শিবিরের সভাপতিকে নির্যাতনের জন্য যারা মর্মাহত
লিখেছেন লিখেছেন রক্তলাল ২০ মে, ২০১৩, ০৬:৫৪:৪৬ সন্ধ্যা
বাংলাদেশের বৃহৎ ছাত্র সংগঠণ এবং হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে প্রতিরোধ সৃষ্টিকারী অভ্যুথানের নায়ক শিবিরের সভাপতিকে নিষ্ঠুর আর পাশবিক নির্যাতনের কারণে দেশপ্রেমী তরুণেরা মর্মাহত এবং ক্ষুব্ধ।
আপনাদের এরকম অনুভুতি হওয়াটাই স্বভাবিক। ধৈর্যহারা হয়ে রক্তক্ষয়ী কর্মকান্ডের চিন্তা করা ভুল। যেকোনো স্বৈরাচারের বিরুদ্ধে আন্দলনের অবস্থা এরকমই।
সরকারের এটা ইচ্ছাকৃত উসকানি হতে পারে, শিবিরের কর্মীবাহিনী রাস্তায় বের হলে ধরে নিয়ে বাকী জনশক্তিকে যেন নির্বাচনের আগ পর্যন্ত জেলে রাখা যায়।
এই পিশাচ সরকারের চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আপাতত তাদেরকে সেই সুযোগ করে দেওয়া উচিত।
আর যদি টালবাহানা করে ক্ষমতা আাঁকড়ে ধরে ক্ষমতায় থেকে নির্বাচনের কোনো আত্মবিধ্বংসী কর্মকান্ডের খায়েশ করে তখনই সর্বশক্তি নিয়ে নামতে হবে। এর আগ পর্যন্ত ধৈর্য ধরে সংগঠিত হয়ে যে যেখান থেকে পারেন তৈরী হতে থাকুন।
ক্ষমতা না ছাড়লে তখন যেন তাকে সরাতে সফলতা পাওয়া যায়। অধিক রক্তক্ষয়ের চেয়ে এই স্বৈরাচারকে নিজে থেকে সরে যাওয়ার সুযোগ দেওয়া উচিত।
সবশেষে, যেসব কাপুরুষরা সাঈদীকে নির্যাতন করছে তারা তাদের পরিচয় দিলে ভাল হয় হাসিনার আচলের নীচে লুকিয়ে না থেকে। একজনকে ধরে নিয়ে অন্ধকারে পেটানোতে কোনো বাহাদুরি নাই।
এই আচলের ছায়া বেশীদিন নাও থাকতে পারে।
শিবির যখন আবারো ২৮শে ফেব্রুয়ারীর গণপ্রতিরোধ গড়ে তুলে পুলিশ পেটাবে তখন যেন না বলা হয় রাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাস।
বিষয়: বিবিধ
১১৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন