বলদরা যখন স্বঘোষিত বিজ্ঞানমনস্ক আর যুক্তিমনস্ক
লিখেছেন লিখেছেন রক্তলাল ০১ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:০২:২৭ রাত
এই ছবিটার যুক্তিটা জবরদস্ত। যুক্তি বটে। এটা দেখে যেকোনো ধর্ম পালনকারী যুক্তিতে পরাস্ত হতে বাধ্য।
সংখ্যাকে-ত আর অস্বীকার করা যায়না!
কিন্তু, এই বলদটা নিজের পরিসংখ্যানে নিজেই ধরা খাইছে কোন জায়গাটায় - বলেনত?
বিষয়: বিবিধ
১২৮৭ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
২.০১% লোক নাস্তিক হলে ৯৭.৯৯ % লোক আস্তিক । তাহলে নাস্তিকতাই তো চাপে পড়ে যায় ।
বৌদ্ধ ৪০ কোটি ! চীনে লোক ১২০ কোটিরও বেশী এবং ওদের তো প্রায় সবাই বৌদ্ধ । তেমনি জাপান , কোরিয়া সহ পূর্ব এশিয়ার( ইন্দোনেশিয়া , মালয়েশিয়া ছাড়া)ম্যাক্সিমাম দেশই বৌদ্ধ । বৌদ্ধদের সংখ্যা তো আরও অনেক বেশী হবার কথা ।
এ সমস্ত ব্যক্তিদের আচরণ দেখে কারো বুঝতে অসুবিধা হয়না যে, কেন দেশে নাস্তিক ব্লগাদের জীবন পাতি শৃগালের মত হয়েছে! কেন কিছু মানুষ ক্ষিপ্ত হয়ে এসব উত্তেজনা সৃষ্টিকারী ব্লগারদের কুত্তার মত কুপিয়ে মারছে। কেন তারা নিজের নিরাপত্তার জন্য আরেকটি ধর্মপালন কারি দেশের এমবেসীতে জীবনের নিরাপত্তার জন্য প্রাণ ভিক্ষা করে বেড়াচ্ছে।
আমি তার মন্তব্যের তীব্র ঘৃণা জানাচ্ছি, কেননা আমার মন্তব্যের জন্য আমি দায়ী, অন্যজন দায়ী নয়। তাছাড়া আমি গুপ্ত নাম, ছপ্দ নাম ব্যবহার করে মন্তব্য দিই নাই। তাহলে সাহস বিহীন এসব ছপ্দনামে গুই সাপের জন্য কি ব্যবস্থা নেয়া যায়, সে জন্য একটি পোষ্ট দিয়েছিলাম আশা করি পড়ে আসবেন। অনেক ধন্যবাদ।
বাজে ব্লগার, হিন্দু নাস্তিক ও আক্রান্ত ইসলাম এবং আমাদের করনীয়
ভাগ্যপরিবর্তনের পাথর বিক্রেতারা নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারেনা,
ভাগ্যগণনাকারীরা নিজেদের ভাগ্য গুণতে পারেনা,
সাপুড়েরা সর্পাঘাতে মারা পড়ে-
এরাও ঠিক তেমনি!
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
ওরা নাদানের দল। নিজের ছোট্ট বৃত্তরেই সব মনে করে
নিজেরা ফালতু। নিজের ফালতুয়ামিকে ঢাকতে গালি গালাজ, নানা ভুজুং ভাজুং ওদের কাজ!
নাস্তিকতা না। নিজের জীবনের তিক্ত অভিজ্ঞতা থেকে অন্য মানুষের ধর্ম, সংস্কৃতিকে ঘৃণা করার মানসিক বিকলাঙ্গতা।
মন্তব্য করতে লগইন করুন