মাসিক বিক্রমপুর একটি সাহিত্য ম্যাগাজিন
লিখেছেন লিখেছেন ইকুইকবাল ০৬ ফেব্রুয়ারি, ২০১৪, ০১:০০:৫৩ রাত
মাসিক বিক্রমপুর একটি সৃজনশিল পত্রিকা। এখানে আপনার রচিত গল্প, কবিতা, ছড়া, রম্য রচনা, সায়েন্স ফিকশন, কৌতুক, ধাঁধাঁ, রহস্যময় লেখা, ভ্রমণ কাহিনী, নাটক, উপন্যাস, প্রতিবেদন, ফিচার, কলাম, প্রবন্ধ, নিবন্ধ, স্বাস্থ্য তথ্য, নদী-পরিবেশ তথ্য, লাইফস্টাইল, স্মরণ, ব্যক্তিত্ব, ইতিহাস-ঐতিহ্যসহ যে কোন বিষয় লেখা পাঠানোর সুযোগ রয়েছে। আমরা এবার ১৪-২১ ফেব্রুয়ারি সংখ্যা বের করব বন্ধুরা যারা লেখালেখি করতে ইচ্ছুক দ্রুত পাঠিয়ে দিন। অথবা Group এ পোস্ট করলেও গ্রহণ করা হবে। এখানে আপনার যা অনুভূত হল তা ব্যক্ত করতে পারেন। সেটিও আমরা প্রকাশ করব।
যার লেখা যে সংখ্যায় প্রকাশিত হবে, সেই সংখ্যা তার কাছে ফ্রি পাঠানো সু ব্যবস্থা রয়েছে। অথবা ঢাকায় আমাদের পত্রিকা পাওয়া যায়।
ইকবাল হোছাইন ইকু FB ID
ব্যবস্থাপনা সম্পাদক
০১৯২০১৪৪৮৩৪
বিষয়: সাহিত্য
১২৯০ বার পঠিত, ২৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এভাবে এদেশের প্রতিটি জেলায় জেলায় প্রকাশনা ও পত্রিকার জোয়ার উঠুক। নবীন লেখক তৈরীর জন্য এই ধারা অত্যন্ত প্রয়োজন।
ঠিকানাতো গুলিস্তানেরটা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ ।
ভাইয়া ফকিরেরপুলেরটা কোথায় ? দোকান?
সত্যিই লেখক এবং পাঠক আগ্রহ পাবে।
http://www.banglapost24.com/archives/263161
http://www.munshiganjtimes.com/মাসিক-বিক্রমপুরের-লেখক-স/
http://www.banglapost24.com/archives/263161
http://www.munshiganjtimes.com/মাসিক-বিক্রমপুরের-লেখক-স/
১৪-২১ february nia lekho
এই কামনাই করি।
অনেক অনেক শুকরিয়া প্রিয় ভাইয়া।
শুনে মনটা বেশ ভালো হয়ে গেলো।
ভাইয়া কোন বিষয়ের উপর লিখবো?
বিষয়টা আপনি নির্বাচন করে দিলেই লিখার চেষ্টা করতাম।
আপনার সহোযোগীতা কাম্য ইকবাল ভাইয়া।
মন্তব্য করতে লগইন করুন