কেন চিন্তা করতে পারিনা??? মুক্ত চিন্তার প্লাটফর্ম সিবিএফ

লিখেছেন লিখেছেন ইকুইকবাল ২১ আগস্ট, ২০১৩, ০৪:০৭:৩৩ বিকাল

জণসাধারণ বুদ্ধির চর্চা করুক, মাথা খাটাক ক্ষমতাসীন, একনায়ক ও ডিক্টেটরেরা মোটেও চায়না। তারা মুক্ত চিন্তাকে মনে করে তাদের স্বার্থের পরিপন্থী ও সবচেয়ে বড় শত্রু। আর ক্ষমতার ধর্ম হচ্ছে সব সময় মাথার চেয়ে হাতের উপর, হাতের চেয়ে ডান্ডার উপর নির্ভর করে। জালাল উদ্দিন রুমীর ভাষায়- ‘এরা মানুষের কাঁধে বাহিত শবের মত, আত্মার বিনিময়ে এরা ক্ষমতা লাভ করে গর্ববোধ করে’। তথাকথিত শিতল যুদ্ধ এই চিন্তাহীনতার ফল। যে কোন অবস্থায় বিবেকী মানুষ হলে আইনশৃঙ্খলা বাহিনী ৫-৬ মে যে গণহত্যা চালিয়েছে তা ঘটাতে পারতনা। বিবেকহীন সভ্যতা মানুষের বর্বরতার কোন চরম সীমায় নিয়ে গেছে বাংলাদেশের ইতিহাসের পৃষ্ঠায় তা আজীবন চিহ্নিত হয়ে থাকবে। এযুগের প্রখ্যাত চিন্তাবীদ আলবার্ট সুইজার বলেন, With the spirit of the age I am in complete disagreement, because it is filled with disdain for thinking. আজ মানুষের মত ও বিশ্বাস নির্দিষ্ট কোন বিষয়ের প্রতি নেই। দিন দিন , ঘন্টায় ঘন্টায় বদল হচ্ছে। বর্তমান সভ্যতা কোন গভীর ভাব ও চিন্তার উপর প্রতিষ্ঠিত নয়। আজ সারাবিশ্বের এই মহা সংকট থেকে বাঁচতে হলে মানব সভ্যতাকে একটি নীতি ও সত্যের উপর দাড় করাতে হবে। আর তা করাতে হলে মানুষকে ভাবতে হবে, করতে হবে মুক্ত চিন্তা ও যুক্তির চর্চা, আবেক বাদ দিয়ে হতে হবে বিবেকী। তাই আসুন সভ্যতার সংকট থেকে বাঁচার জন্য আমরা মুক্ত চিন্তা করি। দেশ ও ইসলামের চিন্তা করি। কারণ মানুষ পারেনা এমন কিছু নেই। একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার যে তথ্য জমা রাখে, মানুষের মাস্তিষ্ক তার চাইতে ১ লক্ষ গুণ বেশি তথ্য ধারণ করতে সক্ষম। মানব মস্তিষ্ক প্রতি সেকেন্ডে ১ কোটি গানিতিক ক্যালকুলেশন সম্পন্ন করতে সক্ষম। জানা থাকা ভাল যে, মানুষের ডিএনএ তে বয়ে বেড়াচ্ছে ৫ বিলিয়নের চাইতে বেশি সংখ্যক তথ্য। আর একটি DNA-র তথ্য লেখতে ১ বিলিয়ন পৃষ্ঠা লাগবে। যা হয়তো বিশ্বের সবচেয়ে বড় Encyclopedia-র চাইতে ৪০ গুণ বড়। (এনসাইক্লোপিডিয়ার পৃষ্ঠা-২৫০০০) তাহলে আমরা নিজেদেরকে এত ছোট ভাবব কেন। আমরা অনেক কিছু করে দেখিয়ে দিব ইনশা আল্লাহ। এবার আমাদের ভেতরের তেজ, আগ্রহ, উদ্দিপণা, উৎসাহ, গতি প্রকাশ করব নিজের লেখা, আচরণ, আন্দোলন করার ক্ষেত্রে ইনশাআল্লাহ।

-আহবায়, সিবিএফ মুন্সিগঞ্জ, সদস্য, কেন্দ্রীয় কমিটি

বিষয়: বিবিধ

১৫২০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File