০৫ সালে জিপি'র ডিজুস

সিমে সারারাত ফ্রি কথা বলা যেত!

এতে করে তাদের

ব্যাবসা রমরমা হয়ে উঠে ছিল।

এতে তাদের গ্রাহক বেড়ে যাওয়ার পর

কোম্পানিটি একদিন অফারটি বন্ধ

করে দেয়। তখনই বাংলাদেশের যুবসমাজ

প্রতিবাদে ১ দিনের জন্য তাদের ডিজুস

সিম অফ রাখে। এতে কোম্পানিটির

ব্যাপক লসের পর অফারটি আবার সচল

করে দিয়েছিল। তখন কিন্তু ফেসবুক ছিল

না বাংলাদেশে। শুধু মোবাইলের

এসএমএসের মাধ্যমে জ্বলে উঠেছিল

বাংলাদেশ। এখনতো যোগাযোগ কত

সহজ। তো দেখিয়ে দাও আবার।

আগামীকাল ১৭ মার্চ

সারাদেশে একযোগে ইন্ডিয়ান

টেলি কোম্পানি এয়ারটেল সিম বন্ধ

রেখে ভারতীয়তের 'মউকা মউকা' এর

জবাব দেয়ার উদ্যেগ

নিয়েছে বাংলাদেশের তরুণ সমাজ।

আপনিও চাইলে এতে একাত্নতা প্রকাশ

করতে পারেন।

এদিকে বাংলাদেশীদের রিপোর্টের

ভিত্তিতে ইউটিউব

থেকে মউকা মউকা রিমুভ করা হয়েছে।

দেখিয়ে দিবে বাংলাদেশীরা।

গর্জন হবেই

[পোস্টটি কপি করুন এবং ছড়িয়ে দিন]

বিষয়: বিবিধ

৯২৭ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

309340
১৬ মার্চ ২০১৫ রাত ০৯:২৭
হতভাগা লিখেছেন : এসব করে কি লাভ হবে ? বাঙ্গালী মাগনা পাইলে আলকাতরাও খায় ।

১৬ মার্চ ২০১৫ রাত ১০:৩৮
250322
সরোজ মেহেদী লিখেছেন : কথা হচ্ছে হাতগুটিয়ে বসে থাকলে কিছুই করা হলো না।কিছু করা দরকার।
১৬ মার্চ ২০১৫ রাত ১০:৩৮
250323
সরোজ মেহেদী লিখেছেন : কথা হচ্ছে হাতগুটিয়ে বসে থাকলে কিছুই করা হলো না।কিছু করা দরকার।
309341
১৬ মার্চ ২০১৫ রাত ০৯:২৮
আবু জারীর লিখেছেন : গুড আইডিয়া।
১৬ মার্চ ২০১৫ রাত ১০:৩৯
250324
সরোজ মেহেদী লিখেছেন : লেখাটা শেয়ার করতে পারেন ভাই।
309343
১৬ মার্চ ২০১৫ রাত ০৯:৪৫
সমুদ্রপার লিখেছেন : শুধু একদিনের জন্য কেন পার্মানেন্টলি ইউজ করা বন্ধ করলেই হয়।বাংলাদেশীরা চাইলে ইন্ডিয়ান পন্য বর্জন করতেই পারে। ইচ্ছাটাই কেবল দরকার। এদেশে একটা গান্ধীজির প্যটার্নে স্বদেশী অহিংস আন্দোলন এখন অনিবার্য হয়ে পড়েছে।
১৬ মার্চ ২০১৫ রাত ১০:৪০
250325
সরোজ মেহেদী লিখেছেন : একদিন নিশ্চয়ই হবে।আগে শুরুটা করি।
309349
১৬ মার্চ ২০১৫ রাত ১০:০৪
মোতাহারুল ইসলাম লিখেছেন : এয়ারটেল মওকা পেয়েইতো এদেশে ঢুকেছে, আর মওকা করে দিয়েছে আমাদের দেশের নীতিভ্রষ্ট রাজনীতিবীদরা। কোনো রাজনীতিবিদ বা ভাদা কারো মুখে এই মকার প্রতিবাদ শুনেছেন? বর্জন করলে এয়ারটেল সহ ভাদাদের বর্জন করুন।
১৬ মার্চ ২০১৫ রাত ১০:৪২
250326
সরোজ মেহেদী লিখেছেন : একমত।সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা পাবলিক সচেতন নই।
309356
১৬ মার্চ ২০১৫ রাত ১০:৫৭
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File