ব্যাংক ডাকাতদের নাকি সৎ আর্মি অফিসারকে choose করব? বিবেক কি বলে?

লিখেছেন লিখেছেন রক্তলাল ২৯ এপ্রিল, ২০১৩, ০৯:১৬:২৮ রাত

অন্য পোস্টে মন্তব্য দিতে গিয়ে মনে করলাম মেইনে শেয়ার করি।

----

ছোটবেলায় আমাদের মুখে বুলি তুলে দেওয়া হত, "গোলাম আযম, সাঈদী - বাংলার ঈহুদী।"

আস্তে আস্তে জানতে পারলাম - গোলাম আযম শুধু অধ্যাপক ছিলেননা, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের জিএস ছিলেননা।

প্রত্যেকটি গণঅধিকার আন্দোলনে গুরুত্বপুর্ণ সক্রিয় ভূমিকা রেখেছেন।

সাঈদী মানুষকে কোরান সম্পর্কে সচেতন করতে দিনরাত পরিশ্রম করেছেন। তিনি কোনো অপকর্মে জড়িত ছিলেন না।

অপরদিকে ওনাদের বিরোধীরা সন্ত্রাসী, চাদাবাজী, দুর্নীতি, ঘুষ, এসবে ডুবে আছে।

মুজিবের পরিবারের কুকর্ম সবাই জানে। ফিরিস্তি না টানলাম, অপরদিকে অধ্যাপক আযম সাহেবের প্রত্যেক ছেলে দেশের জন্য গঠণমূলক অবদান রেখে যাচ্ছেন।

কাকে choose করব? বিবেক কি বলে?

বিষয়: বিবিধ

১৬৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File