মাসিক বিক্রমপুর একটি সাহিত্য ম্যাগাজিন

লিখেছেন লিখেছেন ইকুইকবাল ০৬ ফেব্রুয়ারি, ২০১৪, ০১:০০:৫৩ রাত



মাসিক বিক্রমপুর একটি সৃজনশিল পত্রিকা। এখানে আপনার রচিত গল্প, কবিতা, ছড়া, রম্য রচনা, সায়েন্স ফিকশন, কৌতুক, ধাঁধাঁ, রহস্যময় লেখা, ভ্রমণ কাহিনী, নাটক, উপন্যাস, প্রতিবেদন, ফিচার, কলাম, প্রবন্ধ, নিবন্ধ, স্বাস্থ্য তথ্য, নদী-পরিবেশ তথ্য, লাইফস্টাইল, স্মরণ, ব্যক্তিত্ব, ইতিহাস-ঐতিহ্যসহ যে কোন বিষয় লেখা পাঠানোর সুযোগ রয়েছে। আমরা এবার ১৪-২১ ফেব্রুয়ারি সংখ্যা বের করব বন্ধুরা যারা লেখালেখি করতে ইচ্ছুক দ্রুত পাঠিয়ে দিন। অথবা Group এ পোস্ট করলেও গ্রহণ করা হবে। এখানে আপনার যা অনুভূত হল তা ব্যক্ত করতে পারেন। সেটিও আমরা প্রকাশ করব।

যার লেখা যে সংখ্যায় প্রকাশিত হবে, সেই সংখ্যা তার কাছে ফ্রি পাঠানো সু ব্যবস্থা রয়েছে। অথবা ঢাকায় আমাদের পত্রিকা পাওয়া যায়।

ইকবাল হোছাইন ইকু FB ID

ব্যবস্থাপনা সম্পাদক

০১৯২০১৪৪৮৩৪

বিষয়: সাহিত্য

১২৯০ বার পঠিত, ২৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

173537
০৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:০৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ইনশা আল্লাহ লেখা পাঠিয়ে দেব
০৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:০৮
127072
ইকুইকবাল লিখেছেন : ধন্যবাদ বিশিষ্ট ব্লগার সাহেব। আশায় রইলাম।
173538
০৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:১০
অন্য চোখে লিখেছেন : ধন্যবাদ মাসিক বিক্রমপুরকে আমাদের সাহিত্য অংগনে অবদান রাখার মানসে যথাসাধ্য চেষ্টা করার জন্য, আর ব্লগারদেরও একটা প্লাটফর্ম হতে পারে পত্রিকাটা, ব্লগার রা যদি এগিয়ে আসে ভাল ভাল লিখা নিয়ে তাহলে বিক্রমপুর আর ব্লগার উভয়েরই মান বাড়বে বলে মনে হয়, আর একটা অনুরোধ যারা কিনে পড়ার উপায় আছে, তার মানে হাতের কাছে কিনতে পারবেন তারা অবশ্যই কিনে পড়বে, তাতে করে বিক্রমপুর দীর্ঘমেয়াদী হবে, দামটাও বেশী নয় আমরা চাইলে কিনে পড়তে পারি, বিনমূল্যে পেলে অনেকসময় অবহেলা চলে আসতে পারে
০৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:১২
127073
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ব্লগারদেরও একটা প্লাটফর্ম হতে পারে পত্রিকাটা ,সহমত ।Good Luck
০৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:২৬
127084
ইকুইকবাল লিখেছেন : ঠিক বলেছেন ভাইজান। সিবিএফ এর সমস্ত সংবাদ এই পত্রিকাটিতে প্রকাশিত হয়ে থাকে নিয়মিত। গুলিস্তান থেকেও পুরাতন সব পত্রিকা পাওয়া যায়। ধন্যবাদ
173540
০৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:১৩
মাই নেম ইজ খান লিখেছেন : শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ।

এভাবে এদেশের প্রতিটি জেলায় জেলায় প্রকাশনা ও পত্রিকার জোয়ার উঠুক। নবীন লেখক তৈরীর জন্য এই ধারা অত্যন্ত প্রয়োজন।
০৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:২৪
127081
ইকুইকবাল লিখেছেন : ঠিক বলেছেন প্রকাশক, সুসাহিত্যিক, বুদ্ধিবৃত্তির আন্দোলনের অগ্রপথিক, আমার প্রিয় ভাই উৎসাহমূলক মন্তব্য করার জন্য আপনাকে বি বলে প্রতি মন্তব্য করব তার জন্য আমার কাচা হাতটি নিশপিশ করছে। তবে আপনার সাথেই আছি। ধন্যবাদ মন্তব্য করার জন্য। আর খুব দ্রুতই আপনার দিদার লাভ হবে আশা রাখি
173541
০৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:১৩
আহমদ মুসা লিখেছেন : ইনশায়াল্লাহ এই পত্রিকার মাধ্যমে আমরা নতুন কিছু শিখতে পারবো, নতুন কিছু জানতে পারবো বলে আশা করছি। চট্টগ্রামে এই পত্রিকা পাওয়া গেয়ে সংগ্রহ করার চেষ্টা করবো।
০৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:২৮
127085
ইকুইকবাল লিখেছেন : প্রতিনিধি দেন। তখন পাওয়া যাবে। তাছাড়া লেখকদের কাছে সৌজন্য সংখ্যা পৌছে যাবে
173560
০৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:৩৮
আবু তাহের মিয়াজী লিখেছেন : শেয়ার করার জন্য মোবারাকবাদ। শুভকামনা থাকলো।
০৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৩২
127307
ইকুইকবাল লিখেছেন : আপনাকে দেখার খুব ইচ্ছে
173589
০৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:১৬
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : রাহ'বার এর লেখা কই? Hypnotised Hypnotised
০৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৩৪
127308
ইকুইকবাল লিখেছেন : সুর্যর পাশে হারিকেন হলে দেখা যাবেনা কিন্তু?
173604
০৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৩৪
আওণ রাহ'বার লিখেছেন : আমি ইনশাআল্লাহ পত্রিকা সংগ্রহ করবো।
ঠিকানাতো গুলিস্তানেরটা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ ।
ভাইয়া ফকিরেরপুলেরটা কোথায় ? দোকান?
সত্যিই লেখক এবং পাঠক আগ্রহ পাবে।
০৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:২৩
127993
ইকুইকবাল লিখেছেন : http://www.bdreport24.com/archives/46404
http://www.banglapost24.com/archives/263161
http://www.munshiganjtimes.com/মাসিক-বিক্রমপুরের-লেখক-স/
১৪-২১ february nia lekho
173605
০৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৩৫
আওণ রাহ'বার লিখেছেন : মাসিক বিক্রমপুর এগিয়ে যাক বহুদুর।
এই কামনাই করি।
০৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৩৫
127309
ইকুইকবাল লিখেছেন : ফেব্রুয়ারিতে তোমার লেখা থাকবে। আরও একটি লেখা দাও ছোট করে ভাইজান।
০৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:০৬
127379
আওণ রাহ'বার লিখেছেন : আলহামদুলিল্লাহ ।
অনেক অনেক শুকরিয়া প্রিয় ভাইয়া।
শুনে মনটা বেশ ভালো হয়ে গেলো।
ভাইয়া কোন বিষয়ের উপর লিখবো?
বিষয়টা আপনি নির্বাচন করে দিলেই লিখার চেষ্টা করতাম। Good Luck Good Luck
০৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:০৯
127385
আওণ রাহ'বার লিখেছেন : Good Luck লিখার বিষয়টা পেলেই লিখা শুরু করে দেবো ইনশাআল্লাহ Good Luck
আপনার সহোযোগীতা কাম্য ইকবাল ভাইয়া।
173672
০৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৫৪
সিকদারর লিখেছেন : ইকু ভাই লেখা পাঠাইয়া দিলাম । দোয়া করবেন।
০৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৩৬
127310
ইকুইকবাল লিখেছেন : আপনার মেইল পেয়েছি।
১০
173681
০৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:০৮
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : খুব ভালো মানের মাসিক সাহিত্য ম্যাগাজিন। শুভ কামনা ।
০৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৩৭
127311
ইকুইকবাল লিখেছেন : কালকে দেখা হবে?
১১
175526
১০ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:২৯
সায়িদ মাহমুদ লিখেছেন : চারদিকে স্তুতি মূলক ইয়ালো ম্যাগাজীনের ভিড়ে এমন একটি ডানপন্থি ম্যাগাজীন এসেছে জেনে সত্যিই আনন্দ লাগছে। ইকু ভায়ের জন্য আন্তরিক দোয়া রইলো সব সময়ের জন্য।
১০ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:০৮
128780
ইকুইকবাল লিখেছেন : এই লোক এত মানুষের ভিরে এত ধীরে চলে আসছে জেনে ভালই লাগল। ধন্যবাদ সায়িদ ভাই। ভাল থাকবেন
১২
189963
১০ মার্চ ২০১৪ দুপুর ০২:২৭
সায়িদ মাহমুদ লিখেছেন : ভাল থাকবেন আপনিও।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File