অপি বাইদানের লেখা বিধি মালায় বৈধ - কিন্তু হাসিনাকে নিয়ে আমার লেখা বিধি বহির্ভুত? মন্তব্য দিয়ে জানান আপনি agree করেন কি না।
লিখেছেন লিখেছেন রক্তলাল ০৪ অক্টোবর, ২০১৫, ০৩:৪৬:০৫ রাত
উপরের মন্তব্যটি পোস্ট হিসাবে দিলেই মুছে ফেলা হচ্ছে -
অপি বাইদান সহ আরো অনেকের লেখাতেই আল্লাহ রাসুলকে নিয়ে গালি - বিকৃত ছবি, অন্যান্য রাজনৈতিক ধর্মীয় নেতাকে নিয়ে গালি এখনো আছে।
অথচ আমার লেখা যেখানে সন্ত্রাসের জুজু তোলা হচ্ছে মা-ছেলে মিলে বলে ব্যাখ্যা করেছি খুনী হাসিনা আর তার শয়তান ছেলে জয় কে নিয়ে - সে' লেখা বারবার মুছে ফেলা হচ্ছে কেনো?
আল্লাহ রাসুলকে গালি দেয়া যায় কিন্তু হাসিনার বিরুদ্ধে যুক্তি ও তুলে ধরা যাবে না?
বিষয়: বিবিধ
১১৫০ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ তো তাৎক্ষণিক শাস্তি দেন না তাই ভয় কম,হয়তো দয়াল মাফও করে দিতে পারেন!
আপনার আমার আওয়াজ যত বেশী হবে সংখ্যায় এবং শব্দে - খুনী পিশাচ তত বেশী নরম হবে।
তাই ভয় না করে বরং আরো জোরে শক্তভাবে প্রতিবাদ করতে হবে।
ইনশা আল্লাহ প্রতিবাদী আওয়াজের সাথেই আছি!
যারা আল্লাহ ও তাঁর রসূলের সাথে সংগ্রাম করে এবং দেশে হাঙ্গামা সৃষ্টি করতে সচেষ্ট হয়, তাদের শাস্তি হচ্ছে এই যে, তাদেরকে হত্যা করা হবে অথবা শূলীতে চড়ানো হবে অথবা তাদের হস্তপদসমূহ বিপরীত দিক থেকে কেটে দেয়া হবে অথবা দেশ থেকে বহিষ্কার করা হবে। এটি হল তাদের জন্য পার্থিব লাঞ্ছনা আর পরকালে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি।
আল্লাহ তো তাৎক্ষণিক শাস্তি দেন না তাই ভয় কম,হয়তো দয়াল মাফও করে দিতে পারেন!
১০০% সঠিক ।
আজ একটু অন্য ভংগীতে কথা বলি-
[আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি]
আপনি বেঠিক তূলনা করেছেন,
সমস্যাটা আল্লাহ-রসূলে নয়
আল্লাহ রাসুলকে গালি দেয়া যায়-
কারণ তাঁরা এসে ব্লগটা বন্ধ করে দিবেননা!!
কিন্তু
হাসিনার বিরুদ্ধে বলা যাবেনা,
যুক্তি ও তুলে ধরা যাবে না-
কারণ এখন হাসিনার রাজ্যের নাগরিকদের ওসব করতে মানা!
আপনি চাইলে অন্য কোন রাজ্যের নাগরিকত্ব নিয়ে যত খুশী বলতে লিখতে পারবেন!!
যখন জুলুম বন্ধ করা অসম্ভব হয়ে পড়ে তখন জুলুমের শিকার হতে গর্দান পেতে দেয়াটা ভালো কাজ নয়!!
ব্যক্তিগত আবেগ দিয়ে সমষ্টির সমস্যা সৃষ্টি করাতে কোন বাহাদুরি নেই!!
এ ব্লগে কয়েকজন ব্লগার আছেন যাঁরা এসব কাজের জন্যই নিযুক্ত [আমার পর্যবেক্ষণ}
এবং
ব্লগ কর্তৃপক্ষ তাঁদের বিরুদ্ধে কিছুই করতে সক্ষম নন {আমার অভিজ্ঞতা/পর্যবেক্ষণ]!!
সুতরাং আপনার আমার কাজ নয় ওদের পিছে লেগে অহেতুক ঝামেলা পাকানো!!
সত্যের বিজয় অনিবার্য,
মিথ্যার বিণাশ অবশ্যম্ভাবী,
সত্যের সাথে থাকা কর্তব্য!!
এরকম যতই করবেন জালিম তত শক্তি পাবে আর আপনি নির্যাতিতের কাতারেই থাকবেন।
তিতুমীর আপনার মত বলতে পারতেন। তিনি কি জানতেন না বাঁশের কেল্লা দিয়ে বৃটিশ হটানো সম্ভব নয় বরং মৃত্যু অনিবার্য্য?
তিনি আপনার মত ভাবলে এ' ইন্টারনেটের যুগের লক্ষ তরুণ যুবক কিশোর তার কাছ থেকে শিক্ষা নিত না। - মরব আমরা সবাই কিন্তু তিতুমীরের মত মরলে সেই মরণই মানুষকে আমরণ করে তুলে।
তবে-
আমার কথাগুলো যথাযথ স্থানে পৌঁছায়নি মনে হচ্ছে!!
তীতুমীর হতে চাওয়া অতি উত্তম কাজ, আমিও চাই, চেষ্টা করছি আজীবন!
কিন্তু সেটার জন্য ব্লগের পাতা উপযুক্ত স্থান নয়!!
আমি শুধু এতটুকুই বলতে চেয়েছি!
নমরুদের মৃত্যু হয়েছিল মশার জন্য। কতটা মশা মারবে পিশাচিনী?
মন্তব্য করতে লগইন করুন