জনপ্রিয়তা অর্জনের জন্য অন্যের লেখা নিজের জন্য চালানো ঠিক?
লিখেছেন লিখেছেন ইকুইকবাল ০৫ মার্চ, ২০১৪, ০১:০৪:০৯ রাত
গুলেন আন্দোলন
সম্পর্কে জানতে গিয়ে দেখি এই ব্লগে একজন জনপ্রিয় ব্লগার অন্য এক ব্লগ থেকে অন্য জনের লেখা নিজের নামে চালিয়ে দিয়েছেন। আসলে এটি নিজের বিবেকে যদি বাধা না দেয় তাহলে কি আর করা। যাই হোক আমি ফেতুল্লা গুলান ও তার আন্দোলন সম্পর্কে বিস্তারিত জানতে চাই। আসুন সবাই লিংক শেয়ার করি তাহলে সবার জন্য উপকার হবে আশা করি।
যে কে উ কার্যকর দৃষ্টিভঙ্গি দিয়ে ধৈর্য্য সহকারে সকল প্রতিবন্ধকতা অতিক্রম করতে পারলেই আমাদেন নিজের জিবনে সাফল্য আসবে বলে মনে করি। সুতরাং আমাদের উন্নতির জন্য ও ব্যর্থ না হওয়ার জন্য এখনই সংশোধন হওয়া উচিত। বর্তমান জামানা হচ্ছে ডিজিটাল। সুতরাং দুইনাম্বারি করে কারো পার পেয়ে যাওয়া ন্যূনতম সুযোগ নেই
বিষয়: বিবিধ
১৩৫৪ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যাই হোক আপনি ঠিক বলেছেন। এটি কারো বুঝে আসবেনা আসার কথাওনা?
যদি সত্যিই লেখাটি চুরি করে হুবহু কপি পেস্ট করে নিজের নামে চালিয়ে দেয়া হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া জরুরী।
সেই সময়ে দুইবার তো অন্তত বলা যায় আল্লাহ আমাকে কবুল করুন।
তবে অনেকে আছেন নিজের নাম এবং ছদ্ম নামে ব্লগে আসেন।
তাই একি লেখার ব্যাক্তি দুইটি নিকে লেখা চালাতে পারে।
আল্লাহই ভালো জানেন।
একদম বাজে কাজ এটা।
মন্তব্য করতে লগইন করুন