গুমের রানী সরকারের ক্ষমতাকে গুম করতে হবে Time Out Time Out

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২২ মে, ২০১৪, ০৭:৪৫:২১ সন্ধ্যা



সাম্প্রতিক সময়ে গুম-খুনের শিকার ব্যাক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে ২২ মে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সমাবেশ করতে চেয়েছিল বিএনপি। আর সেই সমাবেশে বক্তব্য রাখার কথা ছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কিন্তু গুমের রানী হাসিনা সরকার সেই সমাবেশ করতে দেয় নাই। শুধু দেয় নাই বললে ভুল হবে বিএনপি ও করতে পারে নাই। বিএনপি দেশের বৃহত্তম রাজনৈতিক দল তারা চেষ্টা করলে পারবেনা সেটা বলা যায় না।

আওয়ামী সরকার দেশের জনগনকে কি হারে ভয় পায় গুমের বিরুদ্ধে সমাবেশ করতে না দেওয়া অন্যতম উদাহরণ। যারা ভোট কেন্দ্রে কুকুরের সরব উপস্তিতে ক্ষমতায় এসেছে তারা জনগনের প্রতিবাদ করার অধিকার গুম করবেই এটা স্বাভাবিক। যারা জনগনের অধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় এসেছে তাদের দ্বারা আর যাই হক দেশের শান্তির কথা কল্পনা করা যায় না। সরকার দলীয় কর্মীরা বিরুধী দলীয় কর্মীদের গুম খুন করতে করতে নেশাগ্রস্থ হয়ে পরেছে তাই এখন তারা নিজেদের মধ্যে গুমের প্রথা শুরু করেছে আওয়ামীলীগ আওয়ামীলীগকে গুম করতেছে একজন দুজন নয় একসাথে ৪ জন ৬ জন এমনকি ১১ জন করে। আগামীতে ২২ জন করে গুম করে খুন করবে না তার গ্যারান্টি কে দেবে ?

গুম খুনের রাজ্যে পরিনিত হয়ে গেছে দেশ। কে কখন গুম হবেন কেউ জানেনা। সরকার দলীয় গুন্ডা বাহিনীর হাতে গুম হবে না প্রশাসনের হাতে গুম হয়ে খুন হবে তা ও কেউ জানেনা। গুম হওয়ার পর লাশ পাওয়া যাবে কিনা সেটা ও কেউ জানে না। গুম খুনের আতঙ্কের দেশ কেন সৃষ্টি হলো এই প্রশ্ন কে করবে কার কাছে ?গুমের বিচার চাইবেন কার কাছে ? গুম হওয়া পরিবার বিচার চাইতে গিয়ে গুম হচ্ছে। গুমের রাজনীতি হচ্ছে নিকৃষ্টতম হিংসার রাজনীতি এই রাজনীতি অশান্তির একটা হাতিয়ার।হিংসার রাজনীতি গণতন্ত্র হত্যার অস্ত্র ।হিংসার রাজনীতি দেশকে নেতা শুন্য করার হাতিয়ার। আওয়ামী সরকার কি জনগনের কন্ঠকে ভয় পায় ? নাকি গুমের কলঙ্ক চেপে রাখতে জনগনের কন্ঠকে সমাবেশে বাধা দেওয়ার মাধ্যমে গুম করতেছে ?কথা বলা যাবে না মিছিল করা যাবে না সমাবেশ করা যাবে না তাহলে কি করবে জনগণ ? নাকি আওয়ামী সরকার এই সমাবেশের অনুমতি না দিয়ে জানান দিয়েছে গুমের প্রতিবাদ একটাই বেশি করে ঘুমান !

ক্ষমতায় আসার পদ্ধতি ক্লিন অবৈধ।অবৈধ ভাবে ক্ষমতায় এসে এখন আবার ২ জন ৪ জন ১১ জন করে দেশের জনগনকে গুম করা হচ্ছে বা গুম করার সুযোগ তৈরী করে দেওয়া হচ্ছে।গুমের প্রতিবাদ ও করা যাচ্ছে না দেশের জনগনের কন্ঠকে গুম করা হচ্ছে। গুম করা হলে সাথে সাথে মুখ দিয়ে বাচালের মত উল্টা পাল্টা বক্তব্য দিয়ে গুম খুনের সাথে জড়িত খুনিদের বাচানো যায় কিন্তু ক্ষমতার সঠিক ব্যবহার হয় না।

একের পর এক গুম হচ্ছে আর অবৈধ সরকার দোষ চাপানোর ব্যার্থ চেষ্টা করতেছে বিএনপি জামায়াতের ওপর ,যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে মন্ত্রীর ছেলে এবং মেয়ের জামাই জড়িত সেখানেও চাপাচাপি। চাপাচাপি বন্ধ করে গুমের সাথে জড়িত আওয়ামীলীগের বাঘা বাঘা নেতা , এমপি, মন্ত্রী, পরিচিত সন্ত্রাসের গডফাদারদের গ্রেপ্তার করে খুনিদের শাস্তি দিয়ে দেশের মানুষকে গুম আতঙ্ক থেকে মুক্ত করুন। অন্যতায় দেশের জনগণ যখন আপনার গুমের রানী সরকারের ক্ষমতাকে গুম করবে তখন ক্ষমতার গন্ধ ও খোজে পাওয়া যাবে না।

বিষয়: বিবিধ

১০১৬ বার পঠিত, ৩০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

224756
২২ মে ২০১৪ রাত ০৮:১২
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২২ মে ২০১৪ রাত ০৯:২৭
172037
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ
224762
২২ মে ২০১৪ রাত ০৮:১৩
ভিশু লিখেছেন : লুটপাট-গুম-খুনের এই সরকার দেশের জন্য এক সুস্পষ্ট অভিশাপ, অভিশাপ, অভিশাপ!
২২ মে ২০১৪ রাত ০৯:২৭
172038
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : একবারে খাটি কথা বলেছেন ভাইজান ,,তবে এই অভিশাপ বেশি দিন থাকলে দেশটাই অভিশাপে রূপ নেবে
224772
২২ মে ২০১৪ রাত ০৮:৩০
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে ভাই। আপনার আমাদের শুধু হাপিত্যেস করা ছাড়া আর কিইবা করার আছে। Sad Give Up
২২ মে ২০১৪ রাত ০৯:২৮
172039
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : জি ভাইয়া অনেক কষ্ট হয় দেশের জন্য
224778
২২ মে ২০১৪ রাত ০৮:৪১
আমি মুসাফির লিখেছেন : হাসিনা এক অভিমপ্ত মহিলা যিনি অত্যন্ত ঘৃণিত।
২২ মে ২০১৪ রাত ০৯:২৯
172040
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এই ঘৃণার ফল গুম
224784
২২ মে ২০১৪ রাত ০৮:৫৯
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ ভালো লাগলো
২২ মে ২০১৪ রাত ০৯:২৯
172041
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ
224786
২২ মে ২০১৪ রাত ০৯:০৩
ছিঁচকে চোর লিখেছেন : ইহাকেই বলে অপরাজনীতি। সভ্য দেশে অবশ্য এসব হয় না। তারা ভদ্রভাবে রাজনীতি করে।
২২ মে ২০১৪ রাত ০৯:৩০
172042
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : বাংলাদেশে হিংসার রাজনীতি প্রচলন থাকবে যতদিন দেশ ততদিন উন্নত হবে না
224791
২২ মে ২০১৪ রাত ০৯:১৬
বুঝিনা লিখেছেন : আমি মুসাফির লিখেছেন : হাসিনা এক অভিমপ্ত মহিলা যিনি অত্যন্ত ঘৃণিত।
২২ মে ২০১৪ রাত ০৯:৩০
172043
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এই ঘৃণার ফল গুম
224819
২২ মে ২০১৪ রাত ১০:১৭
মহি১১মাসুম লিখেছেন : বিএনপি জোটের বর্তমান অবস্থা সরকারের ক্ষমতাকে গুম করার মত শক্তি সাহস রাজনৈতিক দৃঢ়তা ও পরিকল্পনা চোখে পড়ছেনা।
বিএনপি বিরোধীদলের রাজনীতিতে শতভাগ ব্যর্থ।
তাবিজ কবজ ও অভিশম্পাতের পথে বিএনপি হাঁটছে কিনা জানিনা। তা না হলে আন্দোলন কই!
ধন্যবাদ।
২৩ মে ২০১৪ রাত ০২:২৫
172109
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : তাবিজের পেছনে সবাই এখান না নির্বাচনের সময় আসলে মাজার সবার আগে দেখে আসতে হয়। হয়ত কিছু না পেরে তাবিজের পেছনে চলতেছেন।
224834
২২ মে ২০১৪ রাত ১০:৩৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : যে দেশের মানুষ ঘুমিয়ে সেখানে গুম স্বাভাবিক।
২৩ মে ২০১৪ রাত ০২:২৫
172110
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এটাই আসল কথা গুমের প্রধান প্রতিবাদ ঘুম
১০
224848
২২ মে ২০১৪ রাত ১০:৫০
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া ।
২৩ মে ২০১৪ রাত ০২:২৬
172111
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য
১১
224857
২২ মে ২০১৪ রাত ১১:১৬
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন :
সমকামী পতিতারা নিরাপদ
এখানে রাষ্ট্রীয় পাহারায়
রাজপথে উল্লাসে হাঁটে,
সাদাপোষাকীর গুম-খুনে
শঙ্কিত জনপদ এখানে
অস্থির অনিশ্চয়তায়
সাধারণ জনতার প্রতিটি প্রহর কাটে।
দড়িছেড়া স্বৈরাচার
বাকশালী সরকার এখানে
রাষ্ট্রীয় বাহিনীরা দূর্ধর্ষ ডাকাত,
শোষিত মানবতা
লঙ্ঘিত অধিকার এখানে
জনতার ভাগ্যে শুধু আঘাত আর আঘাত।

