শাহবাগীদের ছাগু তত্ত্বঃ এবং মানুষকে জন্তুর শ্রেনীতে বিন্যাসে তাদের অবস্থান

লিখেছেন লিখেছেন রক্তলাল ২৭ মে, ২০১৩, ০৮:১২:০৫ সকাল



শাহবাগীরা সাধারণতঃ জামাত-শিবিরকে ছাগু সম্বোধন করে থাকেন। ভাল কথা তাদের আচার ব্যবহারের রীতি সেটা। তাদের মানসিকতার পরিচয়।

ব্যাক্তিগতভাবে আমি কাউকে কোনো পশুর নামে ডাকার বিরোধী। পোস্টটি শুধু শাহবাগীদের তত্ত্বের বিশ্লেষণ -

একজন শাহবাগী লেখক নিজেকে ধার্মিক প্রমাণ করে জামাত-শিবিরের কুৎসা রটনা করে একটি পোস্ট দিয়েছেন। তারই উত্তরে আমার নিম্নোক্ত মন্তব্য -

মানুষকে যদি জন্তুর শ্রেনীভেদে বিন্যাস করেন, আর সেই শ্রেনীবিন্যাসে যদি জামাত-শিবিরেরা ছাগু বলে চিহ্নিত করেন, তা হলে আপনি কোন জন্তু শ্রেনীতে পড়েন?

একটু যুক্তি খাটাই তাহলে - দেখা যাক কোন জন্তু।

শিবির = ছাগু। কারণ, তারা ছাগলের ন্যায় দাড়ি রাখে। (যারা প্রথমে এটা শুরু করে তারা এভাবেই ব্যাখ্যা দিয়েছে)।

আমার মন্তব্যঃ লেখক নিজেকে ধার্মিক নামাজী বলার চেষ্টা করলেন, কিন্তু ধর্মীয় নিয়মে দাড়ি রাখার কারণে কিছু লোককে পশুর নামে ডাকছেন। বাহ্ কি সুন্দর ধার্মিক।

এবারে আসি শ্রেনী বিন্যাসের পালায়। ত যেসব নাস্তিকরা ক্লীন শেভ করে তাদেরকে কোন প্রানী বলা যায়? হুম্..ম্.. বাঘ বিড়াল এদেরত গোঁফ দাড়ি আছে... তাহলেত বাঘমামা ডাকা যাচ্ছেনা।

শুকর, swine, pig যে নামেই ডাকা হোকনা কেনো, এই প্রানীর দাড়ি গোঁফ নাই। ইউরেকা!!!!!

পিগ ডাকা যায়। ওদের আচরনের সাথে শাহবাগীদের আচরনেরও অনেক মিল পাওয়া যায়। যেমন রোগ বালাইয়ের সম্ভাবনা, নোংরা পরিবেশে গাদাগাদি করে থাকার প্রবণতা। পারফেক্ট!!!

শাহবাগীদের তাহলে পিগ ডাকাটাই যথার্থ!

পাদটিকাঃ শাহবাগীয় আইন্স্টাইনদের গাণিতিক সূত্র প্রয়োগে এই ফল পাওয়া গেছে।

বিষয়: বিবিধ

১৫৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File