দৈনন্দিন কাজে হাসিনা উৎপাত
লিখেছেন লিখেছেন রক্তলাল ১৮ ফেব্রুয়ারি, ২০১৫, ০৩:২৫:০১ রাত
আমার বেডরুমে শুয়ে শুয়ে ল্যাপটপে এটা ওটা দেখছিলাম। যেহেতু ক্ষিদাও ছিল, খাবারটা বেডরুমে এনেই খাচ্ছি আর টিভি, ল্যাপটপ নিয়ে এটা ওটায় ব্যাস্ত।
ওমা হঠাৎ আমার সামনে জলজ্যান্ত শেখ হাসিনার আবির্ভাব। সাথে রয়েছে দারোয়ানের জামা পরা রোগা শুকনা শরীরের কিছু লোক।
আমি ত হতবাক যদিও চালের উপর নেই দাড়কাক!
বলি হায় হায় একি, শেখ হাসিনা আপনি এখানে? আমি কি এখন ক্রসফায়ারে পড়ব? নাকি বন্দুকযুদ্ধ? বন্দুক শুনতে খুব সস্তা মনে হয়, দয়া করে অন্তত ট্যাংকযুদ্ধ না হলেও মেশিনগান যুদ্ধে ফেলুন।
তিনি বললেন না ওসব কিছু নয়। আমি দেশের জনকের মেয়েত - তাই কেউ না চাইলেও সবার ভালমন্দ দেখভাল করার দায়িত্ব আমারই। বললাম ভাল কথা, আমিত বেডরুমে খুব একটা সুবিধার পোশাক পরনেও নেই। কিইবা আমার দেখভাল করবেন বলুন।
তিনি একটু রাগত স্বরে বললেন - তুমি বেডরুমে খাবার খাচ্ছ কেনো? খাবার খাবে ডাইনিং টেবিলে। একেত পেটে ক্ষিধা, তার উপরে এমন উটকো ঝামেলা- মনে হল প্লেট টা ছুড়ে ঠিক কপালে মারি। কিন্তু ক্রসফায়ারে পড়ার ভয়ে বিরত থাকলাম।
খাবারটা ঐ দারোয়ানের ড্রেস পরা লোক গুলো গুলশান থানায় নিয়ে গেল। বুঝলাম না আমার খাবারের টেবিলে বা কিচেনে ফেরত না রেখে থানায় নিয়ে যাবার মাঝেজা।
কিছুক্ষন পর বাথরুমে গেলাম প্রকৃতির কাজ সারতে। ওমা, বলা নেই কওয়া নেই অসভ্য বেরসিক ওই হাসিনা মহিলা হাজির।
আমার এই কথা শুনে অনেকেই জিহবায় কামড় দিয়ে বলবেন "মাননীয়া প্রধানমন্ত্রী" কে এমন কটাক্ষ করে কথা? আরে ভাই বেডরুম, বাথরুম সবখানে প্রবলেম করতেছে, আমি কি কেয়ার করি উনি কোথারকার কোন শেখের বেটি?
আমার দিকে চোখ বড় করে বললেন, তুমি বাথরুমে ম্যাগাজিন পড়ছ কেনো?
পড়ার টেবিলে পড়বে, বাথরুমে প্রকৃতির কাজ করবে!
এলার্মের শব্দে ঘুম ভাংতেই বাথরুমের চাপ। অনেকটা হাসিনাহীন শান্তিতে বাথরুমের দিকে ছুটলাম...
বিষয়: বিবিধ
১১৭৮ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চরমস
পাহারা দেওয়া ছিলনা তো!!
মন্তব্য করতে লগইন করুন