স্বৈরাচার পতনের দিনলিপিঃ হাসিনার পলায়নের ফন্দি

লিখেছেন লিখেছেন রক্তলাল ০৫ মে, ২০১৩, ০৭:৩৮:২৩ সকাল





আমি হাসিনার পতনের আভাস দিয়ে আসছিলাম গত কয়েক সপ্তাহ ধরে।

আপনাকে রকেট সাইন্টিস্ট বা ভবিষ্যৎবক্তা হতে হবেনা তার পতন আঁচ করতে।

আগেও বলেছিলাম হাসিনার তড়পানি আর কাপুনি দেখেই অনেক কিছু আন্দাজ করা যাচ্ছিল।

গত কয়েকদিনে আরো কিছু লক্ষণ স্পষ্ট হয়ে আসছে। নরম হয়ে নিজেকে innocent দাবী করা এর একটি।

আমার ধারণা হাসিনা পালানোর পথ খুজছে। অতি শীঘ্রই তাকে Zia International Airport (যারা নাম চিনছেন না - এর নাম এখন HaSInA - Hazrat Shahjalal International Airport - অনেক চালাকী করে নামটি রেখেছিলেন) এর আশেপাশে ইউ,এস,এ'র উদ্দেশ্যে পালানোর জন্য দেখা যেতে পারে।

জনগণ সতর্ক থাকুন!

মনে রাখবেন তিনি শত তরুণ, যুবকের তাজা রক্তের ধারা বইয়েছিলেন তার পুলিশ লীগ দিয়ে।

তার গুন্ডা লাশের উপর লাফাচ্ছিল, বৃদ্ধের সাদা পবিত্র দাড়ি ধরে টানছিল, আরেক বৃদ্ধের মাথা ফাটিয়ে টেনে হিঁচড়ে নিয়ে গিয়েছিল।

অবুঝ শিশু মেঘের বাবা-মা সাগর রুনির হত্যার বিচার না করে বরং কুৎসিত মন্তব্য করেছিল তার মন্ত্রী। আবার অজুহাত হিসেবে মেঘে'র নাম ব্যবহার করছিল।

এদের পৈশাচিকতায় কেউ বাদ যায়নি।

বাদ যাননি সাঈদী, এই মজলুম তার মা আর ছেলের জানাযা পড়াতে হয়েছিল কয়েক মিনিটের প্যারোলে এসে।

অপমানে গ্রামীন ব্যাংক ছাড়তে হয়েছিল ডঃ ইউনুসের। যেখানে নোবেল প্রাইজ পেয়ে জাতীয় বীরের সন্মান পাওয়ার কথা, সেখানে সরকারের সব মন্ত্রীদের দ্বারা হয়েছেন তিরস্কৃত, যেন এত বড় অর্জন করে পাপ করেছিলেন। নিজ দেশে অপমানের গ্লানি বয়ে বেড়াতে হয়েছে। তাকে তুলনা করা হয়েছে পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসীর সাথে। গালি দেয়া হয়েছে সুদখোর, প্রতারক, অত্যাচারী বলে।

এক সময় অধ্যাপক গোলাম আযমের পা ধরে নির্বাচনী বৈতরণী পার হবার তদবির করলেও, এই বর্ষীয়ান রাজনীতিবীদ, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অনেক ঘটনার সাক্ষীকে কারাগারে রেখে নির্যাতন করছে।

আওয়ামী পিশাচদের হাত থেকে রক্ষা পায়নি শিশু, বৃদ্ধ, কর্মজীবি নারী, কলেজের ছাত্রী, পর্দানসীন মহিলারা।

এখন ভেক ধরে জনতার করুণা চায়।

হাসিনা, এখনই পদত্যাগ করুন, ছাড় পাবেন না। এই জনপদে রক্তের দাগ শুকিয়ে যায়নি, মায়ের অশ্রু থামেনি, স্বজনহারার অপেক্ষা শেষ হয়নি। শোকে ভারী হওয়া অসহায় পিতার বুক এখনো হিম, নিথর। তার নীরব আহাজারি বাংলার বাতাসে ঘুরে বেড়াচ্ছে।

আমরা চাইনা আপনি, কিংবা আপনার সোনাধন পুত্র, বা আপনার উন্মাদ মন্ত্রীদের। চাপাতিলীগের গুন্ডারা আজো হুমকি দিচ্ছে। ওরা কি এখনো টের পায়নি ফটিকছড়ির ব্যাপ্তি।

আমার মনে হয় ওরা জানে, শুধু আপনাকে খুশী করতে কাগুজে বাঘের হুংকার দিচ্ছে। আপনার জন্য ওরা ওদের জীবন দেবেনা।

ভারত কার্ড খেলার চেষ্টা করবেন না। ভারত চাইবেনা তাদের বিরোধী মনোভাব আরো চাংগা হোক বাংলাদেশে।

আপনাকে ৫ বছর সহ্য করা হয়েছে। কিন্তু উল্টো জনতার টুটি চেপে ধরেছেন। এখন কান্নাভরা কন্ঠে বলছেন আপনি rigid ছিলেন না।

আপনাকে বিদায় হে হাসিনা, গজে চড়ে কিংবা প্লেইনে চড়ে যেখানে আশ্রয় পান চলে যান।

এই বাংলার জনগণ আপনাকে হাতের নাগালে পেলে টেনে হিঁচড়ে অন্তত বিচারের কাঠগড়ায় দাড় করাবে, এ' ব্যাপারে নিশ্চিত থাকুন।

আর যদি কাঠগড়ায় দাড়াতেই হয় আপনার কর্মের বোঝা কত বড় আর কত ভারী সে ব্যাপারে খেয়াল রাখবেন।

এখানে হাসিনার পতন সিরিজ পোস্টের আগের পোস্ট http://www.bdtomorrow.net/blog/blogdetail/detail/3694/rokto_lal/14298#.UYW3m8qhB48

বিষয়: বিবিধ

১৩০৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File