আগামী ৮ তারিখ শনিবার Masik Bikrampur এর লেখক সম্মেলন!!! জানুয়ারি সংখ্যায় যাদের লেখা প্রকাশিত হল

লিখেছেন লিখেছেন ইকুইকবাল ০৩ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:৫১:১৩ রাত



বিক্রমপুরের ঐতিহ্যবাহি পত্রিকা মাসিক বিক্রমপুরের লেখক সমাবেশের অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক ও কলাম লেখক যিনি ২০১১ সালে বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট এর প্রেসিডেন্ট শাহ আলমগির এর সাথে সাংবাদিকদের ট্রেনিং দেয়ার জন্য ট্রেইনার হিসেবে মুন্সিগঞ্জে এসেছিলেন M Jahirul Islam বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক ও কলামিস্ট বুদ্ধিবৃত্তিক তৎপড়তার কাগজ জবান পত্রিকার সম্পাদক Rezaul Karim Rony আমার বন্ধু, কবি, গল্পকার, ছড়াকার, শিল্পী, নাট্যকার, গায়ক ও সাংবাদিক Abid Azam । তাছাড়া বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক, মাসিক ও অনলাইন পত্রিকার সম্পাদকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্র-ছাত্রী, লেখক-লেখিকা, বিভিন্ন গ্রুপ-পেইজ-ব্লগসাইটের এডমিন, ব্লগার, সাংবাদিক ও সাহিত্যক উপস্থিত থাকবেন।

পত্রিকার সম্পাদক সৈয়দ মাহমুদ হাসানের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা সম্পাদক ইকবাল হোছাইন ইকুর পরিচালনায় লেখক সম্মেলনটি পত্রিকার অফিস মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ৩ টায় অনুষ্ঠিত হবে।

আমাদের পত্রিকার পাঠক, লেখক ও লেখিকাদের সংবাদটি শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি।

মাসিক বিক্রমপুর জানুয়ারি সংখ্যায় যাদের লেখা প্রকাশিত হল।

১.আমাজান অরণ্য ও নদী রহস্যঘেরা এক সবুজ পৃথিবী- সৈয়দ টিপু সুলতান

২.হারিয়ে যাচ্ছে শীতের পাখি-এস এন সুমা

৩.সেই আমি-আবুল কাশেম লস্কর

৪.নতুন সরকারের পথ চলা সুগম করতে চাই জন প্রত্যাশার বাস্তবায়ন-মোস্তাফিজ বুলবুল

৫.এম আর রাসকিন (স্মরণ)-মাহমুদুর রহমান টিপু

৬.মাওলানা আব্দুল খালেক র.(ব্যক্তিত্ব)- Shaidul Islam

৭.আন্দোলন উন্নয়নে গণমাধ্যম ও সাংস্কৃতিক কর্মী- Mahbub Alom Joy

৮.মোড়ল ও একটি ভূত- Sumaiya Barkatullah

৯.রাজার উত্তরসূরী নির্বাচন- শিহাব মাহমুদ রাকিব

১০.এলিয়েনের সঙ্গে বসবাস- ভোরের শালিক

১১.এলোমেলো ভাবনা - Kazi Jubair Mahmud

১২.নানার বাড়ি - জনি হোসেন কাব্য

১৩.প্রতিচ্ছবি- Barshan Muhammod

১৪.ভাতে মরা ছড়া- বাক প্রবাস

১৫.শীতের সকাল- Mehedi Hasan Hemal

১৬.কিছু মজার তথ্য- আবুল বারাকাত

১৭.নষ্টের পথে- A K Azad Fahim

স্থানীয় সাংবাদিকদের মধ্যে শেখ রাসেল ফখরুদ্দীন, বন্ধু , Kousik Hasan , JR Jubaer , Rifat Hasan Sayet ইত্যাদি।

বিষয়: সাহিত্য

১৪৪৬ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

172648
০৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৫৫
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : চালিয়ে যান
০৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:২২
126299
ইকুইকবাল লিখেছেন : ধন্যবাদ উৎসাহ উদ্দিপণা জোগানোর জন্য
172657
০৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:০৭
বাকপ্রবাস লিখেছেন : ভাতে মরা ছড়া- বাক প্রবাস কি মজা! কি মজা! আমিও আছি
০৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:২২
126300
ইকুইকবাল লিখেছেন : অনেক মজা তাইনা দোস্ত?
172672
০৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৩৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগল
প্রচ্ছদটা কি ইদ্রাকপুর দুর্গ। বর্তমানে বোধহয় কারাগার।
০৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৪২
126306
ইকুইকবাল লিখেছেন : হুম। আপনি দেখি সবই জানেন? কোথায় আছেন কোথায় থাকেন? ঢুকেন
০৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:২৫
126382
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সবজান্তা! তাই বেকার।
172697
০৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৫১
ভিশু লিখেছেন : খুব ভালো লাগ্লো...Happy Good Luck
এগিয়ে যান... Loser Loser Loser
Praying Praying Praying
০৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:০২
126359
ইকুইকবাল লিখেছেন : ধন্যবাদ ভিশু ভাই। আপনার মন্তব্যও খুব খ্রাপ লাগে নাই কিন্তু!!! আপনার সহযোগিতা একান্ত কাম্য
172757
০৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:০২
আওণ রাহ'বার লিখেছেন : ভালো লাগলো ভাইয়া Good Luck Good Luck Good Luck অনেক ধন্যবাদ Good Luck Good Luck
ভাইয়া গুলিস্তান এ পত্রিকাটি কোন দোকানে পাওয়া যাবে?
দোকানের নামটা হলে অনেক ভালো হতো।
০৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৪০
126707
ইকুইকবাল লিখেছেন : নামের দরকার নেই। তুমি বাস স্ট্যান্ডে দেখবে একটি দোকান আছে গোলাপ শাহ শয়তানের মাজারের সাথে। একসাথেই কয়েকটি দোকান যেটি দেখবে বড় ফুটপাত নয় সেটিই। আর তোমার নাম্বার দাও আমি কথা বলব। কাল ঢাকায় আসব আমাকে কল দিও ০১৯২০১৪৪৮৩৪ । পারলে সকালে দিও যদি তুমি দেখা করতে চাও তাহলে তোমার জন্য আমি নিয়ে আসব। তোমার কিনার ঝামেলা থেকে মুক্ত হবে।
172768
০৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:০৮
আবু আশফাক লিখেছেন : প্রচ্ছদটা ভালো লাগলো।
সফল হোক আপনাদের লেখক সম্মেলন। Rose Rose
172779
০৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:২৪
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আমি কই????? At Wits' End At Wits' End At Wits' End Happy] Happy] Happy]
০৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৪১
126708
ইকুইকবাল লিখেছেন : আপনার লেখাটি বড় তাই ফাইনাল পর্বে বাদ গেছে। ফেব্রুয়ারির জন্য জমা আছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File