সিটি নির্বাচনের ফলাফল

লিখেছেন লিখেছেন রক্তলাল ১৫ জুন, ২০১৩, ০৯:১১:৪৮ সকাল



আওয়ামীলীগ ৩ বিএনপি ২।

কোনো ভুল তথ্য দিতে চাইনা। আমার ধারণায় নির্বাচনের ফল কি হতে পারে এবং কেন।

আমার মনে হয় বিএনপি জিতবে খুলনা আর বরিশালে। আর রাজশাহী সিলেট গাজীপুর পাবে আওয়ামীলীগ।

এবার বলি কেনো হবে এমন ফলাফল।

আওয়ামীরা ৫-০ পরাজয় মেনে নিতে পারবেনা। তাই তারা এমন কিছু করবে যেন সাপ মরে লাঠিও ঠিক থাকে। তাই ২ টা তারা দিয়ে দিবে বিএনপিকে এটা বুঝাতে যে তাদের অধীনে বিএনপিও জেতে।

বাকি ৩ টা তাদের ঘরে তুলবে এটা বুঝাতে বিভিন্ন জরিপে তাদের গো-হারা অবস্থা এটা ভুল প্রমাণ করতে।

সিলেট আর রাজশাহী অপেক্ষাকৃত বেশী গুরুত্বপূর্ণ তাই এই দুইটা তারা বগলদাবা করবে। আর গাজীপুর নেবে ৩-২ গোল এ জেতার জন্য।

খেলার ফলাফল ৫-০ হলেও এই পরাজয় আওয়ামীলিগের মেনে নেয়া সম্ভব না। আবার সবগুলো চুরি করে জনসমক্ষে চোর হতে চাইবেনা কারণ সংসদ নির্বাচন তাদের অধীনে করতে একটা বিশ্বাসযোগ্যতা তৈরী করতে হবে। তাই যা হবে রাতেই, শাপলার গণহত্যার মত!

বিষয়: বিবিধ

১২৩২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File