যাদুর কাঠির নর্তন কুর্দন; মখা স্টাইল।
লিখেছেন লিখেছেন রক্তলাল ২৯ এপ্রিল, ২০১৩, ১২:৩১:৩৫ রাত
যাদুর কাঠি নামের এক আওয়ামী নিবেদিত প্রাণ তার একটি পোস্টে নানা নর্তন কুর্দন করে প্রায় একটা বই লিখে বুঝানোর চেষ্টা করেছেন রানা বিএনপির চেলা!
ভাই বুঝলাম রানা বিএনপির।
রানা যুবলীগের হতেই পারেনা। কারন যুবলীগের লোকজনকে বাংলাদশের মানুষ ফেরেশতা হিসাবে জানে এবং মানে।
ছাত্রলীগকে মানুষ চিনে ফুলের মত চরিত্রের নিষ্পাপ শিশু হিসাবে।
বাংলাদেশের কোন অপরাধী আওয়ামী গুন্ডা হতেই পারেনা, অবিশ্বাস্য।
এত কষ্ট করে ঠাকুমার গল্প শুনিয়ে আমাদেরকে কনভিন্স করতে হবেনা।
মুরাদ জং আর রানাকে ফাসির কাষ্ঠে ঝুলিয়ে দিলেই আমরা আর কিছু জানতে চাইবনা।
বেচারা যাদুর কাঠি।
কত কষ্ট করেই এত বিশাল ফিরিস্তি টানল মখা, হাসিনা, চাপাতিলীগ আর আওয়ামী গুন্ডাপান্ডাদের নিষ্পাপ প্রমাণ করতে।
অথচ আমরা কত কুটিল, যাদুর কাঠির বিশাল দস্তাবেজ প্রত্যাখ্যান করছি, কত বেরসিক!
যাদুর কাঠি, নিজেকে হাস্যকর প্রমাণ করতে মখার তরিকাই বেছে নিলেন?
হানিফ সংকেত, হাবা হাসমত, দিলদার, রবিউল, টেলিসামাদ তাদেরকে follow করতে পারতেন। এমনকি গোপালভাঁড়। এদের সবাইকে রেখে মখার মত পাগলকে বেছে নিলেন? ছি:
বিষয়: বিবিধ
১৪৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন