সরি মাহমুদুর রহমান তোমার জন্য কিছুই করতে পারলামনা!!!!
লিখেছেন লিখেছেন ইকুইকবাল ১৮ আগস্ট, ২০১৩, ০৭:৫৪:৫২ সকাল
আজ সাড়া বিশ্বে যখন নিন্দার ঝড় বইছে তখনও আমাদের দন্ডমূন্ডের কর্তাদেরর হুশ হচ্ছেনা। জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, হিউম্যান রাইটস ওয়াচ কমিশন আদিলুর রহমানকে গ্রেফতার ও রিমান্ড নেয়ার ঘটনায় উদ্বেগ জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি করেন। এদিকে ১.মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা, ২.কানাডার রাষ্ট্রদূত হিথার ক্রুডেন, ৩.ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন, ৪.জাতিসংঘের মানবাধিকার কমিশনের মুখপত্র লিজ থরোসেলসহ সুইডেন, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড সাবেক ডেপুটি এটর্নি জেনারেল মুন্সিগঞ্জের কৃতি সন্তান আদিলুর রহমানকে আটকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তার দ্রুত মুক্তির জন্য সরকারের প্রতি আহবান জানান।
তার মত যশস্বী, ডাকসাইটে মানবাধিকারের কর্মীকে ধরা মানেই সরকারের ক্ষমতার কফিনে শেষ পেড়েক ঠুকা পড়ল। ক্ষমতাসীন দলে তাবড় তাবড় কুশিলব ও তল্পীবাহকরা তার বিরুদ্ধে জামাত-শিবির ও বিএনপির গন্ধ খুজে নিরপেক্ষতার প্রশ্ন তুলছেন যা শতাব্দির শ্রেষ্ঠ ষড়যন্ত্র বলে দায়িত্বশীলরা মনে করেন। আসিফ নজরুল এর তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন একজন ধারাবাহিক কিলারেরও মানবাধিকার আছে, তাহলেকি হেফাজতের কোন মানবাধিকার নেই????
আসল কথায় আসি, আজ পদে পদে স্বাধীনতা খর্ব হচ্ছে। যারাই মানবাধিকারের কথা বলে তাদেরকে আদিলুর রহমানের ভাগ্য বরণ করতে হচ্ছে। যারাই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সত্য ও ন্যায়টি তুলে ধরছেতাদেরকে মাহমুদুর রহমানের ভাগ্য বরণ করতে হচ্ছে। যারাই জনতাকে ইসলাম ও দেশ দ্রোহীদের কবল থেকে বাচার জন্য আলোড়িত করছেন তাদেরকে আল্লামা সাইদীর ভাগ্য বরণ করতে হচ্ছে। যারাই নাস্তিক, মোরতাদ ও ধর্মব্যবসায়ীদের ব্যপারে জতনাকে সচেতন করতে যান তাদেরকে আল্লাহমা আহমদ শফীর ভাগ্য বরণ করতে হচ্ছে।
শেষ কথা হল এই স্বাধীন দেশে এক রাষ্ট্রপ্রতির কাছ থেকে ২২ জন মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি মুক্তি পায় সেখানে মাহমুদুর রহমান জেলে!!!!! কি করতে পারছি তার জন্য। ২০০ এর অধিক পত্রিকা, ৩ টি টিভি, ২০টি ব্লগ, ৬ হাজারেও অধিক ফেইসবুক বন্ধ করেই কি ভাবছে কেল্লাফতে???? আজকে একের পর এক গণহত্যা হচ্ছে (বিডিয়ার গণহত্যা, ২৮ ফেব্রুয়ারী গণহত্যা, রাণা প্লাজা গণহত্যা ও ৫-৬ মের বাংলার ইতিহাসে জঘন্য গণহত্যা) বাকশালী মিডিয়া এর কোন প্রতিবাদটুকু করছেনা। আজকে আমি সত্যি কথা, দেশের কথা, ইসলামের কথা, ন্যায়ের কথা বলতে যাই আমাকে ইলিয়াস আলী, সুখরঞ্জন বালী, শিরি নেতা মাসুম, শ্রমিক নেতার ভাগ্যবরণ করতে হবে। সরি সরি সরি দেশের জন্য, ইসলামের জন্য, স্বাধীন মত প্রকাশের জন্য সর্বপরি মাহমুদুর রহমানের জন্য কিছুই করতে পারলামনা। নিরবে কানলাম!!!!
-আহবায়ক, কমিউনিটি ব্লগারস ফোরাম, মুন্সিগঞ্জ ও সদস্য কেন্দ্রীয় কমিটি
বিষয়: বিবিধ
১৫১৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন