সড়ক দূর্ঘটনা নাকি হত্যা?
লিখেছেন লিখেছেন রক্তলাল ১২ মে, ২০১৬, ০৩:৩৬:০০ রাত
ডঃ খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর কি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন? নাকি ট্রাক চাপা দিয়ে হত্যা করা হয়েছে?
বিষয়: বিবিধ
১৩৮৫ বার পঠিত, ৮ টি মন্তব্য
লিখেছেন লিখেছেন রক্তলাল ১২ মে, ২০১৬, ০৩:৩৬:০০ রাত
ডঃ খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর কি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন? নাকি ট্রাক চাপা দিয়ে হত্যা করা হয়েছে?
বিষয়: বিবিধ
১৩৮৫ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হলে ই বা কি,
এমন লোক চলে গেলে , দেশের কোন ক্ষতি হবে নাকি !!!
কারো কোন মাথা ব্যাথা ই নাই, দেখেছেন কি উনাকে নিয়ে, কোন চ্যানেল বিশেষ কোন আয়োজন করতে,
অথচ আজ কোন নাস্তিক মারা গেলে, টিভির মুখ দিয়ে ফেনা বেড়িয়ে যেত, কেন কেন করতে করতে।।
তবে উনারা তেমন কোন হোমরা চোমড়া নন বলে কোন হাউ কাউ এদের পক্ষে কেউ করবে না । তারেক মাসুদ-মিশুক মুনিরের মত ফিল্ম লাইনের লোক মারা যাবার পরেও কোন গতি করা যায় নি এদের। উল্টো ড্রাইভারকে গ্রেফতার করায় দক্ষিনপশ্চিমের ট্রাকমালিক-চালক-শ্রমিকেরা কাব যাব শুরু করে দিয়েছিল । ফলে সেটাকে হত্যা মামলার কালার দেওয়া যায় নি । দূর্ঘটনা হিসেবেই গিলে নিতে হয়েছে।
নিরাপদ সড়ক আন্দোলনের নেতা চিত্রনায়ক ইলিয়াস কান্চনের বিরুদ্ধে জুতা মিছিল করেছিল মন্ত্রী শাহজাহানের সাগরেদরা। মন্ত্রীর মতে গরু ছাগল চিনলেই নাকি লাইসেন্স পাবার যোগ্যতা চলে আসে।
হালের ক্রেজ তারানা আপাও তখন আরেকটি এরকম দুর্ঘটনা ঘটলে পদত্যাগ নাকি কি করবেন এরকম ফাঁপড় চালিয়েছিলেন।
অশিক্ষিত , বেপরোয়া চালক(হেলপার) এই কৃতিত্বকে(!) খাটো করে দেখলে সমস্যা আছে । এরা পরিবহন ধর্মঘট করে বসবে । কারণ রাজনৈতিক দলের বড় বড় মাঝারি টাইপের নেতা ও অস্থির সব ক্যাডাররা এই মটর লাইনেই অপারেট করে। এরা দলের জন্য যেরকম খাটে তাতে এদের করা এসব ভুলকে ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখেন আমাদের প্রশাসন যারা চালান উনারা ।
বিশাল বিশাল মাপের নেতারা হয় প্লেনে চলাচল করেন বা হেব্বি প্রটোকল নিয়ে চলেন । উনাদেরকে এরকম কাহিনীর মধ্যে আসতে হয় না।
মন্তব্য করতে লগইন করুন