কমিউনিটি ব্লগার্স ফোরাম আপনাকে কি দেবে ? -ইকবাল হোছাইন ইকু ও মুজতাহিদ বাপ্পী
লিখেছেন লিখেছেন ইকুইকবাল ২৩ আগস্ট, ২০১৩, ০৯:২১:৫১ সকাল
১. ব্লগিং জগতে যারা দেশপ্রেমিক, আস্তিক, সচ্চরিত্র, নিষ্ঠাবান, ব্যাক্তিত্ব ও রুচিবোধসম্পন্ন তাদের সাহযোগিতা।
২. বাংলাদেশের স্বাধীনতা ও সাংস্কৃতিক মূল্যবোধ রক্ষার্থে গঠনমূলক সামাজিক কর্মকান্ডের সুযোগ ।
৩. অসুস্থ সংস্কৃতিচর্চা ও অশালীন পরিবেশ থেকে তরুণ সমাজকে ফিরিয়ে রাখতে সুস্থধারার সাংস্কৃতিক প্রতিভা বিকাশের সুযোগ ।
৪. বিশেষ ইস্যুতে সংগঠিত হয়ে মতপ্রকাশের সুযোগ ।
৫. গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে ও হলুদ সাংবাদিকতার বিপক্ষে দৃঢ় অবস্থান ।
৬. নির্যাতিত যে কোন ব্লগার, অনলাইন এক্টিভিস্ট, গণমাধ্যম কর্মী, মানবাধিকার কর্মী, সাংবাদিক, সাহিত্যিক ও নিরীহ জনগোষ্ঠীর পক্ষে অবস্থান ।
৭. স্পষ্ট নৈতিক অবস্থান থেকে দেশদ্রোহী ও ষড়যন্ত্রকারী অপশক্তির বিরুদ্ধে অবস্থান গ্রহণ ।
৮. জনবিরোধী রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি, তল্পীবাহ ও কুশিলবের ভূমিকা গ্রহণকারী ভুঁইফোড়দের ব্যাপারে সতর্ক থাকার সুযোগ ।
৯. আমাদের প্রিয় দেশমাতৃকা ও অধিকাংশ দেশবাসীর ধর্মীয় পরিচয় ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্রের প্রতিবাদের জন্য সংঘবদ্ধ থাকার মাধ্যম ।
১০. সুন্দর ভবিষ্যতের প্রয়োজনে ছাত্র ও যুবসমাজের সকল ন্যায়ানুগ দাবি-দাওয়া আদায়ে বলিষ্ঠ ভূমিকা পালনের একটি নিঃস্বার্থ প্লাটফর্ম ।
১১. সর্বোপরী মানবতাবাদ এবং বিবেকের প্রতি দায়বদ্ধতা থেকে লেখালেখি ও মুক্ত চিন্তা করার ক্ষেত্র ।
অতএব, আর দেরী কেন ? নিজেকে ভ্রান্তির বেড়াজাল থেকে মুক্ত করে ন্যায়পন্থী জীবনযাপন করার প্রয়োজনে সাহসের এই প্রাঙ্গনে আপনাকে জানাই সাদর আমন্ত্রণ ।
-সদস্য, কমিউনিটি ব্লগারস ফোরাম (সিবিএফ), কেন্দ্রীয় কমিটি
বিষয়: বিবিধ
১৩৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন