হে ইন্টারপোল, তারেককে ধরিয়া লইয়া আসো

লিখেছেন লিখেছেন রক্তলাল ২৮ মে, ২০১৩, ০৪:৩০:৪৯ বিকাল



[টা..ডা.. হাজির মহারাজ Big Grin]

তারেকের ব্যাপারে সরকারের এরকম তোড়জোড় দেখে আমার প্রতিক্রিয়া ছিল - তারেককে মহানায়ক বানিয়েই ছাড়বে আওয়ামী মাথামোটারা। তাদের হয়ত ক্ষণিকের স্মৃতিভ্রম হয়েছিল। বুঝেনি যে ইন্টারপোল আসলে পুলিশলীগ নয়।

এরা অদ্ভুত এক স্বপ্নের জগতে বাস করে। মনে করে সাঈদী নিজামী এদেরকে ধরবে আর ফাসি দেবে। এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে দিল্লী বহুদুর। ধরে ধরে বড় একটা দলের নেতাদের ফাসিতে টোপ টোপ করে মারা হবে, আর দেশের মানুষ আংগুল চুষবে (মখার বিখ্যাত আংগুল চোষা তত্ত্বের প্রয়োগ)।

ঠিক তেমনি করে চাইলাম আর তারেককে ইন্টারপোল দিয়ে ধরিয়ে নিয়ে আসলাম। ভাবখানা এমন যে বৃটেনের রানীও মুজিব কাকুকে জাতির ফিতা মানতে বাধ্য।

অদ্ভুত তাদের alternate universe বা খোয়াবের ধোঁয়াচ্ছন্ন স্বর্গ।

আবারও বলি দিল্লী বহুদুর!

বিষয়: বিবিধ

১৫৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File