আগামী ৮ তারিখ শনিবার Masik Bikrampur এর লেখক সম্মেলন!!! জানুয়ারি সংখ্যায় যাদের লেখা প্রকাশিত হল
লিখেছেন লিখেছেন ইকুইকবাল ০৩ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:৫১:১৩ রাত
বিক্রমপুরের ঐতিহ্যবাহি পত্রিকা মাসিক বিক্রমপুরের লেখক সমাবেশের অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক ও কলাম লেখক যিনি ২০১১ সালে বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট এর প্রেসিডেন্ট শাহ আলমগির এর সাথে সাংবাদিকদের ট্রেনিং দেয়ার জন্য ট্রেইনার হিসেবে মুন্সিগঞ্জে এসেছিলেন M Jahirul Islam বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক ও কলামিস্ট বুদ্ধিবৃত্তিক তৎপড়তার কাগজ জবান পত্রিকার সম্পাদক Rezaul Karim Rony আমার বন্ধু, কবি, গল্পকার, ছড়াকার, শিল্পী, নাট্যকার, গায়ক ও সাংবাদিক Abid Azam । তাছাড়া বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক, মাসিক ও অনলাইন পত্রিকার সম্পাদকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্র-ছাত্রী, লেখক-লেখিকা, বিভিন্ন গ্রুপ-পেইজ-ব্লগসাইটের এডমিন, ব্লগার, সাংবাদিক ও সাহিত্যক উপস্থিত থাকবেন।
পত্রিকার সম্পাদক সৈয়দ মাহমুদ হাসানের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা সম্পাদক ইকবাল হোছাইন ইকুর পরিচালনায় লেখক সম্মেলনটি পত্রিকার অফিস মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ৩ টায় অনুষ্ঠিত হবে।
আমাদের পত্রিকার পাঠক, লেখক ও লেখিকাদের সংবাদটি শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি।
মাসিক বিক্রমপুর জানুয়ারি সংখ্যায় যাদের লেখা প্রকাশিত হল।
১.আমাজান অরণ্য ও নদী রহস্যঘেরা এক সবুজ পৃথিবী- সৈয়দ টিপু সুলতান
২.হারিয়ে যাচ্ছে শীতের পাখি-এস এন সুমা
৩.সেই আমি-আবুল কাশেম লস্কর
৪.নতুন সরকারের পথ চলা সুগম করতে চাই জন প্রত্যাশার বাস্তবায়ন-মোস্তাফিজ বুলবুল
৫.এম আর রাসকিন (স্মরণ)-মাহমুদুর রহমান টিপু
৬.মাওলানা আব্দুল খালেক র.(ব্যক্তিত্ব)- Shaidul Islam
৭.আন্দোলন উন্নয়নে গণমাধ্যম ও সাংস্কৃতিক কর্মী- Mahbub Alom Joy
৮.মোড়ল ও একটি ভূত- Sumaiya Barkatullah
৯.রাজার উত্তরসূরী নির্বাচন- শিহাব মাহমুদ রাকিব
১০.এলিয়েনের সঙ্গে বসবাস- ভোরের শালিক
১১.এলোমেলো ভাবনা - Kazi Jubair Mahmud
১২.নানার বাড়ি - জনি হোসেন কাব্য
১৩.প্রতিচ্ছবি- Barshan Muhammod
১৪.ভাতে মরা ছড়া- বাক প্রবাস
১৫.শীতের সকাল- Mehedi Hasan Hemal
১৬.কিছু মজার তথ্য- আবুল বারাকাত
১৭.নষ্টের পথে- A K Azad Fahim
স্থানীয় সাংবাদিকদের মধ্যে শেখ রাসেল ফখরুদ্দীন, বন্ধু , Kousik Hasan , JR Jubaer , Rifat Hasan Sayet ইত্যাদি।
বিষয়: সাহিত্য
১৪৪৬ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্রচ্ছদটা কি ইদ্রাকপুর দুর্গ। বর্তমানে বোধহয় কারাগার।
এগিয়ে যান...
ভাইয়া গুলিস্তান এ পত্রিকাটি কোন দোকানে পাওয়া যাবে?
দোকানের নামটা হলে অনেক ভালো হতো।
সফল হোক আপনাদের লেখক সম্মেলন।
মন্তব্য করতে লগইন করুন