ষাঁড়ের কম্ম আর বাঁশের মর্ম! [মন্তব্য দিতে ভূলবেন না দাদা, কিংবা দিদি]
লিখেছেন লিখেছেন রক্তলাল ৩১ আগস্ট, ২০১৫, ১০:৪৯:৫৫ সকাল
সোনার পুতেরা গড়বে এ দেশ এই রয়েছে আশ,
তাইত ওরা সব ক'টারে দিচ্ছে ধরে বাঁশ।
কি রাজাকার, কি বি.এন.পি. কিসের সাধারন,
রাজপুত্ররা মুক্তিযোদ্ধারও করছে সারা(?) হরণ।
ধর্ষণ সে'ত নস্যি বাপু, পিস্তল মামুলি,
মায়ের পেটের শিশুরেও দিচ্ছে ভরে গুলি।
কোনো কিছুতে ষাঁড় বাবাজির কিসের কর্ণপাত,
মুজিবেরে করছে পুজো? ও'তেই বাজিমাত!
সর্বশেষে নিজের পিছেই পিতলা ঘুঘুর দলে
আইক্কাওয়ালা একখানা বাঁশ এক্কেবারে দিলে!
উহুম! বলে চেচিয়ে ওঠি, এ' কি? কেমন কম্ম?
এতদিনের নিজের শিক্ষার এ'টা-ই কি মর্ম?
বিষয়: বিবিধ
১৪৮৬ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দুঃৎখিত
তবে ......
মানির মান পাহাড় সমান , হাজার বাঁশেও হয় না অপমান
মন্তব্য করতে লগইন করুন