জীবন নিয়ে ও একটি পাখি : দুটি ছড়া

লিখেছেন লিখেছেন ইকুইকবাল ২৮ জুন, ২০১৩, ০৭:৫৯:৩০ সন্ধ্যা

১। জীবন নিয়ে

---------------

আমরা যারা ছোট আছি

সামনে বড় হবো।

ভাবতে হবে কেমন করে

দ্বীনের পথে রবো।

অন্যায় পথ বাদ দিয়ে

সত্যের পথে লড়বো।

তাই কোরানের আলো দিয়ে

নতুন ভুবন গড়বো।

পড়ার সময় পড়া আর

খেলার সময় খেলা।

জীবন নিয়ে করবো নাকো

কোনই অবহেলা।

(২০০৬ সালে দৈনিক বাংলাবাজারে প্রকাশিত)

২। একটি পাখি

---------------

খুব সকালে গাছের ডালে

একটি পাখি গান গায়,

কি আভরণ! গানের মাঝে

একই তালে ঘুম ভাঙায়।

তার কাছে চাওয়া পাওয়া

অনেক ছিল বাকি,

মনের মাঝে হারিয়ে যাওয়া

সেও দিল ফাঁকি।

মনের মাঝে অনেক দু:খ

তাকে নিয়ে হল,

সেই পাখিটি পাব কোথায়

আমায় শুধু বল।

এ জীবনে কখনও কি

উঠবে সে আর ডাকি?

সে দুখটাকে ঘুচাতে তাই

তার ছবিটাই আঁকি।

(2006 সালে সাপ্তাহিক সোনার বাংলায় প্রকাশিত)

বিষয়: বিবিধ

১২৭২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File