লিখতে হবে [কেউ গানের রূপ দিতে পারলে খুশী হব]
লিখেছেন লিখেছেন রক্তলাল ১৬ জুন, ২০১৩, ০২:২৬:৩৭ দুপুর
[হককথা ভাইয়ের এই বিষয়ে লিখা অবলম্বনে]
লিখতে হবে,
কলম ধরতে হবে,
লড়তে হবে।
ভেংগেচুড়ে জালেমের দুর্গটাকে
ধুলায় মিশিয়ে দিতে হবে!
বিবেকের মন্ত্রগুলো শব্দে নিনাদ তুলতে হবে।
গড্ডালিকার এমন জীবন
যেতেই পারে।
মানবতা মুখ থুবড়ে থাকলে পড়ে,
জিবনের অর্থ দিতে,
তখন মোদের কলম ধরে
লড়াই করতে হবে!
পাথর মত প্রহর গুলো চূর্ন করে
সময়টাকে সামনে ঠেলে নিতেই হবে।
খুন পিয়াসে মত্ত পিশাচ
রাতের কালোয়,
আঁটছে কত ছলচাতুরীর দানবী ছক।
সবার 'পরেই পড়বে এমন বিষের ছোবল,
তবে কেনো আলসে মোদের ভাব, মস্তক।
তাই,
ধরতে হবে কলম সবার মুক্তি পেতে,
আঁকতে হবে আল্পনা তাই কলম কালির,
লিখতে হবে, বিপ্লবী হাঁক হাঁকতে হবে।
বিষয়: বিবিধ
১১৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন