খোলা টা কি?
লিখেছেন লিখেছেন রক্তলাল ০৬ ডিসেম্বর, ২০১৫, ০৬:০১:৫০ সন্ধ্যা
মসজিদ বন্ধ, সন্ত্রাসে স্কুল বন্ধ, ফেইসবু বন্ধ - খোলা টা কি?
বিটিভি আর ভারতীয় খুল্লাম খুল্লাম?
বিরোধীদের মিটিং, মিছিল, অফিস বন্ধ করা হল। পত্রিকা, টিভি বন্ধ করা হল। গুন্ডাদের ছিনতাইকৃত সরকারের মনে শান্তি নাই।
শান্তি থাকবে কেমনে? চোর ডাকাতি করলে, পৈশাচিকতা দিয়ে ক্ষমতায় থাকতে চাইলে মনেত শান্তি আসবে না। এখন ধীরে ধীরে মানুষ হিসাবে বেচে থাকার জন্য যেসব খোলার কথা সব বন্ধ হচ্ছে। শুধু পশু হয়ে একজন পিশাচের গুনকীর্তন ছাড়া আর সব বন্ধ করে দেওয়া হচ্ছে।
হাসিনা পুজা অফিসিয়ালি শুরু হতে বাকি নেই। ঘরে ঘরে এখন হাসিনা পুজার আরাধনা আর বিটিভিতে হাসিনা ভজনে দিন শুরুর সরকারি ঘোষণা দেওয়া হোক।
বিষয়: বিবিধ
১১৯০ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্লিজ, কারো দিকে আর তাকিয়ে থাকা নয়, কেউ আসুক অথবা নাই আসুক, আপনি আসছেন, লিখছেন, ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করছেন, এটাই নিশ্চিত করুন!
মন্তব্য করতে লগইন করুন