আওয়ামী লীগের মরণ কামড়

লিখেছেন লিখেছেন রক্তলাল ০৫ মে, ২০১৩, ১১:২৭:০৯ রাত





দুই তিন সপ্তাহ আগে শুরু করা এই সিরিজ পোস্টে বর্ণনা করছিলাম এই সরকারের আচার আচরণ আর তার সাথে স্বৈরাচারীদের পতনের পূর্ব মুহুর্তের মিল।

গতকালের লিখায় বলেছিলাম - "আমরা চাইনা আপনি, কিংবা আপনার সোনাধন পুত্র, বা আপনার উন্মাদ মন্ত্রীদের। চাপাতিলীগের গুন্ডারা আজো হুমকি দিচ্ছে। ওরা কি এখনো টের পায়নি ফটিকছড়ির ব্যাপ্তি।

আমার মনে হয় ওরা জানে, শুধু আপনাকে খুশী করতে কাগুজে বাঘের হুংকার দিচ্ছে। আপনার জন্য ওরা ওদের জীবন দেবেনা।"

মোবারকের শেষদিনগুলোও এরকম ছিল। তার গুন্ডা বাহিনী আক্রমণ করেছিল তাহরীর স্কোয়ারে।

সেনাবাহিনী ঘিরে রেখেছিল। বারবার আলোচনার কথা জানানো হচ্ছিল।

ঠিক সেই কাজগুলোই এখন হচ্ছে।

চাপাতিলীগ পালাবে। পালাবে সরকারের মন্ত্রীরাও।

এখন প্রয়োজন যার যা আছে, মানে না লাঠি সোটা, মানে হল খাবার দাবার, শাপলা চত্বরে মানুষের যা প্রয়োজন তাই নিয়ে সবাই চলে আসা।

আশরাফের মত নান্দুলিম (না হিন্দু না মুসলিম) বলেছে ঢাকায় ঢুকতে দেবেনা - এত বড় স্পর্ধা এই মাকুন্দের।

মখা আবারো গর্ত থেকে বেরিয়েছে। উন্মাদ ইদুরটি আবারো উকি দিয়ে ঝাকুনি তত্ত্ব নিয়ে এলো বুঝি। এবারের ঝাকুনি তার কোমোর ভেংগে দেওয়ার ঝাকুনি টের পাবার পর তার সুর পরিবর্তন করবে ঠিক যেমনটি করেছিল সাগর-রুনির সংবাদ সম্মেলনে।

সরকারের এসব ইদুর মন্ত্রী গুলো এদিক সেদিক উকি ঝুকি দেবে।

ধরা খাওয়ার পর ভে ভে করবে। এরা যেনো পালিয়ে না যেতে পারে সে ব্যাপারে জনগণের সতর্ক দৃষ্টি রাখা উচিত।

এ ব্যাপারে লাস্ট পোস্ট http://www.bdtomorrow.net/blog/blogdetail/detail/3694/rokto_lal/14436#.UYaUn8qhB48

বিষয়: বিবিধ

১০৬০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File