ইসলামের বাস্তবসম্মত বিয়ের পদ্ধতি আর অভিশপ্তদের মিথ্যা কু-প্রচারণা!
লিখেছেন লিখেছেন রক্তলাল ০১ জুন, ২০১৩, ০৬:৫০:২৮ সকাল
ইসলামের বিয়ের পদ্ধতি সবচেয়ে বিজ্ঞানসম্মত।
ভিন্ন মতাবলম্বীর কতজন লোক একজনকে বিয়ে করে সারা জীবন কাটাচ্ছে? তার উপরে এক দিকে বিয়ে করে অন্যদিকে extra marital affairs করে বেড়াচ্ছে। বিয়ের দিক থেকে USA বা এরকম সমাজে স্ত্রীরা সবচেয়ে প্রতারিত হয়ে থাকে।
১. স্ত্রীরা বাইরে চাকুরী করে, ঘরে রান্নাবান্না করে। সন্তানদের দেখাশোনা করে। এতকিছুর পরও স্বামীর দ্বারা প্রতারিত হয়। আবার কিছুদিন পর পুরুষ আরেক মেয়েকে বিয়ে করে সন্তানদের দেখাশোনর ভার আগের স্ত্রীর উপর ছেড়ে দেয়। আমাদের চোখের সামনে দেখা। মেয়েরা গর্ভবতী, তারপরও চাকুরী করে যাচ্ছে।
২. হিন্দুদের বিয়ের ব্যবস্থা আরো করুন। যৌতুক নিয়ে ছেলেরা বিয়ে করে। তাদের সমাজ একটুও বদলায়নি। অনেক হিন্দু ছেলেকে দেখেছি ভারতে গিয়ে যৌতুকের বিনিময়ে বিয়ে করে। স্বামীর সব প্রতারণা সইতে হয়। তালাকের নিয়ম নাই। স্বামী মরে গেলেও বিয়ের নিয়ম নাই। ভারতের অনেক রাজ্যে ডাক্তার আছে স্ত্রীদেরকে পাগল সার্টিফিকেট দেয়ার জন্য। ঐটা নিয়ে স্বামী তালাক দেয়, আবার যৌতুক নিয়ে অন্য বিয়ে করে। পৃথিবীতে সবচেয়ে বেশী মহিলারা আত্নহত্যা করে ভারতে। এর মূল কারণ যৌতুকের টাকা যোগাড় করতে না পারা।
মানুষের চরিত্র, স্বভাবগত প্রবৃত্তি সবকিছুর বিবেচনায় ইসলামের পদ্ধতি সবচেয়ে বাস্তবসম্মত এবং প্রকৃতির নিয়মের সাথে খাপ খাওয়া। ইসলামে বহুবিবাহকে নিরুৎসাহিত, পক্ষান্তরে এক বিয়েতেই সুখী থাকতে নির্দেশনা দেয়া হয়েছে।
শয়তানেরা নানাভাবে বিকৃতির আশ্রয় নিয়ে ভূল চিত্র দেয়ার চেষ্টা করলেও কোনো লাভ হচ্ছেনা। এমেরিকাতে যারা ইসলামে ধর্মান্তরিত হচ্ছে তার তিন চতুর্থাংশ মেয়ে। বৃটেনে দুই তৃতীয়াংশ। ফ্রান্সে মুসলিমদের সংখ্যা বাড়তে বাড়তে শুধু সরকারী হিসাবেই শতকরা ১০% শতাংশ।
বাংলাদেশের যেকোনো মাওলানার চেয়ে কন্ভার্ট মেয়েরা অনেক সুন্দর করে এসব বিষয় ব্যাখ্যা করে। চোখ কান খোলা থাকলে ইউটিউবে অসংখ্য ভিডিও আছে।
কিন্তু কিছু অভিশপ্ত প্রাণ ইচ্ছা করেই নিজের চোখ গুতা দিয়ে নিজেই অন্ধ হয়ে বসে থাকে। সত্যের জ্বালা সইতে না পেরে।
বিষয়: বিবিধ
২১৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন