দেখেন তো আধা শিক্ষিত মানুষকে কোন সহযোগিতা করতে পারেন কি না!!!!

লিখেছেন লিখেছেন আধা শিক্ষিত মানুষ ২২ মে, ২০১৪, ০৭:৫৩:৪০ সন্ধ্যা

বানরকে যদি বলা হয় গাছ কাটা বা গাছ কাটার কাজ করতে, তাহলে কেমন লাগে বলুন!!!

এমন একটা সমস্যায় পড়েছেন আধা শিক্ষিত মানুষ। মাত্র ১সপ্তাহ পর উনাকে একটা সমাবেশে কথা বলতে হবে। বিষয়ঃ ইসলামী আন্দোলনঃ প্রতিবন্ধকতা এবং প্রতিকার।

বিষয়টা শুনতে চমৎকার বলতে, বলতেও দারুন লাগবে-যদি এই বিষয়ে কোন ভাল শিক্ষিত জন কথা বলে। কিন্তু এই দায়িত্বটা এসেছে আধা শিক্ষিত মানুষের উপর-যেমন বানরকে গাছ কাটার কাজ করতে হবে।

কিন্তু শেয়ার করতে অসুবিধা কি। আমাদের ব্লগেতো আস্তিক, নাস্তিক, কমজানা, বেশী জানা সব্বাই আছেন। তাহলে এই বিষয়ে একটু পয়েন্ট দিয়ে শেয়ার করুন। আপনিও সওয়াব পেলেন আমিও সুবিধা পেলাম।

অতএব, একটু চিন্থা করে দেখুন কোন সহযোগিতা করতে পারেন কি না!! মন্তব্যের মাধ্যমে অথবাফেইসবুকে গিয়ে বার্তার মাধ্যমে আপনার পয়েন্ট গুলো আমাকে জানতে দিন । ধন্যবাদ।

বিষয়: বিবিধ

১৫৯২ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

224771
২২ মে ২০১৪ রাত ০৮:২৮
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : এটা তো সময় সাপেক্ষ ব্যাপার। এখন সম্ভব হচ্ছে না ভাই।
224795
২২ মে ২০১৪ রাত ০৯:২৬
আবু জারীর লিখেছেন : একটু চিন্তা করে নিজের কাজ নিজের করাই ভালো।
224804
২২ মে ২০১৪ রাত ০৯:৪৫
সাদাচোখে লিখেছেন : ভাই, আপনি ঠিক ই বলেছেন বিষয়টা চমৎকার। বলতে যেমন ভালো, শুনতে তার চেয়েও বেশী ভাল।

ইসলামী আন্দোলনঃ প্রতিবন্ধকতা এবং প্রতিকার।

১। প্রতিবন্ধকতা - এক্টিভ দজ্জাল ও কাজ্জাব এর উৎপাত (কেউ কেউ আইডেন্টিফাইড আর কেউ কেউ আইডেন্টিফাই হবার অপেক্ষায়)। নবী মোহাম্মদ সঃ এর কথানুযায়ী মুসলিম বিশ্বের মানুষ মাত্রই আজ ঐ দজ্জাল ও কাজ্জাব এর পেছনে রাউন্ড দ্যা ক্লক ছুটছে আর ইতোমধ্যে চিহ্নিত দাজ্জাল এর হাতে দুনিয়ার সম্পদ হতে শুরু করে সমস্ত রকম পাওয়ার কুক্ষিগত হয়ে পড়েছে।

প্রতিকার - মুসলিমদেরকে আখেরী জামানা ও সংশ্লিষ্ট বিষয়ের উপর জানানো এবং এর উপর আরো আরো বেশী গবেষনা করা ও সে সাথে দজ্জালের প্রতারনা ও মিথ্যা ও জৌলুস হতে মুক্ত থাকার উপায় ও বিকল্প উপস্থাপন, বিকল্প নিশ্চিত করা সহ কলা কৌশলের রূপায়ন ও বাস্তবায়ন - হতে পারে ইসলামী আন্দোলনের সমস্যার প্রতিকার।

মিশর, তিউনিশিয়া, তুরস্ক (একে ও গুলেন) ইতোমধ্যে পর্যাপ্ত উদাহরন সৃষ্টি করেছে - যা চিন্তাশীল মুসলিমদের জন্য আই ওপেনার ইভেন্ট স্বরূপ।

লে ম্যান হিসাবে আমার অভিমত - যদিও কর্মীদের জন্য এ জাতীয় উপস্থাপনা হতাশাজনক হতে পারে।

ধন্যবাদ। আপনার চমৎকার উপস্থাপনা প্রত্যাশা করছি আর আশা করছি আপনার অডিয়েন্স যথাযথ ম্যাসেজ নিয়ে যাবেন আপনার বক্তব্যের।
224806
২২ মে ২০১৪ রাত ০৯:৪৭
ভিশু লিখেছেন : অন্যতম একটি হচ্ছে > মানসম্পন্ন আত্মগঠনের চেয়ে রাজনীতিকে বেশি গুরুত্ব দেয়া!
224815
২২ মে ২০১৪ রাত ১০:১৪
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : চমৎকার একটা বিষয়। অতীতের সামান্য ইতিহাস টেনে বর্তমান অবস্থা বিশ্লেষণ করলে সুন্দর হবে। আমি কালকে একটা পোস্ট দিয়েছিলাম ‘ইসলামী আন্দোলন সফল করতে হলে...’ আপনাকে পড়ার আমন্ত্রণ।
224833
২২ মে ২০১৪ রাত ১০:৩৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : পরামর্শ না নিয় নিজের অনুভবের কথাটাই বলুন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File