ফেলানী আর তাসলিমারা (সারমর্ম শেষের প্যারা-তে)।
লিখেছেন লিখেছেন রক্তলাল ০৫ সেপ্টেম্বর, ২০১৫, ১১:৫৩:৪৫ সকাল
ফেলানী আর তাসলিমা - তাদের দু'য়ের মধ্যে অনেক মিল।
দু'জন মেয়ে।
বাংলাদেশী। দু'জনের দেশত্যাগ বা ইহকালত্যাগের সাথে ভারতের সম্পর্কটা বেশ সম্পৃক্ত।
দু'জনই ভারতীয়দের দ্বারা আপমানিত হয়েছে।
তারপরও বারবার জানি মনে হচ্ছিল তাদের মধ্যে অমিলও রয়েছে প্রচুর।
একজনের বাবা ডাক্তার - মেয়েকেও ডাক্তার বানিয়েছেন।
সে আবার শয়তানি আর চতুরতায় বেশ রপ্ত।
আরেকজন হতদরিদ্র বাবার সহজ সরল মেয়ে।
একজন অনেক কষ্টে জিবীকার সন্ধানে সীমানা পাড়ি দিতে হয়েছিল।
আরেকজন ভারতের হিন্দু উগ্রবাদী আর চানক্যদের তোয়াজ আর অর্থ, রাজ সুবিধায় সীমানা পার হয়েছিল।
একজন ভারতীয় পুঙ্গবদের লালসার শিকার না হয়ে তাদের গুলির টার্গেট হয়েছে।
আরেকজন জাতকুল না ভেদে স্বার্থ আদায়ে শিশু বুড়ো সবার রতিতে নিজেকে করেছে সিক্ত।
একজন বেশ্যাবৃত্তি আর নিজের যৌনবিকারগ্রস্থতার পচনধরা নির্যাসকে পর্ণরূপে প্রচার করে ভারতীয় শাসকদের সুবিধা নিয়েছে।
আরেকজন গরীব বাবাকে সাহায্য করতে সরল পন্থায় ভারতের শাসকদের গুলিতে নিহত হয়ে কাঁটাতারে ঝুলে থাকতে হয়েছে।
ফেলানীর যদি বিদেশে পাড়ি জমিয়ে প্রচুর অর্থকড়ি কামানোর পৈশাচিক বুদ্ধি থাকত তাহলে সেও হয়ত দাদাদের বীর্যে নিজেকে সিক্ত করত। হয়ত স্বেতাঙ্গদের যৌনসুখে বিভোর রাখত নিজের স্বার্থের জন্য - দেশ, পূর্বপুরুষ, ধর্ম সবকিছুকে গালি দিত উলঙ্গ ইতরের মত - কোনো কাঁটাতার কিংবা সাগর পাড়ি দিতে হতনা। ডুবে মরতে হতনা সাগরের ঢেউয়ে কিংবা সীমান্তে ঝুলে।
বিষয়: বিবিধ
১০৫০ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন