খালেদার চিঠি নিয়ে যাদের মায়াকান্না!
লিখেছেন লিখেছেন রক্তলাল ০১ জুলাই, ২০১৩, ০৬:২১:২৪ সকাল
খালেদা নাকি ওবামার কাছে পত্র লিখিলেন আর অমনি তাধিন তাধিন জিএসপি সুবিধা বন্ধ হয়ে গেল।
লজ্জাও করেনা ওসব লোকদের!!
হাসিনা পুরো দেশটাই ভারতের কাছে তুলে দিয়েছে। দেশকে এফোড় ওফোড় করে দিয়েছে ট্রনাজিট।
হাসিনা ইউরোপেয়ান ইউনিয়নে চিঠি দিয়েছিল।
হাসিনার নির্বোধ সোনাধন পুত্র ইহুদী চরম উগ্রমতের একজনের সাথে মিলে বাংলাদেশের সেনাবাহিনীর বিরুদ্ধে লিখেছিল।
জিএসপি কি খালদার চিঠিতে বন্ধ হয়েছে? নাকি তাজিন, রানা প্লাজা, আমিনুল হত্যা - এসব সরকারী ব্যার্থতাই কারন?
জিএসপি বন্ধের আগেইত বিদেশী ক্রেতরা হাত গুটিয়ে চলে যাচ্ছিল। যদি ক্রেতা না থাকে তাহলেত এমনেই শ্রমিকদের পেটে ভাত জুতছে না।
আমার পকেটে যদি টাকাই না থাকে তাহলে বাজারে চালের দাম ৫ টাকাই বা কি আর ৫০ টাকাই বা কি?
যদি ক্রেতাই না থাকে তাহলে আমি বিক্রির সুবিধা থাকলেই কি আর না থাকলেই বা কি?
শ্রমিক পুড়ে মরবে, দালান ভেংগে মরবে তাহলে এই জিএসপি সুবিধা কি ওরা পরকালে বেহেশ্তে গিয়ে ভোগ করবে? বেহেস্তে আল্লাহ অনেক সুবিধা রেখেছেন। এই জিএসপির বাড়তি সুবিধা ওখানে কোনো কাজে লাগবেনা।
হাসিনা দেখলাম সংসদে বসে কেলিয়ে হাসছে এই প্রসংগে। এই মহিলা আবার প্রধানমন্ত্রী - লজ্জায়, দায়ভার নিয়ে পদত্যাগ করা উচিত ছিল। কিন্তু বালখিল্য, বেহায়া!! মানুষের মৃত্যু এদের কাছে কিছুইনা। মরুক না হাজার হাজার। কত বড় পিশাচ হলে এই হাজার হাজার শ্রমিক মরার পর এটাকে নিয়ে রেশমা নাটক করে।
খালেদার এক চিঠিতে মার্কিন প্রশাসন কোনো সিদ্ধান্ত নেয়নি।
কোনো রাজনৈতিক পয়েন্ট নেয়ার ঘৃন্য চেষ্টা বাদ দিয়ে যারা মরেছে তার জন্য দায়ী কে সেটা বের করেন।
ক্রেতারা চলে গেলে জিএসপির কোনই মূল্য নাই।
শ্রমিকদের অধিকারের ব্যাপারে সরকারকে চাপ দিলেই বুঝা যাবে শ্রমিকদের স্বার্থে সামান্যতম গরজ আছে।
এ' ব্যাপারে সরকারের সমালোচনা করতে না পারলে প্রমাণিত হবে মেরুদন্ডহীন ভারতীয় ভৃত্য! এবং শ্রমিক হত্যাকারীদের সহযোগী পিশাচ!
বিষয়: বিবিধ
১৩০১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন