থাবা বাবার প্রেতাত্মা ফখরুল ইসলাম

লিখেছেন লিখেছেন রক্তলাল ১৭ এপ্রিল, ২০১৫, ০২:৩৮:৪২ দুপুর

এই লোকটার লেখা যখন আমি প্রথম পড়ি, সাথে সাথেই সে আমার কমেন্টস ব্যান করে দেয়।

সে যে ইসলাম বিরোধী এজেন্ট তার মূল প্রমাণ,

বাংলাদেশে যখন আইয়্যামে জাহেলিয়াত চলছে তখন ওসব বিষয়ে সে বিন্দুমাত্র উদ্বিগ্ন নয়।

াতার মতে বাংলাদেশের একমাত্র শত্রু জামাত শিবির।

াআওয়ামী, ছাত্রলীগের পাশবিক কর্মকান্ড, ঘুষ, দুর্নীতি, শিক্ষাঙ্গনে সন্ত্রাস, চাদাবাজি, টেন্ডারবাজি, মেয়েদের নারকীয়ভাবে বস্ত্রহরণ - ইনুদের জোর করে ক্ষমতা দখল, গণতন্ত্র হত্যা - এসবে ফখরলের মত বিদেশী ইন্ট্রুডারের কোনই মাথাব্যাথা নেই।

কতবড় পাষন্ড হলে যেসব মজলুমদের অন্যায় নাটকের মাধ্যমে হত্যা করা হচ্ছে তাদের দল নিষিদ্ধ ও অনবরত পর্দা হিজাবের বিরুদ্ধে লিখে যাচ্ছে।

রোদে নেংটা হয়ে ঘুরলে ক্যান্সার হয়। আর ভিটামিন ডি এর জন্য পর্দা খুলে ঘুরতে হয়না। যেসব কালচার এ মেয়েরা পর্দা করে ঘুরে তারা ভিটামিন ডি এর অভাবে মারা যাচ্ছে?

বিকালের পড়ন্ত রোদ ছাড়া কোনো রোদ শরিরের জন্য ভাকো নয়। এজন্য মেয়ে পুরুষের শরীর ঢেকে রাখতে হয়।

াআরবের লোকেরা এমনি এমনি সারা শরীর ঢেকে রাখেনা। অবশ্যই তাদের হাজার বছরের অভিজ্ঞতাই এর মূল কারণ।

ভিটামিন ডির জন্য অনেক ফলমুল আছে। নাংগা হয়ে ভুটামিন ডি পেতে হবেনা, বরং এতে আল্ট্রা ভায়লেট রে এর কারণে চামড়ার ক্ষতি হয়।

মূলত এই ফখরুল ইসায়েলী অনুপ্রবেশকারী বাংলাদেশের শত্রু।

বিষয়: বিবিধ

১৩৯১ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

315458
১৭ এপ্রিল ২০১৫ দুপুর ০২:৫৫
মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন : আপনি লিখেছেন :

১। এই লোকটার লেখা যখন আমি প্রথম পড়ি, সাথে সাথেই সে আমার কমেন্টস ব্যান করে দেয়।
উত্তর : আপনার কথা সঠিক নয় ।
প্রমাণ হিসেবে আমি আমার ব্লককৃত ব্লগারদের তালিকা দিলাম স্ক্রীনশট আকারে ।



আপনি লিখেছেন :

সে যে ইসলাম বিরোধী এজেন্ট তার মূল প্রমাণ,

বাংলাদেশে যখন আইয়্যামে জাহেলিয়াত চলছে তখন ওসব বিষয়ে সে বিন্দুমাত্র উদ্বিগ্ন নয়।

তার মতে বাংলাদেশের একমাত্র শত্রু জামাত শিবির ।
উত্তর : আমি বাংলাদেশের রাজনৈতিক অবস্হা নিয়ে উদ্দিগ্ন ।
আমি শাহবাগী নাস্তিকদের উৎথানে শংকিত ।

আমি বাল সম্প্রদায়ের ইসলামবিরোধী কর্মকান্ড ও শাহবাগী নাস্তিকদের পৃষ্ঠপোষকতার ব্যাপারে উদ্দিগ্ন ও শংকিত ।

আমার মতে, জামায়াত-শিবিরকে দেশের ও ইসলামের স্বার্থে এবং উন্নায়ন অগ্রগতি প্রগতির স্বার্থে সকল ক্ষেত্রে যে কোন উপায়ে মোকাবেলাই নয় নি:শেষ করতে হবে । আওয়ামী লীগ যা করছে জামায়াতের ক্ষেত্রে তা অবশ্যই খারাপ । তবে তাদের এই কার্যক্রম এক সময় দেশের ও ইসলামের স্বার্থে এবং উন্নায়ন অগ্রগতি প্রগতির স্বার্থে কল্যাণকর হবে ।

উপরন্তু জামায়াত সৌদি আরবের ওহাবী মতবাদ ও মওদুদী দর্শণ দ্বারা পরিচালিত হয় ।
সৌদি আরব ওহাবী মতবাদে বিশ্বাসী । সৌদি আরবের ওহাবী মতবাদ চরম ইসলামবিরোধী ও ইসলামবিদ্বেষী মতবাদ । বাংলাদেশের মুসলিমরা যাদের হাতে বা সুফীদের মাধ্যমে ইসলাম ধর্ম পেয়েছে । সুফীরাই আদি ও অকৃত্রিম ইসলামের অনুসারী । বাংলাদেশের মুসলিমরা হানাফি মাজহাবের নিয়ম অনুযায়ী নামাজ পড়ে। সৌদি আরবের শাসক গোষ্ঠী মুহাম্মদ ইবনে ওয়াহ্হাব ও ইবনে তাইমিয়া নামক সন্ত্রাসীদের বানানো পদ্ধতিতে নামাজ পড়ে । সুতরাং সৌদি আরবের মুসলিম আর বাংলাদেশী বলে বলে আলাদা মুসলিম জাতি বা গোষ্ঠী বলে আলাদা আলাদা গোষ্ঠীর অস্তিত্ত্ব আছে ও থাকবেই ।

জামায়াতে ইসলামীর ক্ষতিকর কর্মকান্ডের কারণ এবং সৌদি আরব ও সৌদি আরবের রাজবংশের অশুভ কাজের জন্য - তাদের উপর আল্লাহর আজাব ও গজব বর্ষিত হোক - এমন দুয়া করলে সোয়াব হবে । কারণ রাসুল (সা.) - এর জন্মস্হান মক্কা আর তার দেশের নাম ছিল হিজাজ যা ১৯২৪ সাল পর্যন্ত ওসমানীয় খিলাফতের অধীনে আধা স্বাধীন দেশ হিসেবে টিকে ছিল । রাসুল সা. - এর সময় সৌদি আরব নামক কোন দেশ ছিল না । বরং সৌদি আরব নামটাই হাদিস ও কুরআনবিরোধী নাম । সৌদি আরব নামক দেশ ইহুদী - খৃস্টানদের সহায়তায় ১৯৩২ সালে প্রতিষ্ঠিত হয় । আর এই দেশ প্রতিষ্ঠার পর ইসলাম ও মুসলিমদের ক্ষতি হয়েছে যা কোন ক্রমেই পুরণ হওয়ার নয় ।

উপরন্তু জামায়াতে ইসলামী বাংলাদেশের জন্মটাই চায়নি , বরং ১৯৭১ দেশের লোকদের হত্যা করেছে এবং তার জন্য ক্ষমাও চায়নি ও তাদের দ্বারা ক্ষতিগ্রস্হদের সহযোগিতাও করেনি ।


ভিটামিন কত প্রকার ও কি কি এবং কীভাবে তেরী হয় তা আমার পোস্টেই লিখুন । উপরন্তু এই বিষয়ে আমি লেখা দিচ্ছি এবং দিয়ে যাবো ইনশাআল্লাহ । আমি আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দিবো ।
১৮ এপ্রিল ২০১৫ রাত ১২:৫৫
256567
রক্তলাল লিখেছেন : The fact that you denied banning me previously, simply proves that you are a liar. If you were concerned about other issues in Bangladesh, you'd definitely write about those. Your only concern is to remove hijab.

Perhaps you are oblivious to the fact that girls throughout the world do wear hijab for thousands and thousand of years.

Hijab and Arabian dresses keep people cool in hot weather. Except for late even sunlight, sunlight in general is very very harmful for our skin due it's ultra violet ray.

A sane minded person can not possibly bash J amat-shibir so much considering how they are brutally oppressed. Jamat-shibir may not be a good Islamic group, or even a good political party. However, in the context of Bangladeshi politics, they are by far the best party. And, you find them such a group to even ban?

How ruthless are you?

Hijab and Jamat are not the worst of concerns in Bangladesh. And while you bash them only, it proves you are some foreign agent trying to instigate destabilization in Bangladesh.


315459
১৭ এপ্রিল ২০১৫ দুপুর ০২:৫৭
প্রেসিডেন্ট লিখেছেন : বাদশাহ আকবর দ্য লম্পট এর মতো সে মুসলিমবেশী শয়তান। ফখরুল দ্য লম্পট...। তার অখাদ্য পোস্টগুলিতে এখন তেমন কেউ কমেন্ট করে না।
১৭ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:০৫
256514
মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন : আমি কারো কমেন্ট বা লাইক বা বাহবাহ পাওয়ার জন্য লেখালেখি করি না ।

আমি নিকাব নিষিদ্ধ করার জন্য জনমত গঠণ করছি । প্রয়োজনে আমি আদালত পর্যন্ত যাবে । আমি কুসংস্কার-কুপমন্ডুকতা-ধর্মান্ধতার বিরোদ্ধে অবস্হান নিয়েছি এবং এক্ষেত্রে আমি অবিচল থাকবো ইনশাআল্লাহ ।
১৮ এপ্রিল ২০১৫ রাত ১২:৫৮
256569
রক্তলাল লিখেছেন : আপনার মত নির্লজ্জ মোনাফেকরাই ফেরাউন হাসিনার আদালতে যাবার ভয় দেখাতে। সময় আসবে আপনাদের মত মোনাফেক দের সঠিক পরিণতির মুখাপেক্ষি করতে।
১৮ এপ্রিল ২০১৫ রাত ০২:২২
256579
শেখের পোলা লিখেছেন : ফখরুল সাহেব, এ আদালতের উপর আর একটা আদালতকে ভুলে যাবেননা যেন৷
315460
১৭ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:০২
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
315461
১৭ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:০৩
মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন : ইসলামে প্রেতাত্মা বলে কিছু নেই । হিন্দু ধর্মে প্রেতাত্মা বলে কিছু একটা আছে । হিন্দু ধর্ম মতে, খারাপ মানুষ মারা গেলে তার আত্মা ভুত – প্রেত হয়ে মানুষের অনিষ্ট সাধন করে ।

ইসলাম ধর্ম মতে, মানুষ ইন্তেকাল করার পর আত্মা ইল্লিন অথবা সিজ্জিন নামক স্হানে যায় । খারাপ লোকদের আত্মা সিজ্জিনে যায় আর ভাল লোকদের আত্মা ইল্লিনে যায় ।পৃথিবীতে যে সমস্ত মানুষ মহান আল্লাহর আইন কানুন-বিধান মেনে চলেছে সে সমস্ত মানুষের আত্মা ইল্লিনে অবস্থান করবে। ইল্লিন যদিও কোন বেহেশ্ত নয়-তবুও সেখানের পরিবেশ বেহেশতের ন্যায়।
আপনি ইসলামপন্হী বলে দাবি করেন, অথচ আপনি আপনার লেখায় হিন্দু ধর্মের কথা ও উপমা ব্যবহার করেন কেন ?


১৮ এপ্রিল ২০১৫ রাত ১২:৫৯
256570
রক্তলাল লিখেছেন : মোনাফেকের মুখে ইসলামের কথা শুনতে ঘিন্না লাগে। ফেরাউন হাসিনার দল।
315462
১৭ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:১৪
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : সব মত পথই থাকবে। প্রয়োজনে যুক্তি দিয়ে তাকে বুঝিয়ে বলুন। না বুঝলে তার থেকে দুরে থাকুন।
315463
১৭ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:৪৫
ছালসাবিল লিখেছেন :
ওনার লেখা পড়ে Chatterbox এই অবস্থা হয়েছে ভাইয়া Day Dreaming


আমার গলার গিট্টু কেউ খুলে দেরেররররে Unlucky
315489
১৭ এপ্রিল ২০১৫ রাত ১০:১০
সঠিক ইসলাম লিখেছেন : যারা আল্লাহ পাকের নাম (আল-ওয়াহ্হাব) কে গালি দিবে তারা সাথেসাথে কাফের হয়ে যবে। এবং চির অভিশপ্ত হবে। (উল্লেখ্য-এই সকল কাফের-মুশরিকরা মূর্খতা বশত যাকে গালি দিতে গিয়ে আল্লাহকে গালি দিয়ে কাফের হল তার নাম কিন্তু ওয়াহ্হাব নয়, তার নাম হল আব্দুল ওয়াহ্হাব, ওয়াহ্হাব শুধুমাত্র আল্লাহর ই নাম) এই সকল কাফের মুশরকিরা এতই মূর্খ যে ওয়াহ্হাব/ওয়াহ্হাবী শব্দটিকেও শুদ্ধ ভাবে বলতে পারেনা, তারা বলে ওহাবী ! আল্লাহ আমাদেরকে এই সকল কাফের-মুশরিক-মালাউন মুর্খ দের থেকে হেফাজত করুন।

ওহাবি অর্থ কি

আল্লাহর পবিত্র নামের সাথে মানুষ মিলাইয়া যে নাম রাখে, তার পুরা নামই বলতে হবে।

যেমন আব্দুল গফুরকে আব্দুল গফুরই বলতে হবে। শুধু গফুর বললে শিরক হবে।

যেমন আব্দুচ্ছালামকে ছালাম বলা যাবে না।

আব্দুচ্ছাত্তারকে ছাত্তার বলা যাবে না।

আব্দুল্লাহকে আল্লাহ বলা যাবে না।

আব্দুল ওয়াহ্হাবকে ওয়াহ্হাব বলা যাবে না।

এখন যারা ওলামায়ে দেওবন্দকে ওয়াহাবি বলে ডাকে, তাদের কাছে প্রশ্ন:- আপনারা যে ওয়াহাবি বলে সম্মোধন করেন, এই সম্মোধনটা কার দিকে নেসবত করে করেন।

যদি এই নেসবতটা মহান রাব্বুল আলামিনের দিকে করে থাকেন, তাহলে

ﺍﻟﺤﻤﺪ ﻟﻠﻪ

কারণ ওয়াহাবী অর্থ আল্লাহ ওয়ালা।

আর যদি আপনারা এই পবিত্র নামকে কোন বান্দার দিকে তথা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব নজদির দিকে নেসবত করেন, তাহলে আপনারা নিশ্চিত মুশরিক।

আল্লাহর পবিত্র নামে কাউকে ডাকাও যায় না, গালিও দেয়া যায় না।

যারা আল্লাহর পবিত্র নামকে গালি হিসেবে ব্যবহার করে অপমান করে, তারা আর যাই হোক মুসলমান হতে পারে না।
315501
১৭ এপ্রিল ২০১৫ রাত ১০:৩৬
মৃনাল হাসান লিখেছেন : ফকরুল সাহেব সম্পর্কে আল্লাহই ভালো জানেন। তবে, ইসলাম সম্পর্কে আমার যতটুকু জানা তাতে মনে তিনি বিজাতীয় হিন্দুদের উপকারার্থে লেখালেখি করেন। দেওয়ানবাগী, রাজারবাগী, মাইজভান্ডারি, সুরেস্বরি প্রভৃতি কবর পুজা, মাজার পুজার সমর্থক তিনি। তিনি হয়তো ইনাদের থেকে মাসোহারা পায়।
তবে উনার লেখালেখিতে শঙ্কিত হবার কারন নেই। উনি থাবা বাবা বা অভিজিতের মত অভদ্র নয়। কারন, তিনি নবী (স)এর প্রতি সম্মান রেখেই কথা বলে। নবী (স) ও তাঁর প্রিয়তমা স্ত্রীদের নিয়ে তিনি কোন খারাপ মন্তব্য করেন না। তবে তার লেখালেখি ইসলামের কোন উপকারে আসেনা, বরং ক্ষতি করে। জানিনা তার নিয়ত কি।
315508
১৭ এপ্রিল ২০১৫ রাত ১০:৫৫
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : আস্‌সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। নামটা যদিও খুব সুন্দর "ফখরুল ইসলাম" (ইসলামের গর্ব) কিন্তু কাজে-কর্মে লোকটা ইসলামের প্রকাশ্য দুশমন। ওনার কয়েকটা লেখা ও কমেন্ট পড়ে আমার কাছে যা মনে হয়েছে তা হলো- লোকটা বিদ'আতী সুফি পন্থি। যাদের অপকর্মের বিরুদ্ধে সালাফি ও জামাত-শিবির সব সময় সোচ্চার। আর এজন্যে সে এই দুই দলের বিরুদ্ধে আদাজল খেয়ে লেগেছে। আর নারীদের নিকাব খোলার জন্য অপপ্রচার চালাচ্ছে তার কারণ হলো- এই সব ভণ্ড পীর সাহেবরা, নারীদের সাথে হ্যান্ড শেক করে, দু'পা বিছিয়ে বসে থাকে আর নারীদেরকে পায়ে সিজদা করতে আদেশ করে।নারী-পুরুষ এক সাথে গান-বাজনার তালে-তালে নাচানাচি করে। তাই নারীদের নেকাব এই সব কামুকদের চোখে খুবই মেমানান লাগে।
এদের লেখা না পড়া, কমেন্ট না করাই উত্তম।
১৮ এপ্রিল ২০১৫ রাত ০২:৫৯
256580
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : ফকরুলরা যাদের অনুসারী তাদের দেখতে নিচের লিংকটা ওপেন করলেই বুঝতে পারবেন কেন ওরা নিকাবের বিরোধিতা করে। এরা কোন ধরণের ইসলাম পছন্দ করে।
https://www.facebook.com/Rmbds/videos/1175946665757267/
১০
315534
১৮ এপ্রিল ২০১৫ রাত ০১:৪৭
প্রবাসী মজুমদার লিখেছেন : এসব লোককে আপনার এত আমল দেন কেন। সে চায় তাকে নিয়ে আপনারা ব্যস্ত থাকুন। এসব উপেক্ষা করলেই হয়। বিরোধীতা করলে তার স্পীড বাড়ে। কাজে্ই সে চায় আপন্ওি তার মত হোন। এটা আমাদের বুঝতে হবে।
১১
326418
১৭ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:২৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : পিলাচ পিলাচ পিলাচ
ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ..

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File