খোলা টা কি?

লিখেছেন লিখেছেন রক্তলাল ০৬ ডিসেম্বর, ২০১৫, ০৬:০১:৫০ সন্ধ্যা



মসজিদ বন্ধ, সন্ত্রাসে স্কুল বন্ধ, ফেইসবু বন্ধ - খোলা টা কি?

বিটিভি আর ভারতীয় খুল্লাম খুল্লাম?

বিরোধীদের মিটিং, মিছিল, অফিস বন্ধ করা হল। পত্রিকা, টিভি বন্ধ করা হল। গুন্ডাদের ছিনতাইকৃত সরকারের মনে শান্তি নাই।

শান্তি থাকবে কেমনে? চোর ডাকাতি করলে, পৈশাচিকতা দিয়ে ক্ষমতায় থাকতে চাইলে মনেত শান্তি আসবে না। এখন ধীরে ধীরে মানুষ হিসাবে বেচে থাকার জন্য যেসব খোলার কথা সব বন্ধ হচ্ছে। শুধু পশু হয়ে একজন পিশাচের গুনকীর্তন ছাড়া আর সব বন্ধ করে দেওয়া হচ্ছে।

হাসিনা পুজা অফিসিয়ালি শুরু হতে বাকি নেই। ঘরে ঘরে এখন হাসিনা পুজার আরাধনা আর বিটিভিতে হাসিনা ভজনে দিন শুরুর সরকারি ঘোষণা দেওয়া হোক।

বিষয়: বিবিধ

১১৯০ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

352912
০৬ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:২১
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৬ ডিসেম্বর ২০১৫ রাত ১০:২৪
292982
রক্তলাল লিখেছেন : ধন্যবাদ।
352922
০৬ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:৫৪
শেখের পোলা লিখেছেন : শুধু আনুষ্ঠানিকতাটাই বাকী আছে আর সব অনেক আগেই চালু হয়ে গেছে৷
০৬ ডিসেম্বর ২০১৫ রাত ১০:২৪
292983
রক্তলাল লিখেছেন : ঠিক।
352931
০৬ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:২০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ওহটাও শুরু হয়েছে। তবে এখনও দলের মধ্যে আছে কয়দিন পর মানুষকে তা করতে বাধ্য করবে!
০৬ ডিসেম্বর ২০১৫ রাত ১০:২৫
292984
রক্তলাল লিখেছেন : স্বৈরাচারেরা মনে করেনা তাদের পতন হবে।
353981
১৪ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:০৭
গাজী সালাউদ্দিন লিখেছেন : এক বোনের মন্তব্য, "ভাইয়া, আমার কাছে মনে হয়, এই ব্লগটা এখন অর্ধ মৃত"। তিনি যথার্থই বলেছেন, আপনাদের সম্মিলিত অনুস্পস্থিতি বিডিটুডের ভবিষ্যৎ নিয়ে পাঠকদের খুব ভাবাচ্ছে। আগের সেই সরগরম অবস্থা এখন আর নেই, এ আসেনা, ও আসেনা, সে আসেনা, তাই আমারও আসতে ভালো লাগে না, অতঃপর নিরুত্তাপ... এমন প্রবণতা থেকে বেরিয়ে আসা উচিৎ।
প্লিজ, কারো দিকে আর তাকিয়ে থাকা নয়, কেউ আসুক অথবা নাই আসুক, আপনি আসছেন, লিখছেন, ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করছেন, এটাই নিশ্চিত করুন!
১৫ ডিসেম্বর ২০১৫ রাত ১২:২৩
293942
রক্তলাল লিখেছেন : জ্বি আচ্ছা। ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File