কে কে ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে চান???

লিখেছেন লিখেছেন ইকুইকবাল ২১ আগস্ট, ২০১৩, ১০:১৮:১৪ রাত

মুক্ত চিন্তার ক্ষেত্রে আলোড়ন সৃষ্টিকারী, মত প্রকাশের ক্ষেত্রে স্বাধীন, কোন দলের দালালী বা লেজুড়বৃত্তিহীন একটি আদর্শিক, বুদ্ধিবৃত্তিক, দেশপ্রেমীক ব্লগারদের বিবেকী সংগঠন সিবিএফ। ব্যক্তিত্ব বিকাশের প্লাটফর্ম এই কাঙ্খিত সিবিএফ। তাই ভাবতেই অবাক লাগে আজ আমরা বুদ্ধিপ্রতিবন্ধী হয়ে গেছি। আমরা ভাল মন্দ অনেক কিছু জানার পরও মন্দের দিকে ধাবিত হই। যেমন আজাইরা সারাদিন নেট নিয়ে পড়ে থাকি। আমরাকি আত্মসমালোচনা করেছি এই সময়টুকুতে আমার কিকি ভাল কাজ করেছি?? কি লাভ দেশ ও ইসলামের বিরুদ্ধে চিন্তা করে!!! সময় নষ্ট করে কি লাভ? আমরা নিজেকে খুবই বড় মনে করি, প্রভাবশালী মনে করি, জনপ্রিয় মনে করি যা বুদ্ধিপ্রতিবন্ধীর অন্যতম কারণ। আসুন নিজের ভিতর অনেক প্রতিভা আছে যা প্রকাশ করা আজ খুবই প্রয়োজন। নিজের ভিতর সুপ্ত মেধা আছে সেটিকে প্রকাশ না করলে ব্যক্তিত্বের বিকাশ ঘটবেনা। আমরা ভয় পাই, কিসের ভয়? যে মহান আল্লাহ তায়ালা আমাদেরকে সৃষ্টি করছেন তাকে কি একটুকুই ভয় পাওয়া উচিৎ না??? আমাদের ওই শিক্ষার দরকার নেই যে শিক্ষায় ধর্ম নেই। আমাদের ওই ব্যক্তিত্বের দরকার নেই যেই ব্যক্তিত্বে সৃষ্টিকর্তা ভীতি নেই। আমাদের ওই চিন্তার দরকার নেই যে চিন্তায় দেশ ও ইসলামের বিষয় নেই। আমাদের ওই সংগঠনের দরকার নেই যে সংগঠনে ইথিক্স ও মুরালিটি নেই। আসুন আমরা দেশের স্বাধিনতা রক্ষার অতন্দ্র প্রহরী সংগঠক হই। প্রকৃত মুক্তিযোদ্ধার চেতনার ধারক ও বাহক হই। আজ তথ্য প্রযুক্তির এই যুগে আমাদেরকে অনেকদূর যেতে হবে। যার জন্য অনেক কাজ করতে হবে, অনে রাস্তা পাড়ি দিতে হবে ,যদিও বাধা, ভয়, ঝুকি থাকে তবুও থমকে দাড়াব না ইনশাআল্লাহ। আসুন আমরা আমাদেরকে একটি নীতি ও বিশ্বাসের উপর দাড়া করাই। বসে থাকলে চলবেনা। নিন্দুকেরা নিন্দা করবেই। সমালোচকেরা সমালোচনা করবেই। যদি সমালোচনা নাই হয় তাহলে ভাববেন আপনি কিছুই করছেননা। কারণ আমাকে দেশের পক্ষে লেখা লেখি করতে গিয়ে অনেক সমালোচিত হতে হয়েছে। যত বেশি সমালোচনা তত বেশি লেখা লেখি চলে আমার এটি হচ্ছে আমার থিওরি। ব্যক্তিত্বের বিকাশ-দেওয়ান মোহাম্মদ আজরফ বইটি আজই সংগ্রহ করুন। বইটি পাবেন ‘ঝিনুক প্রকাশনি, ৩৮/২ক, বাংলাবাজার, ঢাকা-১১০০।

কেউ কষ্ট পেলে ক্ষমা চাই। আর সিবিএফ সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমার আগের পোস্ট গুলি পড়ার আহবান জানাচ্ছি।

-আহবায়, সিবিএফ মুন্সিগঞ্জ, সদস্য, সিবিএফ কেন্দ্রীয় কমিটি

আমার এফবি আইডি:- https://www.facebook.com/equeiqbal

বিষয়: বিবিধ

১৮৩২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File