মুন্সিগঞ্জের প্রতিনিধি সম্মেলনে ব্লগাররা যা বললেন ও বিভিন্ন থানা কমিটি গঠন
লিখেছেন লিখেছেন ইকুইকবাল ১৮ মে, ২০১৩, ০৪:০৫:০৫ বিকাল
দেশপ্রেম ও ইসলাম প্রেমকে পুঁজি করে আস্তিক ব্লগারদের নিয়ে তিন তারকা ‘হোটেল প্রিন্স’ -এ ব্লগার প্রতিনিধি সম্মেলনে সারা বাংলাদেশে তার আদর্শ ছড়িয়ে দেয়ার সিদ্ধান্ত হয়। তারি ধারাবাহিকতায় মুন্সিগঞ্জের শ্রীনগর ও সিরাজদিখান উপজেলায় হয়ে গেল ব্লগার প্রতিনিধি সম্মেলন। সম্মেলনে যোগ দেয়া ব্লগাররা ব্লগিং ও সামাজিক দায়বদ্ধতার বিষয়ে নিজেদের সুচিন্তিত, বিচক্ষণ ও সৃজনশীল মতামত তুলে ধরেন। মতামতে স্বাধীন ও শালীন মত প্রকাশের উপর জোর দেন তারা। সম্মেলনে সিরাজদিখানের ব্লগাররা যা বললেন:-
সম্মেলনের আয়োজক ও মুন্সিগঞ্জের সংগঠক ইকবাল হোছাইন ইকু বলেন:- আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি ইসলাম ও দেশাত্ববোধে উদ্বুদ্ধ হয়ে। জাতি ও দেশ আমাদের দিকে অর্থাৎ তরুন প্রজন্মের দিকে তাকিয়ে আছে। আমরাই জাতির কান্ডারী। আমরা কিছু করতে গেলে আমাদেরকে ভাবতে হবে আমরা কি করছি, কেন করছি, কিভাবে করছি ও কার জন্য করছি। আমাদের সংগ্রামের ব্যকগ্রাউন্ড অবশ্যই জানা থাকা জরুরী। এই কমিউনিটি ব্লগারস ফোরামকে নিয়ে জিনি সর্ব প্রথম ভাবছেন তিনি হচ্ছে বিশিষ্ট ব্লগার, অনলাইন এক্টিভিস্ট, কলামিস্ট, সাংবাদিক, বুদ্ধিজীবী, সংগঠক ও বাংলাদেশের সিপাহসালার সরোজ মেহেদী ভাইকে স্মরণ করতেই হবে। অনেকে আমরা প্রজুক্তি অপব্যবহার করি। আমরা প্রযুক্তি ব্যবহার করছি প্রথমেই এই বিষয়টি নিশ্চিত করতে হবে। আমাদের আন্দোলন চলবে দু ভাবে। একটি হচ্ছে অনলাইনে অন্যটি হচ্ছে ফিল্ডে। দেশ বিরোধী কর্মকান্ড কোনো গোষ্ঠি বা দলে করলে তার বিরুদ্ধে ব্লগিং ও লেখালেখির মাধ্যমে আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। প্রয়োজনের তাগিদে যদি কেন্দ্র থেকে আমাদের আন্দোলনের ডাক দেয়া হয় তাহলে সেই আন্দোলনের অগ্রপথিক ও লড়াকু সৈনিক হিসেবে আমাদেরকে ঝাপিয়ে পড়তে হবে। আমরা দেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে সর্বপরি ইসলামের বিপক্ষে নই সে বিষয়টি খেয়াল রাখতে হবে। আমদের আন্দোলন কাউকে গদিতে উঠানো বা নামানো নয়। স্বাধীনতাকে টিকিয়ে রাখাই আমাদের আন্দোলনের মূলমন্ত্র। আজকে আমরা ব্লগ ইউজ করি অথচ যিনি বাংলাদেশে বাংলা ব্লগ আবিষ্কার করলেন তাকেই চিনিনা। বাংলাদেশের প্রথম ব্লগ সামুতে আমি প্রথম একাউন্ট