মধ্যপ্রাচ্যে কেমন আছি আমরা ( পর্ব -১৮ ) Love Struck Good Luck Rose মহিলা প্রবাসী

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২০ জানুয়ারি, ২০১৫, ০৬:৫৪:৫৯ সন্ধ্যা



উনাদের দেখেই বুঝতে পেরেছিলাম উনারা ঘরের কাজে কর্মরত। কিছুক্ষণ পর বুঝতে পারলাম মহিলারা মসজিদের পানির কুলার থেকে বুতল করে পানি নিতে এসেছে। পানি নিয়ে যাওয়ার সময় আমি উনাদের লক্ষ্য করে সালাম দিয়ে জানতে চাইলাম মসজিদ থেকে পানি নেওয়ার কারণ কি ? উনাদের মধ্যে একজন বলেন আমরা এখান থেকেই পানি নেই প্রতিদিন তিন থেকে চার বার। আমি বুঝে নিলাম উনাদের মালিক হাড় কিপ্টা না হয় কেন পানি মসজিদ থেকে নিয়ে পান করবে ?

মহিলা দুজনের কাছ থেকে অনুমতি চাইলাম কিছু কথা বলার। আমি উনাদের মধ্যে একটা অন্যরকম আগ্রহ দেখলাম কথা বলার। আমি প্রথমেই উনাদের স্বামী সন্তান পরিবারের খোজ নিলাম তারপর প্রবাসের অবস্থান সম্পর্কে কথা বলা শুরু করলাম।দুজনের মধ্যে বয়স্ক মহিলা আমার সাথে কথা বললেন , পাঠকদের বুঝার সুবিধার্থে ইন্টারভিউ আকারে লিখলাম ---------

# আপনার দুজনেই একই ঘরে কাজ করেন ?

মহিলা -- জি আমরা দুজনেই একই ঘরে কাজ করি।

# কত দিন থেকে কাজ করতেছেন ?

মহিলা --প্রায় দুই বছর থেকে।

# আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক কি ?

মহিলা -- আমরা দুজন চাচাত বোনের সম্পর্ক।

# কাজ করতে কি আপনাদের কোনো অসুবিধা হয় ?

মহিলা -- ( চোখের পানি মুছতে মুছতে ) ভাই বিদেশ এসেছি কাজ করার জন্য জানতাম না নির্যাতনের শিকার হব !

# কিভাবে নির্যাতনের শিকার হয়েছেন ?

আমাদেরকে যে বাংলাদেশী এনেছিল সে আমাদের সাথে প্রতারণা করেছে। আমাদেরকে নিয়ে আসার একদিন পর থেকে সে আমাদের দেহব্যবসায় লাগাতে চেয়েছিল ,কিন্তু আমরা সেটা বুঝতে পেরে কৌশলে পালিয়ে আসি। পালিয়ে এসে আমরা পরে যাই বড় বিপদে থাকার জায়গা নেই খাওয়ার জন্য টাকা নেই পরিচিত কেউ নেই। অবশেষে বাধ্য হয়ে আমরা এক দালালের খপ্পরে পরে ( ) তারপর দুই মাস পরে এক বাংলাদেশির মাধ্যমে এই কাজ পাই। আজ প্রায় দুই বছর থেকে এক আরাবিয়ান মালিকের ঘরের কাজ করে আসছি । মালিক হাড়- কিপ্টা হলেও চরিত্র ভালো আছে তার স্ত্রী সন্তান ও ভালো এখানে আমাদের সমস্যা হচ্ছে না।

আপনারা দেশে যাবেন কি করে ?

মহিলা -- দেশে কবে যাব বুঝতেছিনা ভিসাতো নেই আমাদের পাসপোর্ট কোথায় আছে সেটাও জানিনা।

# আপনাদের বেতন কি ঠিক মোট পাচ্ছেন ?

দিচ্ছে যা কোনো রকম খেয়ে দেয়ে বেছে আছি আর সামান্য টাকা দেহ্সে পাঠাতে পারি। তবে এখন আমরা বেতন নিয়ে বেশি চিন্তা করিনা শধু সুযোগ খোজতেছি দেশে যাওয়ার ব্যবস্থা হলেই দেশে চলে যাব।

# তাহলে কি দেশে যাওয়ার জন্য কিছু করতেছেন ?

না সেরকম কিছু করিনি। ভাবতাছি মালিক কে শীগ্রই দেশে যাওয়ার জন্য বলব। আর না হলে প্রশাসনে আত্মসমর্পণ করে জেল খেটে দেশে যাব।

প্রবাসে মহিলারা কাজের জন্য আসেন এমনকি সরকারী মাধ্যমে ও আসতেছেন । কিন্তু কয়জন মহিলা শ্রমিক ঠিকমত হক পথে কাজ করতে পারেন ? প্রবাসের অভিজ্ঞতা থেকে বলতে পারি মধ্যপ্রাচ্যে মহিলা শ্রমিক যে বা যারা নিয়ে আসে তারা এক নাম্বার ক্রিমিনাল। আমার একটাই অনুরুধ দেশের মহিলা সমাজের কাছে প্লিজ আপনরা না জেনে বিপদে পরবেন না , নিজ পরিবার ছাড়া কোনো লোভে বিদেশ আসেবন না।

বিষয়: বিবিধ

১৬৫০ বার পঠিত, ২৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

300974
২০ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৩৮
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২১ জানুয়ারি ২০১৫ বিকাল ০৫:৫৮
243562
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : Good Luck Good Luck
300986
২০ জানুয়ারি ২০১৫ রাত ০৮:৩৪
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু............ শ্রদ্ধেয় ভাইয়া। আপনার গুরুত্বপূর্ণ মর্মস্পর্শী লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।
২১ জানুয়ারি ২০১৫ বিকাল ০৫:৫৮
243563
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ
300997
২০ জানুয়ারি ২০১৫ রাত ০৯:৩৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কি বলেন???
এক হাজার গৃহ শ্রমিক পাঠানর চুক্তি হয়েছে। আপনি দেখি দেশ বিরোধি লোক!!!

এই অবস্থা জন্য আমাদের দেশিয় দালাল রাই বেশি দায়ি।
২১ জানুয়ারি ২০১৫ বিকাল ০৫:৫৮
243564
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : দালালদের হাত থেকে বাচাতে হলে জানিয়ে দিন সবাইকে
300999
২০ জানুয়ারি ২০১৫ রাত ০৯:৩৯
শেখের পোলা লিখেছেন : খোদ প্রধান মন্ত্রীজি একাজে মহীলা পাঠাবার ব্যবস্থা করে এয়েছেন৷ তার রেমিট্যান্স বড়ই দরকার৷
২১ জানুয়ারি ২০১৫ বিকাল ০৫:৫৯
243565
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঠিক বলেছেন ভাই ওদের আবার ইজ্জত নিয়ে কিসের চিন্তা
301011
২০ জানুয়ারি ২০১৫ রাত ১০:২০
আফরা লিখেছেন : দালাল নামটা শুনতেই কত্ত খারাপ শুনা যায় তারা আর ভাল কাজ কি করবে । আর এটা মোটে ও ঠিক না মহিলাদের একা দেশ ছেড়ে বাহিরে আসা ।
২১ জানুয়ারি ২০১৫ বিকাল ০৫:৫৯
243566
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঠিক বলেছেন একা দেশ কেন দেশের ভেতর ও চলাফেরা ঠিক না
301013
২০ জানুয়ারি ২০১৫ রাত ১০:২৫
আবু জান্নাত লিখেছেন : এমন শত শত ঘটনার সাক্ষী আমি নিজেই, প্রবাসে না এলে এগুলো বিশ্বাসই হত না। বাংলার মুসলিম মা বোনদের সতর্ক হওয়া খুবই প্রয়োজন।
২১ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:০০
243567
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমাদের মা বোনদের সথর্ক করতে হবে
301039
২১ জানুয়ারি ২০১৫ রাত ০১:৪৮
সজল আহমেদ লিখেছেন : আমার দুঃসম্পর্কের এক কাকার স্ত্রী আছেন জেদ্দা ।উনার ও ঐ দুই নারীর মত একই অবস্থা হয়েছিল দালালের খপ্পরে পরে ,এখন ভাল আছে ,স্বামীর সাথে যোগাযোগ ও হয় ।দেশে আসবে ১বছর পরেই।
আমি ও আপনার মত নারীদের বিদেশ পাঠানোর বিপক্ষে মন্তব্য রেখে গেলাম ।
২১ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:০০
243568
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমি মনে করি উনি এখনো ভালো নেই হয়তো পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিয়েছেন
301046
২১ জানুয়ারি ২০১৫ রাত ০২:৪৮
দ্য স্লেভ লিখেছেন : যারা দেশে থাকে তারা কিছু দালালের কথায় উচু স্বপ্ন দেখে,এটাই সমস্যা করে। আর দালালরা জঘন্ন উপায়ে অর্থ উপার্জন করে। এটা দেখার কেউ নেই
২১ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:০১
243569
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঠিক ভাইয়া অসহায়ের পাশে কেউ নেই
301066
২১ জানুয়ারি ২০১৫ সকাল ০৯:০৮
sarkar লিখেছেন : যে মেয়েরা বিদেশ আসতে চান কাজ করতে তাদের কে বলব তিন দিনে একবার খানা খেলেও বিদেশের নাম নিবেন না।কিরণ বিদেশ ছেলেদের জন্য।তবে হ্যাঁ আপনার স্বামী বিদেশ থাকলে আসতে পারেন।
২১ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:০১
243570
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার সাথে সম্পূর্ণ একমত
১০
301081
২১ জানুয়ারি ২০১৫ সকাল ১১:৪৯
হতভাগা লিখেছেন : Occupational Hazards বলে একটা জিনিস আছে কর্মক্ষেত্রে ।

প্রতিটা ধরনের কাজের জন্য এই Hazard এর ধরন ভিন্ন , Person to person , Gender to gender.

এসব মেনে নিয়েই এবং এর জন্য ব্যবস্থা রেখেই এর মধ্যেই চলতে হয় Employee এবং Employer দের।

কাজে আসার আগেই জেনে নিতে হবে যে, যে পেশায় যাচ্ছে তার সুবিধা-অসুবিধা কি কি । তাহলে সমস্যা মোকাবেলার জন্য বা খাপ খাওয়ানোর জন্য নিজেকে তৈরি করতে পারবে ।

এখানে Job satisfaction এরও একটা ব্যাপার আছে । এটাও Person to person , Gender to gender ভিন্ন হয়।

বিদেশে ছেলেরাই বেশী যায় এবং তাদেরও অনেক সমস্যা আছে এবং এসব সমস্যা মোকাবেলা করেই তারা দেশে রেমিটেন্স পাঠাচ্ছে ।

কাজ করতে গেলে ভয় পেলে চলবে না , ভয়কে জয় করেই কাজে সফলতা আসে।
২১ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:০১
243571
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভয়কে জয় নয় ইজ্জতের প্রশ্ন এখানে
২২ জানুয়ারি ২০১৫ সকাল ০৮:৫১
243648
হতভাগা লিখেছেন : ব্যাপারটা যখন উদরপূর্তির তখন ইজ্জতকে বেইজ্জতি করতেই হয়
১১
301144
২১ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৫১
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমি বুঝিনা। আজ প্রত্যন্ত এলাকায় পর্যন্ত মিডিয়ার বিচরণ। তার কল্যাণে প্রতিনিয়ত আপডেট জানতে পারছে মানুষ। ওই উল্লুক গুলো কি জানে না, বিদেশে মেয়েরা যৌন নির্যাতনের স্বীকার হচ্ছে? হয়ত জানে হয়তবা জানে না। তবে জানা উচিত জানানো উচিত। দারিদ্রতা থেকে মুক্তি লাভের জন্য ইজ্জত আব্রু হুমকীর ঠেলে দেয়া কোনভাবেই কাম্য নয়।
সরি, সময়ের অভাবে আগের পর্বগুলো পড়তে পারলাম না। পরের গুলো পড়ার চেষ্টা করব।
২২ জানুয়ারি ২০১৫ বিকাল ০৫:৫৩
243711
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক ধন্যবাদ মূল্যবান মন্তব্য রাখার জন্য
১২
323078
২৮ মে ২০১৫ বিকাল ০৫:৫৯
প্যারিস থেকে আমি লিখেছেন : চলছে তাহলে।
৩১ মে ২০১৫ সন্ধ্যা ০৭:০১
265041
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : জি ভাইয়া ,,আপনাকে অনেক দিন পর পেয়ে ভালো লাগতেছে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File