দশটাকা নোটের মত চাহিবা মাত্র আওয়ামী ভাদা হইতে বাধ্য থাকিবে - অন্যথায় রাজাকার পদবী পাইবে
লিখেছেন লিখেছেন রক্তলাল ২৫ মে, ২০১৩, ০১:১৯:১৬ দুপুর
এদের মধ্যে কে রাজাকার - বেশ গোলকধাঁধায় ফেলে দিলাম?
হেডলাইন শুনেই অনেক চমকে উঠে বলবেন, "রাম রাম দুগগা দুগগা, জাত গেল জাত গেল"
আসলে বাংলা political lexicon এ শব্দের অর্থের যে চরম বিকৃতি ঘটেছে সেজন্যই হয়ত আমার কথা আর আপনি কি ধারণা করছেন তার মধ্যে কিছুটা ভুল বুঝাবুঝি হচ্ছে।
আমি স্বাধীনতা বিরোধীঃ কারণ, যেভাবে বাংলালিংক দামে এই টার্ম আওয়ামী আর ভারতীয় দালালরা তাদের কুকর্মের সমালোচনা করলেই কারো গায়ে সেটে দেয়, সেই হিসাবে বাংলাদেশের অন্তত ৭৫% মানুষ স্বাধীনতা বিরোধী। সেক্ষেত্রে আমি ত আর বৃহৎ জনগোষ্ঠীর বাইরে থেকে ভারতপ্রেমিদের কাতারে যেতে পারিনা।
এখানে স্বাধীনতা বিরোধী মানে হচ্ছে প্রকৃত বাংলাদেশী।
মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীঃ এটার ব্যাখ্যা খুব সহজ। ওদের ভাষায় মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী মানে হচ্ছে আপনি নাস্তিক না। ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে গালিগালাজ করে ইতরামির নামই হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা ওয়ালা।
সুস্থ চিন্তায় ত আর নাস্তিক্যচেতনার ইতর হতে পারিনা।
রাজাকারঃ এই শব্দটিকে বিশেষ গুরুত্ব দিতেই হবে। এটা বাংলালিংক দামে নয়, এর চেয়েও আরো সস্তায় - গ্রামে-শহরে, স্কুল, পাঠশালায়, মাঠে-ময়দানে, অহরহ, টিভি, রাজনৈতিক বক্তৃতায় চায়ের টেবিলে .. বাব্বা.. সবখানে যেভাবে ব্যবহার হয়.. তেলেসমাতি কারবার!
রাজনৈতিক প্রতিপক্ষের সাথে পেরে না উঠলেই একটা সস্তা প্রয়োগ, "তুই রাজাকার" ... এখন যোগ হয়েছে, "রাজাকারের বাচ্চা"।
তারা অনেকে নিজের বাপের পরিচয় না জানলেও মোটামোটি বাকি সবার বাপের পরিচয় জানে। বিশ্ব-বাপকোষ একেকজন।
ছেলে, বুড়ো, যুবক, তরুণ, কিশোর, এমনকি মায়ের পেটের বাচ্চাও রাজাকার।
আসলে ঐসব কুপমুন্ডকরা যা বুঝায় রাজাকার শব্দ দিয়ে তা হল, রাজনীতি সচেতন।
তা আমি রাজনৈতিকভাবে সচেতনইত থাকব। অবশ্য এই বিচারে কাদের সিদ্দকীর দলে থেকে পুলক অনুভব করছি। মুজিবের মৃত্যুর পরে জন্ম নিয়েও রাজাকার।
এবারে,
যুদ্ধাপরাধীদের বিচারঃ বাংলাদেশের পালাগান যাত্রাশিল্পে এই যাত্রানাটক উল্লেখযোগ্য জায়গা দখল করে নিয়েছে ইতিমধ্যে।
প্রথমেই এই টার্মের অর্থটা বলে নিই, "জামাত নেতাদের জবাই"
আমরা অনেক শুনেছি - তাদের স্লোগান লাকী, বাপ্পাদিত্য, ছোট ছোট শিশু, এদের মুখে। তারা চায়ও তাই।
ঐসব গাঁজাখোরী তর্ক বিতর্কে যাচ্ছিনা। শুধু এতটুকু বলি, মানুষ হয়েত মানুষের জবাইয়ের দাবী করতে পারিনা। হয়ত আওয়ামী, কিংবা হায়েনা, কিংবা চরমপন্থী বাম দলীয় কেডার ওসব হলে করতাম।
তাই যুদ্ধাপরাধীদের বিচার মানে "জামাত নেতাদের জবাই" চাইনা!!!
ভারত মোহান্ধ আর হিংস্র নাস্তিক্য গোঁড়ারা সে কি চালাকরে বাবা। কিভাবে যে ভুল শব্দের আড়ালে তাদের প্রতিপক্ষকে বাজে অপবাদ দিতে পারে। একেবারে বাংলা অভিধানকেই .... জর্জরিত করে ফেলল।
বিষয়: বিবিধ
১৬০৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন