মহা ঐক্যের ডাক!!!
লিখেছেন লিখেছেন ইকুইকবাল ২২ আগস্ট, ২০১৩, ০৫:২৪:২১ বিকাল
আজ আমরা ব্যক্তিগতভাবে যত জনপ্রিয়ই হই, যদি ঐক্য না থাকে সবার মাঝে তাহলে ড. ইউনূসের মত ব্যক্তিদের লাঞ্ছনার শিকার হতেই হবে। জাতিগত বিভেদের কারণে প্রাকৃতিক সম্পদে ভরপুর লাইবেরিয়া ধ্বংস্তুপে পরিণত হয়েছে। অন্যদিকে জাতিগত ঐক্যের কারণে মালয়শিয়ার মত দেশ আজকে উন্নতির চরম শিখরে পৌঁছার অবস্থায়। আমাদের মাঝে বিভেদ ও অনৈক্যের কারণে শতাব্দীর শ্রেষ্ঠ তথ্য সন্ত্রাসের শিকার আদিলুর রহমান-মাহমুদুর রহমান। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, জাতিগত অনৈক্যের কারণে ফেলানী হত্যাকান্ড, বিডিয়ার হত্যাকান্ড, রানা প্লাজা ট্রাজেডি, ২৮ শে অক্টবর, ২৮ শে ফেব্রুয়ারী, ৫-৬ মের ঘটনা, রামুতে ধ্বংসাত্মক কর্মকান্ড, বিভিন্ন মন্দির ও শহীদ মিনার ভাংচুর সব একই ষড়যন্ত্রের সূত্রে গাঁথা।
আজকে জাতিয় নেতা মাওলানা আবদুল হামিদ খান ভাষানী, শহীদ সোহরাওয়ার্দি, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মত নেতারা রাজনৈতিক কাদা ছোড়া ছুড়িরর কারণে পারিবারিক নেতার গন্ডিতে আবদ্ধ।
লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হলেও জাতিয় অনৈক্যের কারণে অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক ও মত প্রকাশের স্বাধীনতা পাইন। কিছু চিহ্নিত রাজাকারদের কারণে আমরা আজ লজ্জিত। আসুন আমরা ভেদাভেদ ভুলে, হিংসা বিদ্বেষ ভুলে, স্বার্থপরতা বাদ দিয়ে, মুক্ত পথ মুক্ত মতের স্লোগান নিয়ে মহা ঐক্যের জাতীয় প্লাট ফর্ম সিবিএফ এর কাজে সামিল হই।
-আহবায়ক, সিবিএফ, মুন্সিগঞ্জ, সদস্য, কেন্দ্রীয় কমিটি
বিষয়: বিবিধ
১৩২৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন