হিংস্র জানোয়ার - করে যায় বিচার!

লিখেছেন লিখেছেন রক্তলাল ২৫ নভেম্বর, ২০১৫, ১০:৪১:৩৫ সকাল





নিজে তুমি সারমেয় এক - সাথে কয়েক শুকর পোষ,

তোমার হাতে বিচার দন্ড, কে রাজাকার, যোদ্ধা খোজ!

ঐ পাকিদের বেতন ভাতায় ছিলে তাদের আস্তানায়,

দাগী খোজ নিজের দেশের চিপা গলির কোনায় কানায়।

হাইকোর্ট চেনাও বাঙ্গালরে মারছ মানুষ রক্তনেশায় -

প্রণব দাদার কৃপায় চেয়ার - নাগাল তোমার কে'বা পায়।

মত্ত আছো রক্ত-হোলির দেশ নাশা এ' মরণ খেল'এ,

সংজ্ঞা সকল ভিন্ন তখন গনেশ যখন উল্টাবে!

বিষয়: বিবিধ

১৩৬৮ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

351375
২৫ নভেম্বর ২০১৫ সকাল ১১:৪৪
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : নঁম নঁম হে দাদা-জয়তু মহারাজ

শত প্রনাম তব চরন তলে,

কৃতজ্ঞতার জল নামিছে গলে

আদেশ কর হে-দাদা দেবতা,

হে আমার নব জন্মদাতা-

আদেশ কর মোরে,

তব মন তুষ্টির বন্ধনায়-অবিরত আমি

অদেশ কর হে করুনাময়

আমি ইসলামীত্ব বিসর্জন দিয়েছি

বাঙ্গালী ধর্মের লাগী-হে নঁম নঁম

মুসলমানের মনে মহাতংক আমি

জিহাদের মর্ম বাণীকে-করিয়াছি জঙ্গীবাদ

আমি জিন্দাবাদ তোমারই ক্ষমতায়-হে প্রভু,

আমি বিকৃতির মহা প্রলয়

ইসলামী কিতাব করেছি নিষিদ্ধ-

কোরআনকে করেছি কোনঠাসা,

মুসলিমে দিয়েছি মুশরিকি লেবাস

তব মন তুষ্টির লাগি হে প্রভু,

তুমি দানিয়াছ মোরে-ক্ষমতার সিংহাসন

তোমারই তরে করি তাই জয় বন্ধনা-হে অন্ন দাতা

লুটিয়া পুটিয়া খাই-খাওয়াই তোমারে হে দাতা

রক্তের বন্ধন ভুলিব কেমন করে

যেথা রহিয়াছে-বস্ম পিতামহের,

তব তুষ্টির তরে করিতেছি বঁলি

দিবালোকে-রাজপথে-বীরদর্পে-হে মহারাজ

তুমি দানীয়াছ মোরে ক্ষমতার মানচিত্র

তাই ছিরে ছিরে খাই-তোমাতেই করি বিলিন

তব মনতুষ্টির গান গাই দিবালোকে

জাতে বিজাতে খাওয়াই-এক ঘাটে পানি

মান অপমান যতায় তথায় দানী,

পাপিরে করি মহামহিয়ান-

নেকিরে করি অপমানের মাল্য দান,

ফন্দি ফিকির সব তোমারই দান-হে প্রভু

আরো কিছুকাল কর কৃপা মোরে-

মহাকালে করিব বিলিন-এই মানচিত্রটারে,

সর্বনাশিয়া আসিবো ফিরিয়া-তব চরন তলে

হে প্রভু-ক্ষমতার মহারাজ।
(আমার মন্তব্য)ফাটাফাটি লিখেছেন গুরু...!!! অনেক ধন্যবাদ
২৫ নভেম্বর ২০১৫ দুপুর ১২:৪০
291683
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


Thumbs Up Thumbs Up Thumbs Up Rose Rose Praying Praying Praying
২৫ নভেম্বর ২০১৫ দুপুর ০১:৪৪
291689
অপি বাইদান লিখেছেন :


মুমিনের অনুভুতি সক্রান্ত আরো একটি মোহাম্মদ কার্টুন।
২৫ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৫৫
291777
রক্তলাল লিখেছেন : জানিনা এটা কিসের ছবি - কিন্তু মনে হয়না এই কার্টুন লোক আণবিক, নাপাম বোমা দিয়ে লক্ষ লক্ষ মানুষ মেরেছে।

রাশিয়ায় নিজের দেশের ২০ মিলিয়ন মানুষ মারেনি।

ভারতের হিন্দুদের মত মুসলমান আর শিখদের পুড়িয়ে মারেনি।
বার্মা ইসরায়েলের মত শিশুদের রক্তে মাটি ভাসিয়ে দেয়নি।

বড় বিদঘুটে লাগে যখন পিশাচেরা মৃত্যুর উল্লাসে নাচে আবার অন্যরে খুন খারাবীর দায়ে কান্না করে।



মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File