পতিত মুজিব
লিখেছেন লিখেছেন রক্তলাল ১৪ আগস্ট, ২০১৫, ০৮:৪৯:৫৯ রাত
সাজেদা চৌধুরী যাকে জাতীয় বেয়াদব পদবী দিয়েছেন সেই হাছান মাহমুদ বলেছেন ১৫ই আগস্টে জন্মদিন পালন করলে আচ্ছা জবাব দেয়া হবে।
তিনি বলেন নি বাকি কাজকর্ম যেমন বাথরুম সারা এসব করা যাবে কি না।
একজন জাতীয় ব্যাক্তিত্বকে এভাবে ছেলেখেলার বিষয় না করলেও পারা যেত।
মুজিব কোনো নিষ্পাপ সমালোনার উর্ধ্বে কেউ না।
মুক্তচিন্তার নামে যেকোনো কিছুর সমালোচনা বা বিতর্ক হতে পারে কিন্তু মুজিবকে নিয়ে নয় কেনো?
অনেকেই নিজেদের বেশ শিক্ষিত, উদার চিন্তার অধিকারী দাবি করেন কিন্তু এসব বিষয়ে মারাত্নক সংকীর্ণতার পরিচয় দেন।
তখন সন্দেহ হয় তাদের মস্তিস্ক কতটুকু ব্যালান্সড।
বিষয়: বিবিধ
১১৬৪ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ব্যালেন্সই তো জিনিসটাই তো তাদের নেই।
তোর জবাব দিতে হলে তোর মত নীচুতে নামতে হবে, যা আমি পারব না।
প্যারেন্টসরা ওভাবে বড় করেননি।
তবে ওসব মাদ্রাসার প্রতি যথেষ্ট সন্মান রাখি। কারণ ওখান থেকে ধর্ষক, টেন্ডারবাজ, চাদাবাজ, চাপাতিবাজ, একে-৪৭ বাজ, ধুতিচাটা ভারতের ভৃত্য তৈরী হয়না।
করার দরকার নাই যে, তুই পতিতা পল্লীর নষ্ট পতিতার গর্ভস্থিত সহস্র পুরুষের এইডস রোগের ভাইরাস যুক্ত
নিকৃষ্ট বীর্যের সৃষ্ট সন্তান।
আমি যতবার তোর পতিতা মানসিকতার মন্তব্য এড়িয়ে যেতে চাই ততো বার ই আমার সামনে পরে, তোর ধৃষ্টতা আমাকে অবাক করে দেয় যে এতটা নোংড়া আর নষ্ট মন কিভাবে কারো হতে পারে, তুই যেই ধর্মের জারজদের ধারা সৃষ্ট তাদের একটা প্রমাণ দিলাম পড়ে দেখিস, http://www.monitor-bd.net/blog/blogdetail/detail/11318/Nights/68227#.Vc48sxx-4w8
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন