শুক্রবার সকাল ৯ টায় Cbf Munshigonj এর উদ্যোগে আদিলুর রহমানের মুক্তির দাবিতে মাববন্ধন

লিখেছেন লিখেছেন ইকুইকবাল ১৫ আগস্ট, ২০১৩, ০১:০৮:০২ রাত



রাষ্ট্র কর্তৃক দেশব্যাপী মানবাধিকার লংঘন, মানবাধিকার কর্মীদের উপর হয়রানি নির্যাতন বন্ধসহ মানবাধিকার সংগঠন অধিকার এর সেক্রেটারী জেনারেল আদিলুর রহমান শুভ্রর নিঃশর্ত মুক্তির দাবিতে এক মানববন্ধন কর্মসূচী পালন করবে কমিউনিটি ব্লগারস ফোরাম মুন্সিগঞ্জ জেলা শাখার সদস্যবৃন্দ। শুক্রবার সকাল ৯ টায় মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হবে। এছাড়াও মানব বন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এই দাবীর সাথে সংহতি জানিয়ে বক্তব্য রাখবেন।

এসময় বক্তারা বলবেন, একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে প্রতিটা নাগরিকের স্বাধীনভাবে মতপ্রকাশের স্বাধীনতা, আত্মসম্মান রক্ষা করে বেঁচে থাকার অধিকার রয়েছে। একইভাবে যেকোন নাগরিকের মানবাধিকার লংঘনের শিকার ভুক্তভোগীর ন্যায় বিচার পাওয়ার অধিকার মহান মুক্তিযুদ্ধে লক্ষ প্রানের বিনিময়ে অর্জিত সংবিধানে নিশ্চিত করার কথা বলা হয়েছে। অথচ রাষ্ট্র কর্তৃক প্রতিনিয়ত এসব লংঘনের ঘটনা সংঘটিত হয়ে চলেছে, সেক্ষেত্রে অসহায় ভুক্তভোগী জনগনের ন্যায়বিচার পাওয়ার দাবীতে যখনই একজন মানবাধিকার কর্মী এগিয়ে আসে তখনই তার উপর রাষ্ট্র কতৃক হয়রানি ও নির্যাতনের খড়গ নেমে আসে। রাষ্ট্রের এধরণের নগ্ন চরিত্র উন্মোচিত হয়েছে অতি সাম্প্রতিক কালে মানবাধিকার সংগঠন অধিকার’র সেক্রেটারী জেনারেল আদিলুর রহমান খান শুভ্র’কে গ্রেফতার ও নির্যাতনের মধ্যদিয়ে। তাই অবিলম্বে সকল মানবাধিকার কর্মীদের হয়রানি ও নির্যাতন বন্ধ করে নাগরিক জীবনের নিরাপত্তা নিশ্চিত করাসহ গ্রেফতারকৃত আদিলুর রহমান খান’র নিঃশর্ত মুক্তি দেয়ার আহ্বান জানাবেন বক্তারা। তখন বক্তব্য রাখবেন মুন্সিগঞ্জ প্রেসক্লাসের সভাপতি শহিদ ই হাসান তুহি, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি মো: আব্দুস সালাম, সিবিএফএর আহবায়ক ইকবাল হোছাইন ইকু, সিবিএফ এর জেলা কমিটির সদস্য রমজান মাহমুদ, কৌশিক হাসান, রাসেল জয়, ইমরান ভুইয়া, শিহাব আহমেদ প্রমুখ।

বিষয়: বিবিধ

১৫৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File