বাকিটুকু আমার ওয়ালে তুমি নিশ্চয় পড়েছিলা। লেখাটা দারুন হয়েছে বদ্দা। অনেক ধন্যবাদ
২৩ মে ২০১৪ রাত ০২:২৬
172112
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমি এই লিখা আগে পড়েছি ,যত্ন সহকারে মন্তব্য করায় ধন্যবাদ
১২
224882
২২ মে ২০১৪ রাত ১১:৫৯
টোকাই বাবু লিখেছেন : পিলাচ পিলাচ পিলাচ পিলাচ পিলাচ পিলাচ পিলাচ পিলাচ পিলাচ পিলাচ পিলাচ পিলাচ পিলাচ পিলাচ পিলাচ পিলাচ পিলাচ পিলাচ পিলাচ পিলাচ পিলাচ পিলাচ পিলাচ পিলাচ পিলাচ
২৩ মে ২০১৪ রাত ০২:২৬
172113
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক ধন্যবাদGood Luck
১৩
224912
২৩ মে ২০১৪ রাত ০২:২৮
প্যারিস থেকে আমি লিখেছেন : এই তোমার কি ডর ভয় নাই, সরকার গুম করতে চাও।
২৩ মে ২০১৪ রাত ০২:৩১
172114
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সরকারের ক্ষমতা গুম না হওয়ার আগ পর্যন্ত দেশের জনগণ গুম হবে সবসময়
১৪
224985
২৩ মে ২০১৪ সকাল ১০:৫০
নোমান২৯ লিখেছেন :





মহান আল্লাহ এই জালিম থেকে আমাদের রক্ষা করুন ।আমীন ।ধন্যবাদ ভাইয়া ।
২৩ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৪৬
172298
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমীন ,,অনেক ধন্যবাদGood Luck Good Luck
১৫
225262
২৪ মে ২০১৪ রাত ০২:৫০
সবুজেরসিড়ি লিখেছেন : আল্লাহ যুগে যুগে জালিম দ্বারা মানুষ কে শাস্তি প্রদান করেছে তাই আমরা বাংলাদেশের জনগন মুসলিম নামেই শুধু তাই আমাদের শাস্তি প্রদান করার জন্য আল্লাহ জালিম সরকার আওয়ামীলিগ কে পাঠিয়েছে আমাদের শাস্তি দিতে জানিনা আমাদের শাস্তি কবে শেষ হবে .. .
১৬
225453
২৪ মে ২০১৪ দুপুর ০২:১৯
egypt12 লিখেছেন : হুম গুম করবেন!? বিরোধী দল আছে ঘুমে আর কে করবে তবে?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File