কালসাপের কবলে জাতি আর তার শিক্ষার আশা
লিখেছেন লিখেছেন রক্তলাল ১৯ জুলাই, ২০১৩, ০৩:০৭:১০ রাত
দুর্ভাগা জাতি!
এদেশের ছাত্ররা তাদের মেধার মূল্যায়নে বৈষম্যের শিকার হতে হতে ৪২ বছর অসম বিচার সহ্য করে যখন তাদের অধিকারের ব্যাপারে মুখ খুলল, তখন দেশের সর্বোচ্চ নীতি নির্ধারণী ব্যাক্তি তাদের গলা চেপে ধরে বলে তোরা রা করবি ত মেরেই ফেলব।
এই হল অভাগা বাংলাদেশের কপাল। নিজ দেশের রাষ্ট্রপ্রধান দেশের ভবিষ্যৎ যারা সেই ছাত্রদের মাস্তানী স্টাইলে হুমকি দেয়।
এ যেন দেশের কল্যাণ করার দায়িত্বে নিয়োজিত ছাত্রদের অভিভাবক নয়, এক বিষাক্ত নাগিনী।
যেসব ছাত্ররা আন্দোলন করছে তাদের বয়স ২৫/২৬ হবে গড়ে। তাদেরকে এদেশের ষাটোর্ধ রাষ্ট্রপ্রধান প্রতিশোধমূলক বিষাক্ত হুমকি দেন তাদের শিক্ষার মূল্যায়নের দাবী তোলায়?
হাসিনা নামটি একটা সাক্ষাৎ অভিশাপে রূপান্তরিত হয়েছে। এই মহিলা এমনিতেই হিংসুটে পিশাচ - তার উপরে নির্বাচনে খেয়েছে চরম চপেটাঘাত - এখন একেরপর এক গণবিরোধী প্রতিশোধের বিষ ছড়াচ্ছে।
এই হিংসুটে পিশাচ সেনা অফিসারদের হত্যা করেছে -
বিরোধীদের ফাসিতে লটকানোর শয়তানী করছে -
দিনে কিংবা রাতে গণহত্যা চালিয়েছে -
বিদ্যুৎ কেটে নেয়ার হুমকি দিচ্ছে -
ছাত্রদের চাকুরী না দেবার হুমকি দিচ্ছে -
হিংসায় বিরোধীদলের নেত্রীর বাড়ি গুড়া গুড়া করে মাটিতে মিশিয়েছে -
একটা উন্মাদ হিংসুটে বিষাক্ত পিশাচ
বিষয়: বিবিধ
১৩১৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন