অপি বাইদানের লেখা বিধি মালায় বৈধ - কিন্তু হাসিনাকে নিয়ে আমার লেখা বিধি বহির্ভুত? মন্তব্য দিয়ে জানান আপনি agree করেন কি না।

লিখেছেন লিখেছেন রক্তলাল ০৪ অক্টোবর, ২০১৫, ০৩:৪৬:০৫ রাত



উপরের মন্তব্যটি পোস্ট হিসাবে দিলেই মুছে ফেলা হচ্ছে -

অপি বাইদান সহ আরো অনেকের লেখাতেই আল্লাহ রাসুলকে নিয়ে গালি - বিকৃত ছবি, অন্যান্য রাজনৈতিক ধর্মীয় নেতাকে নিয়ে গালি এখনো আছে।

অথচ আমার লেখা যেখানে সন্ত্রাসের জুজু তোলা হচ্ছে মা-ছেলে মিলে বলে ব্যাখ্যা করেছি খুনী হাসিনা আর তার শয়তান ছেলে জয় কে নিয়ে - সে' লেখা বারবার মুছে ফেলা হচ্ছে কেনো?

আল্লাহ রাসুলকে গালি দেয়া যায় কিন্তু হাসিনার বিরুদ্ধে যুক্তি ও তুলে ধরা যাবে না?

বিষয়: বিবিধ

১১৫০ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

344276
০৪ অক্টোবর ২০১৫ রাত ০৪:৩১
তিমির মুস্তাফা লিখেছেন : মা ছেলের হাতে পুলিশ মিলিটারি আছে! এই কারনে --!!
০৪ অক্টোবর ২০১৫ রাত ০৪:৩৫
285597
রক্তলাল লিখেছেন : পুলিশ মিলিটারি দিয়ে দমানোর পরিণতি গাদ্দাফি, মুজিব, ইয়াহিয়ার মত হয়।
344282
০৪ অক্টোবর ২০১৫ সকাল ০৫:০১
কাহাফ লিখেছেন : নগদে প্যাদানীর ভয়েই এমন করছে!
আল্লাহ তো তাৎক্ষণিক শাস্তি দেন না তাই ভয় কম,হয়তো দয়াল মাফও করে দিতে পারেন!
০৪ অক্টোবর ২০১৫ সকাল ০৫:১৫
285602
রক্তলাল লিখেছেন : হাসিনার মত খুনী দের ভয় করলে ওরা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে।

আপনার আমার আওয়াজ যত বেশী হবে সংখ্যায় এবং শব্দে - খুনী পিশাচ তত বেশী নরম হবে।

তাই ভয় না করে বরং আরো জোরে শক্তভাবে প্রতিবাদ করতে হবে।
০৪ অক্টোবর ২০১৫ সকাল ০৫:২৯
285603
কাহাফ লিখেছেন : প্রতিবাদ ও প্রতিরোধই এর সমাধান!
ইনশা আল্লাহ প্রতিবাদী আওয়াজের সাথেই আছি!
344289
০৪ অক্টোবর ২০১৫ সকাল ০৬:৫৮
নাবিক লিখেছেন : মা-ছেলের বিরোদ্ধে বলতে মানা।
০৪ অক্টোবর ২০১৫ সকাল ০৮:৩৪
285617
রক্তলাল লিখেছেন : আরো বেশী করে বলতে হবে।
344290
০৪ অক্টোবর ২০১৫ সকাল ০৭:৪৯
মুন্সী কুতুবুদ্দীন লিখেছেন : আল্লাহ রব্বুল আ'লামীন বলেনঃ তোমরা মানুকে ভয় করোনা আমাকেই ভয় করো । সুরাঃ মায়িদা ৪৪ নং আয়াত
০৪ অক্টোবর ২০১৫ সকাল ০৮:৩৫
285618
রক্তলাল লিখেছেন : لا إله إلا الله
344304
০৪ অক্টোবর ২০১৫ সকাল ০৯:১১
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : অপি বাইদানকে মডারেটর কেন ব্যান করছে না তা বোধগম্য নয়।
০৪ অক্টোবর ২০১৫ সকাল ০৯:১২
285623
রক্তলাল লিখেছেন : খুনি হাসিনা আপত্তি জানায়নি তাই!
০৪ অক্টোবর ২০১৫ সকাল ০৯:৪১
285629
অপি বাইদান লিখেছেন : সূরা ৫:৩৩,

যারা আল্লাহ ও তাঁর রসূলের সাথে সংগ্রাম করে এবং দেশে হাঙ্গামা সৃষ্টি করতে সচেষ্ট হয়, তাদের শাস্তি হচ্ছে এই যে, তাদেরকে হত্যা করা হবে অথবা শূলীতে চড়ানো হবে অথবা তাদের হস্তপদসমূহ বিপরীত দিক থেকে কেটে দেয়া হবে অথবা দেশ থেকে বহিষ্কার করা হবে। এটি হল তাদের জন্য পার্থিব লাঞ্ছনা আর পরকালে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি।
344308
০৪ অক্টোবর ২০১৫ সকাল ০৯:২২
হতভাগা লিখেছেন : অপি মডুদের পেয়ারের লোক
344312
০৪ অক্টোবর ২০১৫ সকাল ০৯:৪০
অপি বাইদান লিখেছেন : আল্যার পেয়ারা মুমিনরা আস্থা সংকটে ভুগছে নাকি! মডু'দের হাতে/পায়ে ধরে কি হবে? আপনাদের আল্যা আছেন্না? আল্যার কাছে বিচার দেন, কান্নাকাটি করেন। দেখা যাক উনি কি ফেলতে পারেন।
344323
০৪ অক্টোবর ২০১৫ সকাল ১১:১৫
রক্তলাল লিখেছেন : res ipsa loquitur - @ অশিক্ষিত অপি - এটার মানে খুজে বের কর Happy
344328
০৪ অক্টোবর ২০১৫ দুপুর ১২:১১
লজিকাল ভাইছা লিখেছেন : কাহাফ লিখেছেন : নগদে প্যাদানীর ভয়েই এমন করছে!
আল্লাহ তো তাৎক্ষণিক শাস্তি দেন না তাই ভয় কম,হয়তো দয়াল মাফও করে দিতে পারেন!
১০০% সঠিক ।
০৪ অক্টোবর ২০১৫ রাত ০৮:২২
285716
রক্তলাল লিখেছেন : logical!
১০
344369
০৪ অক্টোবর ২০১৫ বিকাল ০৪:৫৪
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

আজ একটু অন্য ভংগীতে কথা বলি-
[আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি]

আপনি বেঠিক তূলনা করেছেন,
সমস্যাটা আল্লাহ-রসূলে নয়

আল্লাহ রাসুলকে গালি দেয়া যায়-
কারণ তাঁরা এসে ব্লগটা বন্ধ করে দিবেননা!!

কিন্তু
হাসিনার বিরুদ্ধে বলা যাবেনা,
যুক্তি ও তুলে ধরা যাবে না-
কারণ এখন হাসিনার রাজ্যের নাগরিকদের ওসব করতে মানা!

আপনি চাইলে অন্য কোন রাজ্যের নাগরিকত্ব নিয়ে যত খুশী বলতে লিখতে পারবেন!!

যখন জুলুম বন্ধ করা অসম্ভব হয়ে পড়ে তখন জুলুমের শিকার হতে গর্দান পেতে দেয়াটা ভালো কাজ নয়!!

ব্যক্তিগত আবেগ দিয়ে সমষ্টির সমস্যা সৃষ্টি করাতে কোন বাহাদুরি নেই!!

এ ব্লগে কয়েকজন ব্লগার আছেন যাঁরা এসব কাজের জন্যই নিযুক্ত [আমার পর্যবেক্ষণ}
এবং
ব্লগ কর্তৃপক্ষ তাঁদের বিরুদ্ধে কিছুই করতে সক্ষম নন {আমার অভিজ্ঞতা/পর্যবেক্ষণ]!!

সুতরাং আপনার আমার কাজ নয় ওদের পিছে লেগে অহেতুক ঝামেলা পাকানো!!


সত্যের বিজয় অনিবার্য,
মিথ্যার বিণাশ অবশ্যম্ভাবী,
সত্যের সাথে থাকা কর্তব্য!!
০৪ অক্টোবর ২০১৫ রাত ০৮:৩১
285718
রক্তলাল লিখেছেন : আপনার সাথে একমত নয়। মুক্তিযুদ্ধ করেছে এই জাতি। আমাদেরকে গর্দান পেতে দিতে হবে। নাহলে না আপনি মুক্তি পাবেন না আপনার মাতৃভূমির ভবিষ্যৎ প্রজন্ম মুক্তি পাবে।

এরকম যতই করবেন জালিম তত শক্তি পাবে আর আপনি নির্যাতিতের কাতারেই থাকবেন।

তিতুমীর আপনার মত বলতে পারতেন। তিনি কি জানতেন না বাঁশের কেল্লা দিয়ে বৃটিশ হটানো সম্ভব নয় বরং মৃত্যু অনিবার্য্য?

তিনি আপনার মত ভাবলে এ' ইন্টারনেটের যুগের লক্ষ তরুণ যুবক কিশোর তার কাছ থেকে শিক্ষা নিত না। - মরব আমরা সবাই কিন্তু তিতুমীরের মত মরলে সেই মরণই মানুষকে আমরণ করে তুলে।
০৫ অক্টোবর ২০১৫ বিকাল ০৪:২২
285854
আবু সাইফ লিখেছেন : আপনার জবাবের কোন কথাতেই আমার বিরোধ নেই!!

তবে-

আমার কথাগুলো যথাযথ স্থানে পৌঁছায়নি মনে হচ্ছে!!

তীতুমীর হতে চাওয়া অতি উত্তম কাজ, আমিও চাই, চেষ্টা করছি আজীবন!

কিন্তু সেটার জন্য ব্লগের পাতা উপযুক্ত স্থান নয়!!

আমি শুধু এতটুকুই বলতে চেয়েছি!
১১
344413
০৪ অক্টোবর ২০১৫ রাত ০৮:৪৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বারবার ডোমেইন চেঞ্জ করার ঝামেলা থেকে বাচতেই আপনার পোস্ট নেওয়া হচ্চেনা। আর অপি নামক পাগল কে গুরুত্ব না দেওয়াই ভাল!!
০৪ অক্টোবর ২০১৫ রাত ০৮:৪৬
285723
রক্তলাল লিখেছেন : হাসিনা কতটা ডোমেইন ব্লক করবে?

নমরুদের মৃত্যু হয়েছিল মশার জন্য। কতটা মশা মারবে পিশাচিনী?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File