করি এর মাধ্যমেই আমার ব্লগিং এর যাত্রা শুরু। আমাকে যখন প্রথম পেইজে চান্স দেয়া হচ্ছেনা মাসের পর মাস তাই আমি এডমিনের সাথে যোগাযোগ করি জান্নাতুল ফেরদাউ গুলসানা জানার সাথে। তিন বছরের কাছা কাছি সময় আমাকে চান্স দেয়া হয়। তার পূর্বে আমি এসবিতে ব্লগিং করার সুবাদে ব্লগার হাসান ভাইয়ের সাথে পরিচয় ঘটে। তার স্ট্যাটাসের মাধ্যমেই আমি সিবিএফ এর দাওয়াত পাই। তরুণ ব্লগারদের গর্ভ এম এম উবায়দুর রহমান ভাইয়ের সাথে যোগাযোগ করে সেন্ট্রাল কমিটির প্রতিনিধি সম্মেলনে যোগ দেই। সেখান থেকে আমরা শপথ নিয়েই মুন্সিগঞ্জে একটি আন্দোলনের উর্বর ক্ষেত্র তৈরী করতে চেষ্টা করছি মাত্র। আমাদেরকে ভুলেগেলে চলবেনা বর্তমান সরকার মিডিয়ার প্রতি খড়গ হস্থ। কোনো সরকারই মিডিয়াকে বর্দাস্ত করতে পারেনা। গত টার্মে একুশে টিভি বন্ধ করে দেয়। তার থেকে কয়েকগুণ তেজদ্দীপ্ত হয়ে সরকার সবচেয়ে আলোচিত ও বহুল পঠিত দৈনিক আমার দেশ, শীর্ষ কাগজসহ ২০০ পত্রিকা বন্ধ করে দেয়। শুধু তাই নয় যুমুনা টিভিকে আসতে দেয়নি সম্প্রচারে। চেনেল ওয়ান বন্ধ করার পর আরেকটু সাহস পেয়ে ক্ষমতার শেষ মূহুর্তে এসে বন্ধ করে দিল সবচেয়ে জনপ্রিয় চেনেল দিগন্ত ও ইসলামী টিভি। তিনি আরো বলেন, এভাবেই মিডয়ার প্রতি বিষাক্ত কালো ছোবল মারতে থাকে বাকশালী কায়দায়। সময় এসেছে আমাদের জেগে উঠার ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার। এছাড়া সবচেয়ে জনপ্রিয় ব্লগ এসবি ও আমার বর্ণমালাব্লগ সহ বিশটি ব্লগ সাইটও বন্ধ করতে একটুকু বুক কাপেনি। সরকারের গঠনমূলক সমালোচনা করা ও ইসলামি বিষয়ে পোস্ট দেয়ার অপরাধে দু দুবার বন্ধ করে দেয় বাঁশের কেল্লা। তারি ধারাবাহিকতায় মিডিয়া ওয়াচসহ ৬ হাজার ফেইসবুক আইডি ও পেইজ বন্ধ করে দেয়। আমাদের আন্দোলন এই দমন-পীড়নের বিরুদ্ধেই। আমরা কোনো দলের এজেন্ডা নিয়ে মাঠে ও অনলাইনে লড়াই করছিনা। সাগর-রুণী হত্যাকান্ডসহ বর্তমান সময়ে ১৯ জন মিডিয়া কর্মীর হত্যাকান্ডের বিচারের দাবিতে গঠিত আমাদের এই কমিউনিটি ব্লগারস ফোরাম । বাংলাদেশের প্রাণপুরুষ ও শতাব্দী শ্রেষ্ঠ সাহসি কলামিস্ট মাহমুদুর রহমানের মুক্তিও আমাদের সংগঠনের অন্যতম দাবি।
সিরাজদিখান উপজেলার আহবায়ক মোঃ সাইদ সরকার (কৌশিক হাসান) : একটি বিষয় ক্লিয়ার হতে হবে। সেটি হচ্ছে রাজনৈতিক কোনো উদ্দেশ্যে আমরা একত্রিত হই নি। একটু পিছনে ফিরে যেতে হয়। ১৯৭৫ সালে মাত্র ৪ টি পত্রিকা (ইত্তেফাক, দৈনিক বাংলা, বাংলাদেশ অবজার্ভার ও বাংলাদেশ টাইমস) রেখে ভিন্ন মত ও দলের সব পত্রিকা বন্ধ করে দেয়। কেন? এটি একটি কঠিন প্রশ্ন। বাকশাল কায়েম করার জন্যইকি এটি করা প্রয়োজন ছিল। আমি বলতে চাই একাজটি করেছিল সরকারের সুবিধার্থে। রাজতন্ত্র ও সৈরতন্ত্র কায়েম করতে বলেই প্রতিয়মান হয়। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, সরকার বর্তমান ডিজিটাল বাকশাল গঠন প্রকৃয়ার দিকে ক্রমেই ধাবিত হচ্ছে। তাই আমরা সামাজিক দায়বদ্ধতা থেকেই একত্রিত হয়েছি। আন্দোলন করতে গেলে অবশ্যই সংগঠিত হওয়া অর্থাৎ একটি স্ট্রং কমিটির দরকার। কমিটি করতে গেলে সৎ ও দক্ষ নেতৃত্বের দরকার।
সদস্য সচিব প্রিন্স টিপু: যারা অনলাইনে একটিভ আছে তাদেরকে সংগঠনের সাথে যুক্ত করতে হবে। একটি সংগঠনের প্রাণ হচ্ছে অর্থ। কেননা সাহবাগ আন্দোলন অর্থের কারণেই থেমে যায়। তাই আমাদেরকে মাসিকভাবে চাঁদা দিতে হবে। একন্তভাবে সংগঠনকে টিকানোর জন্যই। কারণ আমরা আন্দোলন করছি দেশকে একটি সুস্থ ধারায় ফিরিয়ে আনার জন্য। সর্বশেষে বলতে চাই আমাদের আন্দোনের সাথে জড়িত আছে দেশ, জাতি ও ইসলাম।
যুগ্ম আহবায়ক বিপুল শিকদার: আন্দোলন, সংগ্রাম ও সংগঠন করতে গেলে অবশ্যই আবেগের সাথে বিবেককে কাজে লাগাতে হবে। নয়ত হেফাজতে ইসলামের মত আমাদেরকে থেমে যেতে হবে। শুধু আবেগ দিয়ে কাজ করাতে শাহবাগ আন্দোলন হঠাৎ করেই থেমে যায়। আমাদেরকে একে অপরের প্রতি আস্থা ও ভালবাসা নিয়ে কাজে নামতে হবে।
যুগ্ম আহবায়ক রুহুল আমিন: সংগঠনের লিডারকে হতে হবে সৎ, দক্ষ ও আদর্শবাদ। যাতে কোনো লিডার আমাদের মাঝ থেকে হারিয়ে গেলে আমাদের কার্যক্রম স্টপ না হয়ে যায়। পর্যাপ্ত সময় দিয়ে সংগঠনটিকে জিইয়ে রাখতে হবে। লিডার প্রতি আমাদের লয়াল থাকতে হবে। সর্বপরি আমাদের মুন্সিগঞ্জের ইকবাল হোছাইন ইকু ও সিরাজদিখানের প্রতিষ্ঠাত প্রিন্স টিপুকে ধন্যবাদ জানাই।
এছাড়াও আলোচনা করেন রাইসুল ইসলাম, জাহিদ হাসান, রুবেল শেখ, আমান হক (সাদ্দাম হোসেন), মোজাম্মেল হক, জোবায়ের, সাহেদ, তোফাজ্জল, শুভ, রবিন, রাজু আহমদ প্রমুখ।
শ্রীনগরের বিষয়েও লেখা আসবে। উল্লেখ্য যারা আমাদের দাবি-দাওয়া ও কার্যক্রমের সাথে একমত তার যোগাযোগ করতে পারেন। ০১৭২৮২১৫০২২
আগামি শুক্রবার মুন্সিগঞ্জ সদর থানার কমিটি গঠন হবে। আগ্রহিরা সেখানে যোগ দিতে পারেন।
বৃহস্পতিবারের সংবাদ:-
গণ্ডি পেরিয়ে community bloggers forum(cbf) প্রস্ততি সভা.........
অত্যন্ত শা্ন্তনিবিড় পরিবেশে গত ১৭ তারিখ বৃহস্পতিবার সিরাজদিখানের গোয়ালবাড়ি মোরে রিপড ইউনিভার্সেল অডিটরিয়াম পঞ্চম তলায় হয়ে গেল community bloggers forum (CBF) এর প্রস্তুতি মূলক সভা । সভায় উপস্থিত ছিলেন মুন্সিগন্জ জেলা আহবায়ক ইকু, রাজদিয়া স্কুলের আহবায়ক ও সিরাজদিখান প্রেস ক্লাবের কার্যকরী সদস্য রিফাত হাচান শাহেদ, যুগ্ন আহবায়ক-সোভন হাওলাদার, সদস্য সচিব, তোফাজ্জল হোসেন, মুন্সিগন্জ পলিট্যাকনিক ইনিষ্টিউটের আহবায়ক যুবায়ের. বিক্রমপুর কেবি ডিগ্রি কলেজের জাহিদ ও টঙ্গিবাড়ী থানা আহবায়ক জয় সহ কমিটির অন্যানো কার্যকরী সদস্যরা ।
সভায় সকলে community bloggers forum (CBF) সাথে থাকার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করে শুভ কামনা করেন।
শুক্রবার সকালের সংবাদ:-
মুন্সিগঞ্জের আহবায়ক ইকবাল হোছাইন ইকুর নেতৃত্বে শ্রীনগরে পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা-২০১৩
-------------------------------------------------
সব বাধা উপেক্ষা করে, অনেক চড়াই উৎড়াই পাড়ি দিয়ে, ইসলাম ও দেশ প্রেমকে পুজি করে আমাদের শ্রীনগরের সম্মেলন শেষ হল।
অত্যন্ত নিরিবিলী ও মনোরম পরিবেশে শ্রীনগরের কমিটি সম্পন্ন হল।
আহবায়ক- সাইফুল ইসলাম Saiful Islam
যুগ্ম আহবায়ক-মোঃ ইফতেখার, জুলফিকা...র আলি, রাজিব মাহমুদ
সদস্য সচিব-ইলিয়াস হোছাইন Elias Hossain
যুগ্ম সদস্য সচিব-আব্দুল্লহ, নাহিদ, আতাউর
কার্যকরী সদস্য- সাহেদ, খুশবুর রহমান, মারুফ বিল্লাহ প্রমুখ।
শুক্রবার বিকেলের সংবাদ:-[/i]
সিরাজদিখান উপজেলার কমিউনিটি ব্লগারস ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন-২০১৩
---------------------------------
সিরাজদিখান থানার আহবায়ক কৌশিক হাসান (সাইদ) Kousik Hasan সভাপতিত্বে ও সদস্য সচিব প্রিন্স টিপুর Prince Tipu পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমউনিটি ব্লগারস ফোরাম মুন্সিগঞ্জ শাখার আহবায়ক ইকবাল হোছাই ইকু Eque Iqbal । কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে যুগ্ম আহবায়ক মোঃ বিপুল, মোঃ রুহুল আমিন ও রাইসুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব মোঃ সাদ্দাম(আমান হক) , জাহিদ হাসান ও মোঃ রুবেল শেখ। এছাড়া কার্যকরি সদস্য হচ্ছে মোঃ রাজু, বাহার, মোজাম্মেল হক,নিরব খন্দকার (ইসমাইল), শাহেদ, মোঃ জান্নাত, মোঃ শহিদুল, মোঃ সালাউদ্দিন, মোঃ মাসুদ, মোঃ আরিফ, তুষার, রাকিব, শরিফ, শুভন, তোপাজ্জল, রবিন, শুভ, আনিছ, নজরুল ইসলাম, ওয়াসিম, রবিন-২, মোঃ বিল্লাল হোসেন, ইব্রাহীম (রিপন), আজহারুল ইসলাম প্রমুখ।
... আমাদের পেইজ
https://www.facebook.com/bdcbf
আমাদের গ্রুপ
https://www.facebook.com/groups/cbblog.net/
এছাড়াও যেতে পারেন-
https://www.facebook.com/worldmessage
বিষয়: বিবিধ
২২৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন