মাননীয় জাতির পিতার কন্যা -
লিখেছেন লিখেছেন রক্তলাল ১৮ জুন, ২০১৩, ০৪:২০:২৫ বিকাল
বাংলার মানুষ জাতির ফিতা বেনী খুব কেয়ার করেনা!
তারা বেচে থাকতে চায়। অন্ন, বস্ত্র, বাসস্থান, বাক-স্বাধীনতা - শিক্ষা, চিকিৎসার অধিকার চায়। তাদের ধর্মের, মুল্যবোধের সন্মান চায়।
আপনার বাবাকে পিতা আর আপনাকে দেবী বানানোর জন্য কেউ যুদ্ধ করেনি। করেছে নিজেদের অধিকার আদায়ের জন্য।
মেরুদন্ডহীন মঈন ভারতের চাপে আপনাকে ক্ষমতায় বসিয়ে নিজের জান নিয়ে পালিয়ে গিয়েছিল।
আপনি সুযোগ পেয়েছিলেন জাতিকে ভালো কিছু উপহার দিতে।
তা করেননি, করেছেন ইতরামি। নৃশংসতা, পৈশাচিকতা, ক্ষমতার লোভে উন্মাদনায় ক্ষত বিক্ষত করে দিয়েছেন জাতিকে।
একদিনে গুলি করে এত মানুষ হত্যা বাংলাতে শুধু ইয়াহিয়া করেছিল। আপনি আপনার রক্তমাখা বিষদাত বেহায়ার মত প্রদর্শন করে পৈশাচিকতার দম্ভ দেখিয়েছেন। আমাদের ধর্ম আর অনুভুতির পরম শ্রদ্ধেয় বিষয়াবলীকে খুবই নৃশংসভাবে দলিত করেছেন।
আপনি আপনার খিস্তি খেউড় ধানাই পানাই বন্ধ করুন। সরকার, তত্ত্ববধায়ক - এসব জনগণের ব্যাপার। আপনি আর এসব ব্যাপারে নাক গলানোর প্রয়োজন নাই। জনতা নির্ধারন করবে ওসব কিভাবে হবে।
সরকারের পুংগব বাহিনীর নিকট বিনীত অনুরোধ - নিরাপদ দুরত্ব বজায় রাখুন।
অনেক রক্তের দেনা বাকী।
মাথায় সামান্যতম ঘিলু থাকলে আর ধানাই-পানাই আর ভোদড় নৃত্য করবেননা।
ভালোয় ভালোয় বিদায় হোন! হাওয়া বাতাস ভালো ঠেকছেনা। রাজশাহী বিশ্ববিদয়ালয়ের দিকে তাকান। ভুজপুরের মহাপ্রলয়ংকারী ঝড় যেকোনো সময়ে যেকোনো জায়গায় আঘাত হানতে পারে।
নিজ দায়িত্বে সেলুন, অলি গলি যেখানে পারেন নিরাপদ আশ্রয় গ্রহণ করুন।
বিষয়: বিবিধ
১১১১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন