যৌনজাগরণে ছাত্রলীগ কলকাঠি নাড়তে পারলে ছাত্রদের অধিকারের আন্দোলনে শিবির কলকাঠি নাড়তে সমস্যা কি?
লিখেছেন লিখেছেন রক্তলাল ১৪ জুলাই, ২০১৩, ১২:০৬:৫৫ রাত
বিভিন্ন পত্রিকা এবং কিছু সংগঠণ বলছে কোটা বিরোধী আন্দোলনে শিবিরের ইন্ধন রয়েছে।
ছাত্র সংগঠণ হিসাবে শিবির যদি ছাত্রদের অধিকারের আন্দোলনে ইন্ধন, সহযোগিতা, নেতৃত্ব দেয়, তাহলেত তারা প্রশংসা পাবার যোগ্য।
শিবির ত আর নাংগা নর্তন কুর্দন আর স্বার্থবাদী গোষ্ঠীর চামচামি করছেনা বিরিয়ানীর বিনিময়ে।
আরেকটা কথা শাহবাগে যখন নাংগা পার্টি খুবিস্তামি করল ফাসির দাবী করল - তখন ত শিবির ঐখানে গিয়ে হামলা করেনি।
এখন শিবিরের "ইন্ধনে" (তাদের অভিযোগ অনুযায়ী) আন্দোলন হলে তারা আক্রমণ করছে কেন?
আওয়ামী বামদের হাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় হাতছাড়া করার প্রক্রিয়া ত্বরান্বিত করতে?
বিষয়: বিবিধ
১৭৭০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন