নাস্তিক, মোরতাদ, সুশীল, বুদ্দিজীবী, মানবাধিকার ও কবি যেখানে নিরব

লিখেছেন লিখেছেন ইকুইকবাল ০৬ সেপ্টেম্বর, ২০১৩, ১০:০৭:৩২ সকাল

প্রধানমন্ত্রী কেন হিজাব পড়ে তসবীহ হাতে নিয়েছেন?

ধর্মীয় রীতি-নীতির কারণে আইডিয়াল স্কুল ত্যগ করা ঐশী কেন কোর্টে উঠেছিল বোরকা পরে?

তছলীমা নাসরীন কেন বোরকা পড়েছেন?

মুন্নি সাহা কেন হিজাব পড়েছিলেন?

বোরকার বিরোদ্ধে আজীবন লড়াই করা তসলিমা নাসরিন তার লেখা বই 'খ' এর তথ্য মতে জীবনে অন্তত দু'বার বোরকা পরেছেন।

১. জামিনের জন্য কোর্টে উঠার সময় ও

২. গোপণে দেশত্যগের জন্য এয়ারপোর্ট যাতায়াতের সময়।

যদি প্রশ্ন করা হয়, বোরকার বিরোদ্ধে সংগ্রাম করা লোকেরা আবার বোরকা কেন পড়লেন?

হিজাবের বিরুদ্ধে আন্দোলন কারীরা কেন হিজাব পড়লেন?

নিশ্চই জবাব আসবে:- নিরাপত্তার জন্য।

বিস্ময়ের ব্যাপার হলো, এই একই কারণে (নিরাপত্তা ও আত্মরক্ষার জন্য) যখন নারীকে বোরকা পরতে বলে ইসলাম, তখন তারা এটাকে বর্বর, মধ্যযুগীয়, হাস্যকর ও আরবের পোষাক বলে তিরষ্কার করে।

যতদিন পর্যন্ত ধর্মীয় অনুশাসন মেনে চলা না হবে ততদিন নারীরা স্বাধীনতা পাবেনা। ধর্ষণ, ইভটিজিং ও এইচ আইভি বন্ধ হবেনা। তাই আসুন যার যার ধর্মীয় অনুশাসন মেনে চলি।

ধর্মিয় খেত্রে সংকর জাতিরা পন্ডিত ঠিকই কিন্তু তার আগে মুর্খ যোগ হবে।

তাদের যুক্তি দেখলে কে না হাসবে। হাহ হা

বিষয়: বিবিধ

১১৮১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File