বলদরা যখন স্বঘোষিত বিজ্ঞানমনস্ক আর যুক্তিমনস্ক

লিখেছেন লিখেছেন রক্তলাল ০১ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:০২:২৭ রাত

এই ছবিটার যুক্তিটা জবরদস্ত। যুক্তি বটে। এটা দেখে যেকোনো ধর্ম পালনকারী যুক্তিতে পরাস্ত হতে বাধ্য।



সংখ্যাকে-ত আর অস্বীকার করা যায়না!

কিন্তু, এই বলদটা নিজের পরিসংখ্যানে নিজেই ধরা খাইছে কোন জায়গাটায় - বলেনত?

বিষয়: বিবিধ

১২৮৭ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

338952
০১ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৪:১১
রক্তলাল লিখেছেন : ক্লুঃ নাস্তিকরা পৃথিবীর মোট জনসংখ্যার ২.০১%
338953
০১ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৪:১৪
প্যারিস থেকে আমি লিখেছেন : ভাই মাথায় ঢুকেনি।
০১ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৪:৫৩
280312
রক্তলাল লিখেছেন : আরেকটা ক্লঃ এই ছবিটা যে ছেপেছে - তার কথা - মানুষের ধর্ম ভূয়া কারণ জনসংখ্যার শতকরা হারে অন্য মানুষেরা বেশীরভাগেই বাকি ধর্ম ভুয়া মনে করে।
338982
০১ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৯:১৬
হতভাগা লিখেছেন : https://en.wikipedia.org/wiki/List_of_religious_populations

২.০১% লোক নাস্তিক হলে ৯৭.৯৯ % লোক আস্তিক । তাহলে নাস্তিকতাই তো চাপে পড়ে যায় ।

বৌদ্ধ ৪০ কোটি ! চীনে লোক ১২০ কোটিরও বেশী এবং ওদের তো প্রায় সবাই বৌদ্ধ । তেমনি জাপান , কোরিয়া সহ পূর্ব এশিয়ার( ইন্দোনেশিয়া , মালয়েশিয়া ছাড়া)ম্যাক্সিমাম দেশই বৌদ্ধ । বৌদ্ধদের সংখ্যা তো আরও অনেক বেশী হবার কথা ।
০১ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৯:৩৪
280341
রক্তলাল লিখেছেন : উত্তর সঠিক। যে বেকুব এই ছবি দিয়ে যে যুক্তি দিল, সেই যুক্তিতে পৃথিবীর প্রায় ৯৮% মানুষ নাস্তিকদের ভুয়া মনে করে Happy
338988
০১ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:০৯
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : তার চেয়েও বেশি লোকের মতে নাস্তিকতা ভুয়া।
০১ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৪৬
280446
রক্তলাল লিখেছেন : ঠিক।
338991
০১ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:৩৮
নজরুল ইসলাম টিপু লিখেছেন : নাস্তিকেরা নিজেরা নিজেদের চালাক মনে করে, বেশীর ভাগ মানুষের কাছে তারা ঘৃণিত। ধর্ম মানুষকে চরিত্রবান হতে বলে, যদিও এক এক ধর্মের মাঝে চরিত্রের সংজ্ঞা নিয়ে কথা আছে কিন্তু দুঃচরিত্ররাই নাস্তিক হয় এবং নাস্তিকেরা অবশেষে জানোয়ার হয়। অনেক ধন্যবাদ
০১ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:৩৬
280378
কুয়েত থেকে লিখেছেন : অপি ইবলিশ..! তোমার এই মন্তব্য কি..? নিজেই অস্তিত্বের দিকে তাকাও তুমি এক ফোটা নাপাক পানি যে আল্লাহ তোমাকে সুন্দর আকৃতি দিয়ে তৈরী করলেন তার প্রতিই অকৃতগ্য। তুমি পশুর চেয়েও নিকৃষ্ট।
০১ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:৪১
280380
নজরুল ইসলাম টিপু লিখেছেন : ব্লগার রক্তলাল: আপনার পোষ্টে আমি মন্তব্য করেছি কিন্তু আমার মন্তব্যের জবাবে ব্লগার অপি বাইদান গায়ে পড়ে মোহাম্মদ (সাঃ) গালাগালি করল। আমার মন্তব্যের সাথে নবীকে গালাগালির যুগসূত্র তিনি ব্যবহার করেছেন। তিনি যদি আমাকে গালি দিত আমার সমস্যা ছিল না। অন্যকে গালি দেবার অধিকার তাকে কে দিল?

