সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যার বিচার হবে না ,আওয়ামী সরকার যত দিন থাকবে ।

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১১ ফেব্রুয়ারি, ২০১৫, ০৭:০৯:০৫ সন্ধ্যা



আজ সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যাকাণ্ডের তৃতীয় বার্ষিকী।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি সাংবাদিক দম্পতিকে খুন করা হয়।

খুন হওয়ার পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছিলেন ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হবে। তার পর স্বরাষ্ট্রমন্ত্রী মহি উদ্দিন খান ও বিচারের কথা বলেছিলেন কিন্তু ফলাফল শূন্য।

আজ প্রায় ৩০ হাজার ঘণ্টা পার হলেও এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। বরং তদন্তের নামে নাটক করা হচ্ছে মঞ্চস্থ বন্ড হচ্ছে না ।

সাহারা খাতুন নিজের নামের সাথে ৪৮ ঘন্টা নাম যুক্ত করলেন কিন্তু খুনিদের গ্রেপ্তারে সাহস দেখালেন না বা গ্রেপ্তার করার চেষ্টাই করেন নাই। আর যা করেছেন টেলিভিশনের সামনে তা ছিল নিছক অভিনয়।

এই আলোচিত হত্যাকান্ডের বিচার আওয়ামী সরকার করবে না সেটা পরিষ্কার।

সাংবাদিক দম্পতির খুনিদের গ্রেপ্তার করতে না পেরে আওয়ামী সরকার নিজেদের খুনির আশ্রয় দাতা হিসেবে প্রমান করেছে। সাগর রুনি হত্যাকান্ডের পেছনে বড় কোনো কারণ রয়েছে যার ফলে খুনিদের বিচারের আওয়তায় আনা হচ্ছে না।

সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যাকাণ্ডসহ হাজার খুনের বিচার হচ্ছে না যার ফলে খুনিরা খুন করতে সাহস পাচ্ছে। আর মেঘের মত সন্তানরা বাবা মা হারাচ্ছে। এই সাহসের পেছনে সরকার ও তার প্রশাসন সম্পূর্ণ রূপে দায়ী।

বিষয়: বিবিধ

১১৫১ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

303994
১১ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৫৩
আফরা লিখেছেন : লাইনে আসেন ভাইয়া ৪৪ বছর আগের মিথ্যা আসামীদের বিচার হচ্ছে কেবল ------।
১১ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:৫১
245913
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঠিক বলেছেন বোন ,,অনেক অনেক ধন্যবাদGood Luck Good Luck
১২ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:৩০
245965
গাজী সালাউদ্দিন লিখেছেন : সাগর রুনিকে নিয়ে বেশি মাতামাতি হাস্যকর। যাদের নিয়ে সবাই সরব, আমরা তাদের জন্য শোকগীত না গাইলেও চলবে। আমরা তাদের পাশেই দাঁড়াবো যাদের মৃত্যুতেও পাশে কেও থাকে না।

ধন্যবাদ আফরা প্রতিবাদী কন্ঠে আওয়াজ তোলার জন্য।
303997
১১ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:০৬
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ ভাইয়া। সাগর রুনির বিচার হলে তো থলের বিড়াল বেরিয়ে আসবে। সেজন্যেই তো ...।
জাজাকাল্লাহু খাইর।
১১ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:৫০
245912
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঠিক বলেছেন বোন ,,অনেক অনেক ধন্যবাদGood Luck
304018
১১ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:৩৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ৪৮ বছর কে আপনারা ৪৮ ঘন্টা বানাচ্ছেন!!!
আপনারা স্বাধিনতা বিরোধি!
১১ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:৫০
245910
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঠিক বলেছেন ভাই ৪৮ বছর পর আজকে যারা এই হত্যাকান্ডের সাথে জড়িত তারা উল্টো বিচার করবে যারা এখন বিচার চাচ্ছে তাদের।
304030
১১ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:৪৯
হতভাগা লিখেছেন : ''আজ প্রায় এক লক্ষ্য ঘণ্টা পার হলেও ..''

০ ৩ বছরে হয় ১০৯৬ দিন , এটাকে ২৪ দিয়ে গুন করলে ৩০০০০ ঘন্টার বেশী হবে না ।

১১ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:৪৯
245909
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক ধন্যবাদ
304070
১২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৩:৪৪
শেখের পোলা লিখেছেন : আরও কত নাটক দৈনিক মঞ্ছস্থ হয়ে চলেছে, ওগুলো পুরানো হয়েছে৷ ভুলে যান৷
১২ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৩৬
246017
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এখন নতুন করে ক্রসফায়ার শুরু হয়েছে আগে ঘরে গিয়ে মেরেছে
304106
১২ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:২৫
গাজী সালাউদ্দিন লিখেছেন : আজ প্রতিটি ঘরে ঘরে মায়ের কোল জুড়ে আসছে সুস্থ স্বাভাবিক শিশু অকালে অক্কা পাওয়ার শঙ্কা নিয়ে।

যতদিন তাদের হাতে থাকবে দেশ,
পথ হারাতেই থাকবে বাংলাদেশ।
১২ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৩৬
246018
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : যতদিন তাদের হাতে থাকবে দেশ,
পথ হারাতেই থাকবে বাংলাদেশ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File