হু কেয়ার্স মাই কুকীর্তি

লিখেছেন লিখেছেন রক্তলাল ২২ নভেম্বর, ২০১৫, ০৫:১৭:৪৭ সকাল



নটনাট্যে পটিয়সী

দেশের বড় মহিয়ষী।

বাবা ছিলেন দেশের রাজা,

তোমরা সবাই আমার প্রজা।

অধিকার, সে কোন বস্তু?

আমি যা বলব, তথাস্তু।

আসলে তেড়ে, মারব গুলি।

পিটিয়ে চামড়া নেব তুলি।

কেউ যদি করে প্রতিবাদ,

লাগবে রাজাকার অপবাদ।

লাঠি গুলি টিয়ার গ্যাস,

তোদের জন্য হে বাংলাদেশ।

ক্ষমতা চাই যুগান্তরে,

দেশ পুরো যাক গহবরে।

আমি হাসিনা ভ্রষ্ট মতি,

প্রণব দাদাই অধিপতি।

যদি বা পড়ি গণরোষে,

পাড়ি দেব দাদার দেশে।

হু কেয়ার্স মাই কুকীর্তি

নো চিন্তা তাই ডু ফুর্তি।

------------------------

মনটা শুধু খাই খাই

সামনে পিছে যাই পাই

সকল কিছু মুখে পুরি

হয়ও যদি পুকুরচুরি

ঘরের খাই পরের খাই

গরিব মজুর বাকি নাই

সকল পাতেই দৃষ্টি লোলুপ

দেশ বিদেশী ঝোল বা স্যুপ

গরিব মেরে ফকির মেরে

থাকব তবু দালান ঘরে

আমটি খাব ছালাও চাই

দায় বিবেকহীন, শুধুই খাই

----------------------------

বিষয়: বিবিধ

১২২২ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

350770
২২ নভেম্বর ২০১৫ সকাল ০৮:২৩
শেখের পোলা লিখেছেন : 'আমটি খাব ছালাও চাই
মোসাহেবের অভাব নাই'

হলে কেমন হয়? ধন্যবাদ৷
২২ নভেম্বর ২০১৫ সকাল ০৮:২৭
291141
রক্তলাল লিখেছেন : সইত্য Happy
350774
২২ নভেম্বর ২০১৫ সকাল ০৮:৪৪
স্বপন২ লিখেছেন :
350787
২২ নভেম্বর ২০১৫ সকাল ১০:২২
নকীব কম্পিউটার লিখেছেন : অপি বাইদান কে ব্যন করলে তো ব্লগ জমবে না। মডারেটরও তো নাস্তিক।
২২ নভেম্বর ২০১৫ বিকাল ০৫:১৯
291248
রক্তলাল লিখেছেন : ব্যান না করলে নাস্তিক হবে কেন? অপি বাইদান রা না থাকলে বুঝবেন কেমনে নাস্তিকের রূপ?

২৩ নভেম্বর ২০১৫ দুপুর ১২:১৭
291359
নকীব কম্পিউটার লিখেছেন : একজন বদমাশকে আরেকজন বদমাশ প্রশ্রয় দেয়। অপি বাইদান ইসলামের নামে এত এত জঘন্য কথা লিখেও সে বীরদর্পে চলে!!
350803
২২ নভেম্বর ২০১৫ সকাল ১১:১৬
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : নঁম নঁম হে দাদা-জয়তু মহারাজ

শত প্রনাম তব চরন তলে,

কৃতজ্ঞতার জল নামিছে গলে

আদেশ কর হে-দাদা দেবতা,

হে আমার নব জন্মদাতা-

আদেশ কর মোরে,

তব মন তুষ্টির বন্ধনায়-অবিরত আমি

অদেশ কর হে করুনাময়

আমি ইসলামীত্ব বিসর্জন দিয়েছি

বাঙ্গালী ধর্মের লাগী-হে নঁম নঁম

মুসলমানের মনে মহাতংক আমি

জিহাদের মর্ম বাণীকে-করিয়াছি জঙ্গীবাদ

আমি জিন্দাবাদ তোমারই ক্ষমতায়-হে প্রভু,

আমি বিকৃতির মহা প্রলয়

ইসলামী কিতাব করেছি নিষিদ্ধ-

কোরআনকে করেছি কোনঠাসা,

মুসলিমে দিয়েছি মুশরিকি লেবাস

তব মন তুষ্টির লাগি হে প্রভু,

তুমি দানিয়াছ মোরে-ক্ষমতার সিংহাসন

তোমারই তরে করি তাই জয় বন্ধনা-হে অন্ন দাতা

লুটিয়া পুটিয়া খাই-খাওয়াই তোমারে হে দাতা

রক্তের বন্ধন ভুলিব কেমন করে

যেথা রহিয়াছে-বস্ম পিতামহের,

তব তুষ্টির তরে করিতেছি বঁলি

দিবালোকে-রাজপথে-বীরদর্পে-হে মহারাজ

তুমি দানীয়াছ মোরে ক্ষমতার মানচিত্র

তাই ছিরে ছিরে খাই-তোমাতেই করি বিলিন

তব মনতুষ্টির গান গাই দিবালোকে

জাতে বিজাতে খাওয়াই-এক ঘাটে পানি

মান অপমান যতায় তথায় দানী,

পাপিরে করি মহামহিয়ান-

নেকিরে করি অপমানের মাল্য দান,

ফন্দি ফিকির সব তোমারই দান-হে প্রভু

আরো কিছুকাল কর কৃপা মোরে-

মহাকালে করিব বিলিন-এই মানচিত্রটারে,

সর্বনাশিয়া আসিবো ফিরিয়া-তব চরন তলে

হে প্রভু-ক্ষমতার মহারাজ।

২২ নভেম্বর ২০১৫ বিকাল ০৫:১৭
291247
রক্তলাল লিখেছেন : সত্যং!
350865
২২ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:০৬
হতভাগা লিখেছেন : এই ছবিটা আপনাদের আব্বা হুজুরের ।

এই দানবটাই বাংলাদেশকে রক্তাক্ত কলরতে এসেছিল ।

জামায়াত ও পাকিদের খুব পছন্দের লোক ছিল এই পিশাচটি
২২ নভেম্বর ২০১৫ বিকাল ০৫:১৭
291246
রক্তলাল লিখেছেন : হাসিনা রূপে আবির্ভুত হয়েছে। এর অধীনে নির্বাচনে গিয়েছিল মুজিব (বর্জন করেছিলেন ভাসানী), দিনের পর দিন আলোচনা করেছিল, চলেছিল আঁতাত।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File