এ সমস্ত ব্যক্তিদের আচরণ দেখে কারো বুঝতে অসুবিধা হয়না যে, কেন দেশে নাস্তিক ব্লগাদের জীবন পাতি শৃগালের মত হয়েছে! কেন কিছু মানুষ ক্ষিপ্ত হয়ে এসব উত্তেজনা সৃষ্টিকারী ব্লগারদের কুত্তার মত কুপিয়ে মারছে। কেন তারা নিজের নিরাপত্তার জন্য আরেকটি ধর্মপালন কারি দেশের এমবেসীতে জীবনের নিরাপত্তার জন্য প্রাণ ভিক্ষা করে বেড়াচ্ছে।

আমি তার মন্তব্যের তীব্র ঘৃণা জানাচ্ছি, কেননা আমার মন্তব্যের জন্য আমি দায়ী, অন্যজন দায়ী নয়। তাছাড়া আমি গুপ্ত নাম, ছপ্দ নাম ব্যবহার করে মন্তব্য দিই নাই। তাহলে সাহস বিহীন এসব ছপ্দনামে গুই সাপের জন্য কি ব্যবস্থা নেয়া যায়, সে জন্য একটি পোষ্ট দিয়েছিলাম আশা করি পড়ে আসবেন। অনেক ধন্যবাদ।

বাজে ব্লগার, হিন্দু নাস্তিক ও আক্রান্ত ইসলাম এবং আমাদের করনীয়
০১ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:১২
280425
রক্তলাল লিখেছেন : @টিপু ভাইঃ ঐসব নাদানরা ধরা খেলে পাগল হয়ে যায়। তাদের নীচুতা দেখে করুণা করার জন্য মাঝে মাঝে রাখি।
338997
০১ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:৫৯
338998
০১ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:১০
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


ভাগ্যপরিবর্তনের পাথর বিক্রেতারা নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারেনা,
ভাগ্যগণনাকারীরা নিজেদের ভাগ্য গুণতে পারেনা,
সাপুড়েরা সর্পাঘাতে মারা পড়ে-

এরাও ঠিক তেমনি!

আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
০১ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৪৫
280445
রক্তলাল লিখেছেন : ঠিক - Happy ধন্যবাদ।
ওরা নাদানের দল। নিজের ছোট্ট বৃত্তরেই সব মনে করে Happy
339017
০১ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:০৯
অপি বাইদান লিখেছেন : এই ছাগলা, তোর রোহিঙ্গা ভাইদের কি অবস্থা রে? সারা জনম সাগরে ভেসে নোনা জল খেয়ে আর কত দিন?
০১ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৪৪
280444
রক্তলাল লিখেছেন : এমন পৈশাচিক মন্তব্য যে করতে পারে, তার পৃথিবীর অন্য কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কোনই অধিকার নেই।
339028
০১ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:১৮
কুয়েত থেকে লিখেছেন : নাস্তিকরা হচ্ছে পরগাছা নিজেদের নাআছে সিকড় নাআছে গাছ আছে অন্যের উপর চড়েই দিনপাত করে। আপনাকে ধন্যবাদ
০১ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৪৭
280447
রক্তলাল লিখেছেন : সইত্য -
নিজেরা ফালতু। নিজের ফালতুয়ামিকে ঢাকতে গালি গালাজ, নানা ভুজুং ভাজুং ওদের কাজ!
১০
339081
০১ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৪৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : নিজেরা জানে যে নাস্তিক হচ্ছে সবচেয়ে বেশি ঘৃনিত!!
০১ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৪৮
280448
রক্তলাল লিখেছেন : সইত্য।
নাস্তিকতা না। নিজের জীবনের তিক্ত অভিজ্ঞতা থেকে অন্য মানুষের ধর্ম, সংস্কৃতিকে ঘৃণা করার মানসিক বিকলাঙ্গতা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File