বোমা
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৩ ডিসেম্বর, ২০১৩, ০৬:০১:৩৭ সন্ধ্যা
শব্দ বিকট।
কি হলো ?
বোম ফেটেছে ,
পা দুটি জ্বলসে গেছে।
না চোখের কিছু হয় নি।
একটুর জন্য হাত বেচে গেছে।
দেখো শ্বাস নিচ্ছে ?
হে শ্বাস নিচ্ছে।
তাহলে বেচে আছে।
বল ওকে আবার বেড়িয়ে যেতে ,
রাজপথে ,
আন্দোলনে ,
সংগ্রামে ,
দীন কায়েমে ,
জীবন দিতে ইসলামের তরে।
বিষয়: বিবিধ
৮৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন