সফলতার গোপণ রহস্য আত্ম-সমালোচনা
লিখেছেন লিখেছেন ইকুইকবাল ১৮ আগস্ট, ২০১৩, ০৮:৫৫:২২ রাত
আমরা শুধু ব্যর্থতার গ্লানি নিয়ে বসে থাকি, ভাবিনা এর উত্তরণের পথ কি? আমরা ভাল করেই জানি কিছু নেতিবাচক ও ভুল কাজের ধারাবাহিক পূণরাবৃত্তিই হচ্ছে ব্যর্থতা। আর ব্যর্থতাকে সফলতার রূপ দেয়ার জন্যই রয়েছে আত্ম-সমালোচনা। আমরা এও জানি ‘কার্যকর দৃষ্টিভঙ্গি দিয়ে ধৈর্য সহকারে কর্মের প্রতিকূলতাকে অতিক্রম করার নামই সফলতা। আর এই সফলতা নামক সোনার হরিণের পিছু ছোটেন না এমন কেউ নেই। আসুন আমরা কিভাবে আত্মসমালোচনা করব একটু শিখে নেই। “প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে সারাদিন ঘটে যাওয়া সব ঘটনাগুলো নিয়ে ভাববেন আর নিজেকে জিজ্ঞাসা করবেন; আজকে আমি কি শিখলাম? কি কি ভুল করলাম? সঠিক কি করা উচিৎ ছিল? এর পর আগামী দিনটির কথা ভাবুন। দেখে নিন কি আসছে। মনে মনে ঠিক করে ফেলুন কি করা সবচেয়ে ভালো।
রাতে ঘুমোতে যাওয়ার আগে কয়েক মিনিট এভাবে কাজে লাগালে তার চেয়ে ভালো সময় কাজে লাগানো আর হয় না। আপনাকে ভুলে যেতে হবে আপনি কে? আপনাকে নিজের মধ্যে থেকে বেরিয়ে আসতে হবে। একজন সম্পূর্ণ অপরিচিতের মতই নিজেকে দেখুন। এটাই হল নেমে আসা বা আত্মসমালোচনা। আজ আর আপনার জীবনের প্রতিটি রাতেই এরকম করুন। এটা আপনার ইচ্ছাশক্তিকে সাহায্য করবে। নিজের সব কর্দমতা, দুর্বলতা, ভীরুতা, হীনমন্যতা, আলস্য, অযুহাত, ত্রুটি আর নীচনা লেখে রাখেন এতে সাহস বাড়ে, আত্মবিশ্বাস জন্মায়। পরবর্তীতে এসব দূর করার জন্য জোড়ালো চেষ্টা করুন।”
-আহবায়ক, সিবিএফ, মুন্সিগঞ্জ, সদস্য, কেন্দ্রীয় কমিটি
বিষয়: বিবিধ
১৬৬২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন