বংগবন্ধুলিংগাম এখন উর্ধ্য গগণে।
লিখেছেন লিখেছেন রক্তলাল ১৮ জানুয়ারি, ২০১৫, ০৪:০৬:৩৩ রাত
আমাদের মহান বন্ধু এবং জাতির ফিতা যিনি আমাদের তার ফিতা দিয়ে এক বন্ধনে আবদ্ধ করে রেখেছেন।
মৃত্যুর পূর্বে এবং পরেও যিনি অনবরত স্বপ্ন দেখে নিয়ে যাচ্ছেন ভূ এবং বায়ু এবং মহাশুন্যের বিভিন্ন মাত্রায়।
তারই স্বপ্ন এবং তার পুজাকারী চাটুকারদের বদৌলতে আমরা আরেক মাইলফলক পার হতে যাচ্ছি।
সেই সাফল্যের নাম বংগবন্ধুলিংগাম। বস্তুর আকারের সাথে মিল থাকার ফলেই এই নাম নির্ধারণ।
মহাশুন্যে ছুড়ে দেয়া হবে বংবন্ধুলিংগাম। আর এভাবেই তার স্বপ্ন, দুঃস্বপ্ন, স্বপ্নদোষ সব কিছুই ছড়িয়ে ছিটিয়ে যাবে শুন্যে মহাশুন্যে।
বিষয়: বিবিধ
১১০৫ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : আমি বেচারী মানুষ, আমাকে ধ্বংস করে কি হবে? আপনার আল্লার সামান্য মুরোদ থাকলে মধ্যপ্রাচ্যের ইহুদী'দের একটি লোম স্পর্স করতে বলেন্না? তখন বুঝা যাবে কত ধানে কত চাল।সামান্য হামাস আর হেজবুল্লাহই যে কি নাকানি চুবানি দিতেছে। এখন আবার আই সি সি এর গ্যাড়াকলে পড়ছে।
সভ্য পৃথিবীর সদস্য হলে এমন মূর্খ্যের মত কথা বলতি না।
ধার্মিক, অধার্মিক, নাস্তিক সবাই ই ইহুদীদের বিরুদ্ধে কথা বলে।
যাদের মস্তিস্ক পশ্চিমবংগীয় ধুতির গিট্টুর মধ্যে সীমাবদ্ধ তারা এরকম উজবুকের মত কথা বলবেই।
আলজেরিয়া, কাজাখস্থান, ইন্দোনেশিয়া, পাকিস্থান নিজস্ব প্রযুক্তি রয়েছে।
মন্তব্য করতে লগইন করুন